ষষ্ঠ শ্রেণি : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

মোজাম্মেল হক

তৃতীয় অধ্যায় : তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নিরাপদ ব্যবহার

বহুনির্বাচনী প্রশ্ন

১. সামাজিক নেটওয়ার্কের অন্তর্ভুক্ত-

i. ফেইসবুক                   ii. টুইটার                      iii. ই-মেইল

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                                 খ. i ও iii

গ. ii ও iii                                ঘ. i, ii ও iii

২. অনলাইনে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্রাউজ করা মানসিক ব্যাধি হয়ে দাঁড়াতে পারে যদি-

i. তা ব্যবহারে বাড়াবাড়ি করা হয়

ii. তা নিয়ম মেনে ব্যবহার করা হয়

iii. তা সত্যিকার সামাজিক সম্পর্ক ভাবা হয়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                                 খ. i ও iii

গ. ii ও iii                                ঘ. i, ii ও iii

৩. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পর্কে যা জানা জরুরি

i. এর ক্ষমতা                  ii. এটি যা করতে পারে না

iii. এর ক্ষতিকর দিকগুলো

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                                 খ. i ও iii

গ. ii ও iii                                ঘ. i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ৪ ও ৫ নম্বর প্রশ্নের উত্তর দাও।

রাকিবের বয়স আট বছর। সে স্কুল থেকে এসেই মায়ের স্মার্টফোন নিয়ে বসে গেমই খেলতে থাকে। তাকে তার মা খেতে ডাকতে থাকেন। রাকিব বলে, পরে খাব। বাসায় মেহমান বেড়াতে এলে সে তাদের সামনে আসতে আগ্রহ দেখায় না।

৪. দিনরাত এই অতিরিক্ত গেম খেলাকে বলা হয়-

ক. আনন্দ উপভোগ করা    খ. আসক্তি

গ. প্রয়োজন মেটানো                     ঘ. সময় কাটানো

৫. মেহমানের সামনে রাকিব আসছে না, কারণ সে-

i. সামাজিকতায় অনভ্যস্ত হয়ে গেছে

ii. একাকি জীবনযাপনে অভ্যস্ত হয়ে গেছে

iii. অন্যদের বিষয়ে অনাগ্রহী হয়ে গেছে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                                 খ. i ও iii

গ. ii ও iii                                ঘ. i, ii ও iii

উত্তর ১.ক, ২. খ, ৩. খ, ৪, খ, ৫. ঘ

ষষ্ঠ শ্রেণি : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

মোজাম্মেল হক

তৃতীয় অধ্যায় : তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নিরাপদ ব্যবহার

বহুনির্বাচনী প্রশ্ন

১. সামাজিক নেটওয়ার্কের অন্তর্ভুক্ত-

i. ফেইসবুক                   ii. টুইটার                      iii. ই-মেইল

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                                 খ. i ও iii

গ. ii ও iii                                ঘ. i, ii ও iii

২. অনলাইনে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্রাউজ করা মানসিক ব্যাধি হয়ে দাঁড়াতে পারে যদি-

i. তা ব্যবহারে বাড়াবাড়ি করা হয়

ii. তা নিয়ম মেনে ব্যবহার করা হয়

iii. তা সত্যিকার সামাজিক সম্পর্ক ভাবা হয়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                                 খ. i ও iii

গ. ii ও iii                                ঘ. i, ii ও iii

৩. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পর্কে যা জানা জরুরি

i. এর ক্ষমতা                  ii. এটি যা করতে পারে না

iii. এর ক্ষতিকর দিকগুলো

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                                 খ. i ও iii

গ. ii ও iii                                ঘ. i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ৪ ও ৫ নম্বর প্রশ্নের উত্তর দাও।

রাকিবের বয়স আট বছর। সে স্কুল থেকে এসেই মায়ের স্মার্টফোন নিয়ে বসে গেমই খেলতে থাকে। তাকে তার মা খেতে ডাকতে থাকেন। রাকিব বলে, পরে খাব। বাসায় মেহমান বেড়াতে এলে সে তাদের সামনে আসতে আগ্রহ দেখায় না।

৪. দিনরাত এই অতিরিক্ত গেম খেলাকে বলা হয়-

ক. আনন্দ উপভোগ করা    খ. আসক্তি

গ. প্রয়োজন মেটানো                     ঘ. সময় কাটানো

৫. মেহমানের সামনে রাকিব আসছে না, কারণ সে-

i. সামাজিকতায় অনভ্যস্ত হয়ে গেছে

ii. একাকি জীবনযাপনে অভ্যস্ত হয়ে গেছে

iii. অন্যদের বিষয়ে অনাগ্রহী হয়ে গেছে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                                 খ. i ও iii

গ. ii ও iii                                ঘ. i, ii ও iii

উত্তর ১.ক, ২. খ, ৩. খ, ৪, খ, ৫. ঘ