বিষয় : বাংলা (প্রথম পত্র) কবিতা : কুলি মজুর
সপ্তম শ্রেণির পড়াশোনা

নাসরিন হক
সিনিয়র শিক্ষক
কলেজিয়েট হাই স্কুল, চট্টগ্রাম
বহু নির্বাচনি প্রশ্নোত্তর:
১। ‘কুলি মজুর’ কবিতায় কুলিকে কে ঠেলে দেয়?
ক. রেলের গার্ড খ. রেলের টি টি
গ. বাবু সাহেব ঘ. পুলিশ
উত্তর : গ. বাবু সাহেব
২। ‘চোখ ফেটে এল জল’– কার চোখে জল এল?
ক. কুলির খ. বাবু সাহেবের
গ. দর্শকের ঘ. কবি নিজের
উত্তর: ঘ. কবি নিজের
৩। বাষ্প শকট কোন পথে চলে?
ক. রেলপথ খ. সড়ক পথ
গ. আকাশ পথ ঘ. নৌ পথ
উত্তর: ক. রেলপথ
৪। কাদের হাড় দিয়ে বাষ্প শকট চলে?
ক. মৃতদের খ. দুর্বলের
গ. ধনীদের ঘ. দধীচিদের
উত্তর : ঘ. দধীচিদের
৫। ‘চুপ রও যত মিথ্যাবাদীর দল’– উক্তিটি কার?
ক. কুলির খ. বাবু সাহেবের
গ. দধীচির ঘ. কবির
উত্তর : ঘ. কবির
৬। ‘কুলি মজুর’ কবিতায় ‘পাই’ কী অর্থে ব্যবহৃত হয়েছে?
ক. স্বল্পতা খ. আধিক্য
গ. মুদ্রা ঘ. টাকা
উত্তর : গ. মুদ্রা
৭। ‘কুলি মজুর’ কবিতায় কবি বাবু সাবদের কী বলে সম্বোধন করেছেন?
ক. বড় লোক খ. ক্ষমতাবান
গ. মিথ্যাবাদী ঘ. নেতা
উত্তর : গ. মিথ্যাবাদী
৮। সভ্যতার সুফলভোগী কারা?
ক. ধনীরা খ. শ্রমিকরা
গ. কৃষকরা ঘ. জনতারা
উত্তর : ক. ধনীরা
৯। ‘কুলিরা পড়িল তলে’– বলতে কী বোঝানো হয়েছে?
ক. কুলিরা বঞ্চিত ও অবহেলিত
খ. কুলিরা গাড়ির নিচে পড়ে যায়
গ. কুলিরা বোঝা নিয়ে পড়ে যায়
ঘ. কুলিরা ন্যায্য পাওনা পায়
উত্তর : ক. কুলিরা বঞ্চিত ও অবহেলিত
১০। মানব মুক্তির নতুন দিক কিভাবে আসতে পারে?
ক. দরিদ্র মানুষের ত্যাগের মাধ্যমে
খ. শ্রমজীবী মানুষের কষ্টের মাধ্যমে
গ. শ্রমজীবীদের মূল্যায়নের মাধ্যমে
ঘ. অত্যাচারীকে দমনের মাধ্যমে
উত্তর : গ. শ্রমজীবীদের মূল্যায়নের মাধ্যমে
১১। ‘চুপ রও যত মিথ্যাবাদীর দল’– কাদের বিরুদ্ধে কবি এখানে ক্ষোভ প্রকাশ করেছেন?
ক. মিথ্যাবাদীদের খ. ধনীদের
গ. সুবিধাভোগীদের ঘ. স্বার্থপর সম্পদশালীদের
উত্তর : স্বার্থপর সম্পদশালীদের
১২। ‘তারাই মানুষ, তারাই দেবতা, গাহি তাদেরই গান- এ পংক্তিতে ‘তাদের’ বলতে কবি কাদের বুঝিয়েছেন?
ক. যারা অট্টালিকায় বাস করে
খ. যারা বাষ্পশকট এ চড়ে
গ. যারা কুলি, মজুর, মুটে
ঘ. যারা জাহাজে চড়ে
উত্তর : গ. যারা কুলি, মজুর, মুটে।
১৩। কুলি-মজুরের শুভ দিন কখন আসবে?
ক. যখন ধনীরা তাদের ঋণ শোধ করবে।
খ. যখন তাদের পবিত্র অঙ্গে আর ধুলি লাগবে না।
গ. যখন তারা হাতুড়ি-শাবল আর চালাবে না।
ঘ. যখন তারা আর পাহাড় কেটে পথ তৈরি করবে না।
উত্তর : ক. যখন ধনীরা তাদের ঋণ শোধ করবে।
১৪। কবি কাজী নজরুল ইসলামের জীবন ছিল–
র. বিস্ময়কর রর. বহু বিচিত্র
ররর. বিত্ত বৈভব এ ভরপুর
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর.
উত্তর : ক. র ও রর
১৫। ‘গাঁইতি’-শব্দের অর্থ কী?
ক. শাবল খ. মোটা হাতুড়ি
গ. দুমুখো কুড়াল ঘ. ছোট কোদাল
উত্তর : গ. দুমুখো কুড়াল
১৬। ‘আসে নব উত্থান’Ñ বলতে কবি ইঙ্গিত দিয়েছেন–
র. মানব মুক্তির নতুন দিনের
রর. আলোকিত ভবিষ্যতের
ররর. সূর্যালোকের উজ্জ্বল দিনের।
নিচের কোনটি সঠিক ?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
উত্তর : ক. র ও রর
১৭। ‘কুলি মজুর’ কবিতায় কবি শ্রমজীবী মানুষদের কার সাথে তুলনা করেছেন?
ক. ঋষি-মুনির সাথে খ. প্রকৃতির সাথে
গ. ক্ষমতাবানদের সাথে ঘ. দেবতার সাথে
উত্তর : ঘ. দেবতার সাথে
নিচের উদ্দীপকটি পড় এবং ১৮ ও ১৯ নং প্রশ্নের উত্তর দাও:
নাহিদা পুরো সংসারের ভার বুলুর উপর দিয়ে সারাদিন অফিস করেন। বাচ্চাদের দেখাশোনা, রান্না-বান্না, ঘর পরিষ্কার সব কাজ বুলু নিখুঁতভাবে করে। অফিস থেকে ফিরে নাহিদা বুলুকে বিশ্রামে পাঠায়। বুলু আছে বলেই নাহিদা নিশ্চিন্তে অফিস করতে পারে। বুলুকে খুব যতœ ও আদর করে নাহিদা।
১৮। উদ্দীপকের নাহিদার সাথে ‘কুলি মজুর’ কবিতার বাবুসাবদের পার্থক্য কোথায়?
ক. অর্থে খ. আচরণে
গ. বিত্তে ঘ. শিক্ষায়
উত্তর : খ. আচরণে
১৯। উদ্দীপকে শ্রমজীবী মানুষের জন্য কী বার্তা বয়ে এনেছে?
ক. আসিয়াছে শুভদিন খ. শোধিতে হইবে ঋণ
গ. নব উত্থান ঘ. গাহি সাম্যের গান
উত্তর : ক. আসিয়াছে শুভদিন
২০। কুলি মজুরদের আত্মত্যাগের নিদর্শন হিসেবে কোনটিকে চিহ্নিত করা যায়?
ক. ধনীদের বিড়ম্বনা খ. সভ্যতার উন্নতি
গ. শিক্ষার হার বৃদ্ধি ঘ. স্বদেশের স্বাধীনতা
উত্তর : খ. সভ্যতার উন্নতি
২১। বিত্তবানরা কাদের মানুষ হিসেবে গণ্য করে না?
ক. দরিদ্রদের খ. পীড়িতদের
গ. ভিক্ষুদের ঘ.
শ্রমজীবীদের
উত্তর : ঘ. শ্রমজীবীদের
২২। ছোটদের জন্য লেখা ‘পুতুলের বিয়ে’ – নজরুলের কোন ধরনের রচনা?
ক. গল্প খ. নাটক
গ. কবিতা ঘ. উপন্যাস
উত্তর : খ. নাটক
২৩। কবি কাজী নজরুল ইসলাম কোথায় মৃত্যুবরণ করেন?
ক. কলকাতা খ. আসানসোল
গ. ঢাকা ঘ. চুরুলিয়া
উত্তর : গ. ঢাকা
২৪। ‘কুলি মজুর’-কবিতায় কবির দৃঢ় বিশ্বাস কোনটি?
ক. শ্রমজীবীদের উত্থানের দিন এসেছে।
খ. শ্রমজীবীদের আন্দোলনের সময় এসেছে
গ. শ্রমজীবীদের দাবি আদায়ের সময় এসেছে
ঘ. শ্রমজীবীদের কষ্টের দিনের সূচনা হয়েছে।
উত্তর : ক. শ্রমজীবীদের উত্থানের দিন এসেছে।
২৫। ‘ক্রোর’-শব্দের অর্থ কী?
ক. হাজার খ. লক্ষ
গ. পয়সা ঘ. কোটি
উত্তর : ঘ. কোটি

বিষয় : বাংলা (প্রথম পত্র) কবিতা : কুলি মজুর
সপ্তম শ্রেণির পড়াশোনা

নাসরিন হক
সিনিয়র শিক্ষক
কলেজিয়েট হাই স্কুল, চট্টগ্রাম
বহু নির্বাচনি প্রশ্নোত্তর:
১। ‘কুলি মজুর’ কবিতায় কুলিকে কে ঠেলে দেয়?
ক. রেলের গার্ড খ. রেলের টি টি
গ. বাবু সাহেব ঘ. পুলিশ
উত্তর : গ. বাবু সাহেব
২। ‘চোখ ফেটে এল জল’– কার চোখে জল এল?
ক. কুলির খ. বাবু সাহেবের
গ. দর্শকের ঘ. কবি নিজের
উত্তর: ঘ. কবি নিজের
৩। বাষ্প শকট কোন পথে চলে?
ক. রেলপথ খ. সড়ক পথ
গ. আকাশ পথ ঘ. নৌ পথ
উত্তর: ক. রেলপথ
৪। কাদের হাড় দিয়ে বাষ্প শকট চলে?
ক. মৃতদের খ. দুর্বলের
গ. ধনীদের ঘ. দধীচিদের
উত্তর : ঘ. দধীচিদের
৫। ‘চুপ রও যত মিথ্যাবাদীর দল’– উক্তিটি কার?
ক. কুলির খ. বাবু সাহেবের
গ. দধীচির ঘ. কবির
উত্তর : ঘ. কবির
৬। ‘কুলি মজুর’ কবিতায় ‘পাই’ কী অর্থে ব্যবহৃত হয়েছে?
ক. স্বল্পতা খ. আধিক্য
গ. মুদ্রা ঘ. টাকা
উত্তর : গ. মুদ্রা
৭। ‘কুলি মজুর’ কবিতায় কবি বাবু সাবদের কী বলে সম্বোধন করেছেন?
ক. বড় লোক খ. ক্ষমতাবান
গ. মিথ্যাবাদী ঘ. নেতা
উত্তর : গ. মিথ্যাবাদী
৮। সভ্যতার সুফলভোগী কারা?
ক. ধনীরা খ. শ্রমিকরা
গ. কৃষকরা ঘ. জনতারা
উত্তর : ক. ধনীরা
৯। ‘কুলিরা পড়িল তলে’– বলতে কী বোঝানো হয়েছে?
ক. কুলিরা বঞ্চিত ও অবহেলিত
খ. কুলিরা গাড়ির নিচে পড়ে যায়
গ. কুলিরা বোঝা নিয়ে পড়ে যায়
ঘ. কুলিরা ন্যায্য পাওনা পায়
উত্তর : ক. কুলিরা বঞ্চিত ও অবহেলিত
১০। মানব মুক্তির নতুন দিক কিভাবে আসতে পারে?
ক. দরিদ্র মানুষের ত্যাগের মাধ্যমে
খ. শ্রমজীবী মানুষের কষ্টের মাধ্যমে
গ. শ্রমজীবীদের মূল্যায়নের মাধ্যমে
ঘ. অত্যাচারীকে দমনের মাধ্যমে
উত্তর : গ. শ্রমজীবীদের মূল্যায়নের মাধ্যমে
১১। ‘চুপ রও যত মিথ্যাবাদীর দল’– কাদের বিরুদ্ধে কবি এখানে ক্ষোভ প্রকাশ করেছেন?
ক. মিথ্যাবাদীদের খ. ধনীদের
গ. সুবিধাভোগীদের ঘ. স্বার্থপর সম্পদশালীদের
উত্তর : স্বার্থপর সম্পদশালীদের
১২। ‘তারাই মানুষ, তারাই দেবতা, গাহি তাদেরই গান- এ পংক্তিতে ‘তাদের’ বলতে কবি কাদের বুঝিয়েছেন?
ক. যারা অট্টালিকায় বাস করে
খ. যারা বাষ্পশকট এ চড়ে
গ. যারা কুলি, মজুর, মুটে
ঘ. যারা জাহাজে চড়ে
উত্তর : গ. যারা কুলি, মজুর, মুটে।
১৩। কুলি-মজুরের শুভ দিন কখন আসবে?
ক. যখন ধনীরা তাদের ঋণ শোধ করবে।
খ. যখন তাদের পবিত্র অঙ্গে আর ধুলি লাগবে না।
গ. যখন তারা হাতুড়ি-শাবল আর চালাবে না।
ঘ. যখন তারা আর পাহাড় কেটে পথ তৈরি করবে না।
উত্তর : ক. যখন ধনীরা তাদের ঋণ শোধ করবে।
১৪। কবি কাজী নজরুল ইসলামের জীবন ছিল–
র. বিস্ময়কর রর. বহু বিচিত্র
ররর. বিত্ত বৈভব এ ভরপুর
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর.
উত্তর : ক. র ও রর
১৫। ‘গাঁইতি’-শব্দের অর্থ কী?
ক. শাবল খ. মোটা হাতুড়ি
গ. দুমুখো কুড়াল ঘ. ছোট কোদাল
উত্তর : গ. দুমুখো কুড়াল
১৬। ‘আসে নব উত্থান’Ñ বলতে কবি ইঙ্গিত দিয়েছেন–
র. মানব মুক্তির নতুন দিনের
রর. আলোকিত ভবিষ্যতের
ররর. সূর্যালোকের উজ্জ্বল দিনের।
নিচের কোনটি সঠিক ?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
উত্তর : ক. র ও রর
১৭। ‘কুলি মজুর’ কবিতায় কবি শ্রমজীবী মানুষদের কার সাথে তুলনা করেছেন?
ক. ঋষি-মুনির সাথে খ. প্রকৃতির সাথে
গ. ক্ষমতাবানদের সাথে ঘ. দেবতার সাথে
উত্তর : ঘ. দেবতার সাথে
নিচের উদ্দীপকটি পড় এবং ১৮ ও ১৯ নং প্রশ্নের উত্তর দাও:
নাহিদা পুরো সংসারের ভার বুলুর উপর দিয়ে সারাদিন অফিস করেন। বাচ্চাদের দেখাশোনা, রান্না-বান্না, ঘর পরিষ্কার সব কাজ বুলু নিখুঁতভাবে করে। অফিস থেকে ফিরে নাহিদা বুলুকে বিশ্রামে পাঠায়। বুলু আছে বলেই নাহিদা নিশ্চিন্তে অফিস করতে পারে। বুলুকে খুব যতœ ও আদর করে নাহিদা।
১৮। উদ্দীপকের নাহিদার সাথে ‘কুলি মজুর’ কবিতার বাবুসাবদের পার্থক্য কোথায়?
ক. অর্থে খ. আচরণে
গ. বিত্তে ঘ. শিক্ষায়
উত্তর : খ. আচরণে
১৯। উদ্দীপকে শ্রমজীবী মানুষের জন্য কী বার্তা বয়ে এনেছে?
ক. আসিয়াছে শুভদিন খ. শোধিতে হইবে ঋণ
গ. নব উত্থান ঘ. গাহি সাম্যের গান
উত্তর : ক. আসিয়াছে শুভদিন
২০। কুলি মজুরদের আত্মত্যাগের নিদর্শন হিসেবে কোনটিকে চিহ্নিত করা যায়?
ক. ধনীদের বিড়ম্বনা খ. সভ্যতার উন্নতি
গ. শিক্ষার হার বৃদ্ধি ঘ. স্বদেশের স্বাধীনতা
উত্তর : খ. সভ্যতার উন্নতি
২১। বিত্তবানরা কাদের মানুষ হিসেবে গণ্য করে না?
ক. দরিদ্রদের খ. পীড়িতদের
গ. ভিক্ষুদের ঘ.
শ্রমজীবীদের
উত্তর : ঘ. শ্রমজীবীদের
২২। ছোটদের জন্য লেখা ‘পুতুলের বিয়ে’ – নজরুলের কোন ধরনের রচনা?
ক. গল্প খ. নাটক
গ. কবিতা ঘ. উপন্যাস
উত্তর : খ. নাটক
২৩। কবি কাজী নজরুল ইসলাম কোথায় মৃত্যুবরণ করেন?
ক. কলকাতা খ. আসানসোল
গ. ঢাকা ঘ. চুরুলিয়া
উত্তর : গ. ঢাকা
২৪। ‘কুলি মজুর’-কবিতায় কবির দৃঢ় বিশ্বাস কোনটি?
ক. শ্রমজীবীদের উত্থানের দিন এসেছে।
খ. শ্রমজীবীদের আন্দোলনের সময় এসেছে
গ. শ্রমজীবীদের দাবি আদায়ের সময় এসেছে
ঘ. শ্রমজীবীদের কষ্টের দিনের সূচনা হয়েছে।
উত্তর : ক. শ্রমজীবীদের উত্থানের দিন এসেছে।
২৫। ‘ক্রোর’-শব্দের অর্থ কী?
ক. হাজার খ. লক্ষ
গ. পয়সা ঘ. কোটি
উত্তর : ঘ. কোটি