শিক্ষায় সংস্কার নয় প্রয়োজন রূপান্তর: শিক্ষামন্ত্রী

পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে খাপ খাওয়াতে শিক্ষায় পরিবর্তন বা সংস্কার নয়, প্রয়োজন রূপান্তর বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শুক্রবার (২৩ ডিসেম্বর) দুপুরে চাঁদপুর সরকারি কলেজ মাঠে শহরের ঐতিহ্যবাহী মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, শিক্ষা ব্যবস্থায় দীর্ঘদিন যাবত পরিবর্তন নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। তবে এখন শুধু পরিবর্তন নয় রূপান্তরের কথা বলা হচ্ছে। আজকের দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে খাপ খাইয়ে নিতে শিক্ষা ব্যবস্থায় একটি রূপান্তর ঘটাতে হবে। তাই শিক্ষায় ব্যবস্থায় পরিবর্তন বা সংস্কারে কাজ হবে না।

তিনি বলেন, শিক্ষার্থীদের শিখন পদ্ধতিতে সম্পূর্ণ পরিবর্তন নিয়ে আসা হয়েছে। এখন শিক্ষার্থীরা হাতে-কলমে শিখবে, অভিজ্ঞতা ভিত্তিক শিখন হবে। এছাড়াও মূল্যায়ন পদ্ধতিতে পরিবর্তন নিয়ে আসা হয়েছে। কারণ আমরা শিক্ষার্থীদের মধ্যে পরীক্ষার ভয়ভীতি চাই না। আমরা চাই আনন্দময় শিক্ষাপদ্ধতি হবে এবং আনন্দময় শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা বিজ্ঞানমনস্ক হবে, তারা শুধু প্রযুক্তিবান্ধব নয়, প্রযুক্তির ব্যবহার ও উদ্ভাবনে দক্ষ হবে এবং মানবিক সৃজনশীল মানুষ হবে।

সময়মত বই উৎসব হওয়ার ঘোষণা দিয়ে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ৩১ ডিসেম্বর উৎসবের উদ্বোধন করবেন এবং ১ জানুয়ারি দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বই উৎসব উদযাপিত হবে।

সম্মেলন নিয়ে ডা. দীপু মনি বলেন, আওয়ামী লীগের সম্মেলন মানেই হচ্ছে দেশের জন্য গুরুত্বপূর্ণ একটি ঘটনা। কারণ আওয়ামী লীগের নেতৃত্বেই ভাষা আন্দোলন হয়েছে, দেশ স্বাধীনতা পেয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধারের সকল আন্দোলনে নেতৃত্ব দিয়েছে, গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। আজকে বাংলাদেশ যেই জায়গায় এসে দাঁড়িয়েছে, স্বপ্ন দেখতে পারছে তাও কিন্তু আওয়ামী লীগের কল্যাণেই সম্ভব হয়েছে।

তিনি বলেন, কাজেই সারা দেশের মানুষ আওয়ামী লীগের সম্মেলনের দিকে তাকিয়ে থাকেন। আমাদের সব সময়ই নবীন প্রবীণে মিলিয়ে নেতৃত্বে আসেন। আশাকরি নতুন নেতৃত্বও ঐতিহ্য ধরে রেখে কাজ করে যাবেন।

তিনি আরও বলেন, আওয়ামী লীগই একমাত্র দল যাদের নীতি নির্ধারণী পর্যায়ে নারীদের উপস্থিতি সবচেয়ে বেশি। একমাত্র আওয়ামী লীগই দেশের আইন মেনে দল পরিচালনা করে। তাই আগামীতেও নারী-পুরুষ মিলিয়েই আওয়ামী লীগকে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাব।

শিক্ষায় সংস্কার নয় প্রয়োজন রূপান্তর: শিক্ষামন্ত্রী

পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে খাপ খাওয়াতে শিক্ষায় পরিবর্তন বা সংস্কার নয়, প্রয়োজন রূপান্তর বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শুক্রবার (২৩ ডিসেম্বর) দুপুরে চাঁদপুর সরকারি কলেজ মাঠে শহরের ঐতিহ্যবাহী মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, শিক্ষা ব্যবস্থায় দীর্ঘদিন যাবত পরিবর্তন নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। তবে এখন শুধু পরিবর্তন নয় রূপান্তরের কথা বলা হচ্ছে। আজকের দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে খাপ খাইয়ে নিতে শিক্ষা ব্যবস্থায় একটি রূপান্তর ঘটাতে হবে। তাই শিক্ষায় ব্যবস্থায় পরিবর্তন বা সংস্কারে কাজ হবে না।

তিনি বলেন, শিক্ষার্থীদের শিখন পদ্ধতিতে সম্পূর্ণ পরিবর্তন নিয়ে আসা হয়েছে। এখন শিক্ষার্থীরা হাতে-কলমে শিখবে, অভিজ্ঞতা ভিত্তিক শিখন হবে। এছাড়াও মূল্যায়ন পদ্ধতিতে পরিবর্তন নিয়ে আসা হয়েছে। কারণ আমরা শিক্ষার্থীদের মধ্যে পরীক্ষার ভয়ভীতি চাই না। আমরা চাই আনন্দময় শিক্ষাপদ্ধতি হবে এবং আনন্দময় শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা বিজ্ঞানমনস্ক হবে, তারা শুধু প্রযুক্তিবান্ধব নয়, প্রযুক্তির ব্যবহার ও উদ্ভাবনে দক্ষ হবে এবং মানবিক সৃজনশীল মানুষ হবে।

সময়মত বই উৎসব হওয়ার ঘোষণা দিয়ে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ৩১ ডিসেম্বর উৎসবের উদ্বোধন করবেন এবং ১ জানুয়ারি দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বই উৎসব উদযাপিত হবে।

সম্মেলন নিয়ে ডা. দীপু মনি বলেন, আওয়ামী লীগের সম্মেলন মানেই হচ্ছে দেশের জন্য গুরুত্বপূর্ণ একটি ঘটনা। কারণ আওয়ামী লীগের নেতৃত্বেই ভাষা আন্দোলন হয়েছে, দেশ স্বাধীনতা পেয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধারের সকল আন্দোলনে নেতৃত্ব দিয়েছে, গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। আজকে বাংলাদেশ যেই জায়গায় এসে দাঁড়িয়েছে, স্বপ্ন দেখতে পারছে তাও কিন্তু আওয়ামী লীগের কল্যাণেই সম্ভব হয়েছে।

তিনি বলেন, কাজেই সারা দেশের মানুষ আওয়ামী লীগের সম্মেলনের দিকে তাকিয়ে থাকেন। আমাদের সব সময়ই নবীন প্রবীণে মিলিয়ে নেতৃত্বে আসেন। আশাকরি নতুন নেতৃত্বও ঐতিহ্য ধরে রেখে কাজ করে যাবেন।

তিনি আরও বলেন, আওয়ামী লীগই একমাত্র দল যাদের নীতি নির্ধারণী পর্যায়ে নারীদের উপস্থিতি সবচেয়ে বেশি। একমাত্র আওয়ামী লীগই দেশের আইন মেনে দল পরিচালনা করে। তাই আগামীতেও নারী-পুরুষ মিলিয়েই আওয়ামী লীগকে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাব।