রোকেয়া হলের ছাত্রীদের গাছে ওঠা নিষেধ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) রোকেয়া হলের ছাত্রীদের গাছে ওঠা নিষেধ করেছে হল কর্তৃপক্ষ। এক নোটিশের মাধ্যমে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার রাতে ওই নোটিশের ছবি ফেসবুকে পোস্ট করেন একজন শিক্ষার্থী। এখন তা ভাইরাল।

নোটিশে লেখা হয়েছে, ‘রোকেয়া হলের সকল ছাত্রীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, দিনে/রাতে গাছে ওঠা সম্পূর্ণভাবে নিষেধ।’

 

হলের একাধিক ছাত্রী সংবাদমাধ্যমকে জানিয়েছেন, কয়েকদিন আগে হলের একজন ছাত্রী গাছে উঠতে গিয়ে আঘাতপ্রাপ্ত হন। যে কারণে হল কর্তৃপক্ষ এই নির্দেশনা দিয়েছেন।

কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তকে ইতিবাচকভাবেই নিচ্ছেন তারা। তারা জানান, রাতে ফল পাড়তে অনেকেই গাছে ওঠেন। ফলে যেকোনো সময় পড়ে গিয়ে আঘাত পাওয়ার আশঙ্কা থাকে।

রোকেয়া হলের ছাত্রীদের গাছে ওঠা নিষেধ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) রোকেয়া হলের ছাত্রীদের গাছে ওঠা নিষেধ করেছে হল কর্তৃপক্ষ। এক নোটিশের মাধ্যমে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার রাতে ওই নোটিশের ছবি ফেসবুকে পোস্ট করেন একজন শিক্ষার্থী। এখন তা ভাইরাল।

নোটিশে লেখা হয়েছে, ‘রোকেয়া হলের সকল ছাত্রীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, দিনে/রাতে গাছে ওঠা সম্পূর্ণভাবে নিষেধ।’

 

হলের একাধিক ছাত্রী সংবাদমাধ্যমকে জানিয়েছেন, কয়েকদিন আগে হলের একজন ছাত্রী গাছে উঠতে গিয়ে আঘাতপ্রাপ্ত হন। যে কারণে হল কর্তৃপক্ষ এই নির্দেশনা দিয়েছেন।

কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তকে ইতিবাচকভাবেই নিচ্ছেন তারা। তারা জানান, রাতে ফল পাড়তে অনেকেই গাছে ওঠেন। ফলে যেকোনো সময় পড়ে গিয়ে আঘাত পাওয়ার আশঙ্কা থাকে।