সাত জেলায় ১৯ লাখ শিশু পাবে টিকা

বগুড়ার বিএএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে গতকাল কভিড-১৯ টিকা নিতে আসা ৫-১১ বছর বয়সী শিক্ষার্থীদের দীর্ঘ সারি। ছবি : কালের কণ্ঠ

করোনা

 

সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে শুরু হয়েছে শিশুদের করোনা টিকাদান কার্যক্রম। ভোলা, নওগাঁ, লক্ষ্মীপুর, বাগেরহাট, টাঙ্গাইল, নীলফামারী ও ঠাকুরগাঁও—শুধু এই সাত জেলায়ই ১৯ লাখ ১৪ হাজার ৬০৬ জন শিশুকে টিকাদানের আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

ভোলা : গতকাল মঙ্গলবার সকাল থেকে ভোলা জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে করোনা টিকাদান কর্মসূচি শুরু হয়। ১৩ দিনে জেলায় মোট দুই লাখ আট হাজার শিশুকে এ টিকার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

নওগাঁ : নওগাঁ জেলায় পাঁচ থেকে ১১ বছর বয়সী মোট তিন লাখ আট হাজার ৫৯৭ জনকে করোনা টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গতকাল সকালে শহরের চক এনায়েত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কার্যক্রম শুরু হয়।

জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান এই কার্যক্রমের উদ্বোধন করেন। নওগাঁর সিভিল সার্জন ডা. আবু হেনা মো. রাইহানুজ্জামান সরকার জানান, মোট এক হাজার ৩৭৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাদরাসায় টিকা দেওয়া হবে।

লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে দুই লাখ ৪৩ হাজার ৪০০ শিশুকে টিকা দেওয়ার পরিকল্পনা নিয়ে কার্যক্রম শুরু হয়েছে। গতকাল সকালে লক্ষ্মীপুর সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ সময় জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দ, সিভিল সার্জন ডা. আহমেদ কবির, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়াসহ স্বাস্থ্য বিভাগের চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

বাগেরহাট : গতকাল বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টিকা কার্যক্রমের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীদের টিকা নিতে দেখা গেছে। জেলায় পাঁচ থেকে ১১ বছর বয়সী মোট এক লাখ ৯০ হাজার ৯৫২ জন শিশুকে করোনার ভ্যাকসিন দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্বাস্থ্য বিভাগ।

টাঙ্গাইল : টাঙ্গাইলে গতকাল করোনা টিকা কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক আতাউল গনি। এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মিনহাজ উদ্দিন মিয়া। জেলায় মোট চার লাখ ৪৯ হাজার ৯২৯ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে জানা গেছে।

নীলফামারী : নীলফামারীতে তিন লাখ পাঁচ হাজার ৬৯৯ জন শিশুকে করোনা টিকা দেওয়া হবে। গতকাল নীলফামারী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে টিকা কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন।

ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ে পাঁচ উপজেলায় দুই লাখ আট হাজার ২৯ জন শিশুকে করোনা টিকা দেওয়া হবে। গতকাল জেলা শহরের আমানতুল্লাহ ইসলামী একাডেমি স্কুল অ্যান্ড কলেজে টিকা কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান।

(প্রতিবেদনটি তৈরিতে তথ্য দিয়েছেন ভোলা, নওগাঁ, লক্ষ্মীপুর, বাগেরহাট,  টাঙ্গাইল, নীলফামারী ও ঠাকুরগাঁও জেলার প্রতিনিধিরা। )

সাত জেলায় ১৯ লাখ শিশু পাবে টিকা

বগুড়ার বিএএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে গতকাল কভিড-১৯ টিকা নিতে আসা ৫-১১ বছর বয়সী শিক্ষার্থীদের দীর্ঘ সারি। ছবি : কালের কণ্ঠ

করোনা

 

সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে শুরু হয়েছে শিশুদের করোনা টিকাদান কার্যক্রম। ভোলা, নওগাঁ, লক্ষ্মীপুর, বাগেরহাট, টাঙ্গাইল, নীলফামারী ও ঠাকুরগাঁও—শুধু এই সাত জেলায়ই ১৯ লাখ ১৪ হাজার ৬০৬ জন শিশুকে টিকাদানের আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

ভোলা : গতকাল মঙ্গলবার সকাল থেকে ভোলা জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে করোনা টিকাদান কর্মসূচি শুরু হয়। ১৩ দিনে জেলায় মোট দুই লাখ আট হাজার শিশুকে এ টিকার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

নওগাঁ : নওগাঁ জেলায় পাঁচ থেকে ১১ বছর বয়সী মোট তিন লাখ আট হাজার ৫৯৭ জনকে করোনা টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গতকাল সকালে শহরের চক এনায়েত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কার্যক্রম শুরু হয়।

জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান এই কার্যক্রমের উদ্বোধন করেন। নওগাঁর সিভিল সার্জন ডা. আবু হেনা মো. রাইহানুজ্জামান সরকার জানান, মোট এক হাজার ৩৭৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাদরাসায় টিকা দেওয়া হবে।

লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে দুই লাখ ৪৩ হাজার ৪০০ শিশুকে টিকা দেওয়ার পরিকল্পনা নিয়ে কার্যক্রম শুরু হয়েছে। গতকাল সকালে লক্ষ্মীপুর সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ সময় জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দ, সিভিল সার্জন ডা. আহমেদ কবির, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়াসহ স্বাস্থ্য বিভাগের চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

বাগেরহাট : গতকাল বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টিকা কার্যক্রমের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীদের টিকা নিতে দেখা গেছে। জেলায় পাঁচ থেকে ১১ বছর বয়সী মোট এক লাখ ৯০ হাজার ৯৫২ জন শিশুকে করোনার ভ্যাকসিন দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্বাস্থ্য বিভাগ।

টাঙ্গাইল : টাঙ্গাইলে গতকাল করোনা টিকা কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক আতাউল গনি। এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মিনহাজ উদ্দিন মিয়া। জেলায় মোট চার লাখ ৪৯ হাজার ৯২৯ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে জানা গেছে।

নীলফামারী : নীলফামারীতে তিন লাখ পাঁচ হাজার ৬৯৯ জন শিশুকে করোনা টিকা দেওয়া হবে। গতকাল নীলফামারী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে টিকা কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন।

ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ে পাঁচ উপজেলায় দুই লাখ আট হাজার ২৯ জন শিশুকে করোনা টিকা দেওয়া হবে। গতকাল জেলা শহরের আমানতুল্লাহ ইসলামী একাডেমি স্কুল অ্যান্ড কলেজে টিকা কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান।

(প্রতিবেদনটি তৈরিতে তথ্য দিয়েছেন ভোলা, নওগাঁ, লক্ষ্মীপুর, বাগেরহাট,  টাঙ্গাইল, নীলফামারী ও ঠাকুরগাঁও জেলার প্রতিনিধিরা। )