সাংবাদিক সংগঠন পাবিপ্রবি প্রেসক্লাবের যাত্রা শুরু

বিশ্ববিদ্যালয় সাংবাদিকদের সাথে উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন, উপ উপাচার্য অধ্যাপক ড. এস এম মোস্তফা কামাল খান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক  ড. কে এম সালাহ্ উদ্দীন। 

শিক্ষা-শিক্ষাঙ্গন ডেস্ক 

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথম সাংবাদিক সংগঠন হিসেবে যাত্রা শুরু করেছে ‘পাবিপ্রবি প্রেসক্লাব’।

গতকাল রবিবার (১৬.১০.২২) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন সংগঠনটির অনুমোদন দেন।

বিশ্ববিদ্যালয় স্বাধীনতা চত্বরে বিকালে বেলুন উড়িয়ে এবং কেক কেটে সংগঠনটির পৃষ্ঠপোষক এবং উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পাবিপ্রবি প্রেসক্লাবের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ উপাচার্য অধ্যাপক ড. এস এম মোস্তফা কামাল খান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কে এম সালাহ্ উদ্দীন। এ সময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যান, জ্যেষ্ঠ শিক্ষক, বিশ্ববিদ্যালয়ে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক এবং সাধারণ শিক্ষার্থীরা।

এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উদ্বোধনী আলোচনা সভায় উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন বলেন, “আজকের দিনটি নিঃসন্দেহে অনেক আনন্দের। দীর্ঘ প্রতীক্ষার পর পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথম সাংবাদিক সংগঠন হিসেবে ‘পাবিপ্রবি প্রেসক্লাব’ যাত্রা শুরু করলো। আমরা আশা করি বিশ্ববিদ্যালয়কে তাঁরা দেশ ও জাতির সামনে সুন্দরভাবে তুলে ধরবে। বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে প্রেসক্লাব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি আশা করি।

তিনি আরও বলেন, সাংবাদিকরা হলো জাতির ওয়াচডগ। যখনই কোনো সমাজ কিংবা জাতি বিপদের সম্মুখীন হয়, সাংবাদিকরা তখন সবাইকে সতর্ক করে দেন। তেমনি পাবিপ্রবির সাংবাদিকরাও বিশ্ববিদ্যালয়ের ওয়াচডগ হিসেবে ভূমিকা পালন করবেন।”

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক ড. এস এম মোস্তফা কামাল খান বলেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কে এম সালাহ্ উদ্দীন, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. হাবিবুল্লাহ্, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. কামরুজ্জামান, ছাত্র উপদেষ্টা ড. সমীরণ কুমার সাহা এবং প্রক্টর মো. কামাল হোসেন।

এদিকে পাবিপ্রবিতে প্রথম সাংবাদিক সংগঠনের অনুমোদনের পর প্রশাসনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ। তাঁরা বলেন, “আমরা দীর্ঘদিন একটা সংগঠনের অপেক্ষায় ছিলাম। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার চৌদ্দ বছর পেরিয়ে অবশেষে সংগঠনের যাত্রা শুরু হলো।

এ জন্য বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য, উপ উপাচার্য, কোষাধ্যক্ষ স্যার এবং সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রত্যাশা করছি এই সংগঠন বিশ্ববিদ্যালয়ের সুনাম দেশের মানুষের সামনে তুলে ধরতে সক্ষম হবে।”

এমবিএইচ

সাংবাদিক সংগঠন পাবিপ্রবি প্রেসক্লাবের যাত্রা শুরু

বিশ্ববিদ্যালয় সাংবাদিকদের সাথে উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন, উপ উপাচার্য অধ্যাপক ড. এস এম মোস্তফা কামাল খান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক  ড. কে এম সালাহ্ উদ্দীন। 

শিক্ষা-শিক্ষাঙ্গন ডেস্ক 

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথম সাংবাদিক সংগঠন হিসেবে যাত্রা শুরু করেছে ‘পাবিপ্রবি প্রেসক্লাব’।

গতকাল রবিবার (১৬.১০.২২) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন সংগঠনটির অনুমোদন দেন।

বিশ্ববিদ্যালয় স্বাধীনতা চত্বরে বিকালে বেলুন উড়িয়ে এবং কেক কেটে সংগঠনটির পৃষ্ঠপোষক এবং উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পাবিপ্রবি প্রেসক্লাবের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ উপাচার্য অধ্যাপক ড. এস এম মোস্তফা কামাল খান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কে এম সালাহ্ উদ্দীন। এ সময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যান, জ্যেষ্ঠ শিক্ষক, বিশ্ববিদ্যালয়ে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক এবং সাধারণ শিক্ষার্থীরা।

এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উদ্বোধনী আলোচনা সভায় উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন বলেন, “আজকের দিনটি নিঃসন্দেহে অনেক আনন্দের। দীর্ঘ প্রতীক্ষার পর পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথম সাংবাদিক সংগঠন হিসেবে ‘পাবিপ্রবি প্রেসক্লাব’ যাত্রা শুরু করলো। আমরা আশা করি বিশ্ববিদ্যালয়কে তাঁরা দেশ ও জাতির সামনে সুন্দরভাবে তুলে ধরবে। বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে প্রেসক্লাব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি আশা করি।

তিনি আরও বলেন, সাংবাদিকরা হলো জাতির ওয়াচডগ। যখনই কোনো সমাজ কিংবা জাতি বিপদের সম্মুখীন হয়, সাংবাদিকরা তখন সবাইকে সতর্ক করে দেন। তেমনি পাবিপ্রবির সাংবাদিকরাও বিশ্ববিদ্যালয়ের ওয়াচডগ হিসেবে ভূমিকা পালন করবেন।”

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক ড. এস এম মোস্তফা কামাল খান বলেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কে এম সালাহ্ উদ্দীন, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. হাবিবুল্লাহ্, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. কামরুজ্জামান, ছাত্র উপদেষ্টা ড. সমীরণ কুমার সাহা এবং প্রক্টর মো. কামাল হোসেন।

এদিকে পাবিপ্রবিতে প্রথম সাংবাদিক সংগঠনের অনুমোদনের পর প্রশাসনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ। তাঁরা বলেন, “আমরা দীর্ঘদিন একটা সংগঠনের অপেক্ষায় ছিলাম। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার চৌদ্দ বছর পেরিয়ে অবশেষে সংগঠনের যাত্রা শুরু হলো।

এ জন্য বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য, উপ উপাচার্য, কোষাধ্যক্ষ স্যার এবং সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রত্যাশা করছি এই সংগঠন বিশ্ববিদ্যালয়ের সুনাম দেশের মানুষের সামনে তুলে ধরতে সক্ষম হবে।”

এমবিএইচ