সিকৃবিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

জসিম উদ্দীন

প্রভাতফেরি।

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলনের পর উপাচার্যের নেতৃত্বে প্রভাতফেরি বের হয়ে কেন্দ্রীয় শহিদ মিনারে পৌঁছায়।

অধ্যাপক ড. সাদ উদ্দিন মাহফুজের সঞ্চালনায় পর্যায়ক্রমে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান মহান স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উদযাপন কমিটি, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তর, প্রক্টরিয়াল বডি, শিক্ষক সমিতি, ডিন কাউন্সিল, প্রভোস্ট কাউন্সিল, বাংলাদেশ ছাত্রলীগের সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শাখা, গণতান্ত্রিক শিক্ষক পরিষদ, সাদা দল, লেকচারার’স অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট প্রফেসর’স সোসাইটি (ল্যাপস) অফিসার পরিষদ, সাংবাদিক সমিতি, কর্মচারি পরিষদ, বিভিন্ন অনুষদীয় ছাত্র সমিতি, আবাসিক হলসমূহ, বিশ্ববিদ্যালয়ের সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, জেলা- বিভাগীয় সমিতি ও বিশ্ববিদ্যালয় সংলগ্ন বালুচরের ২ টি শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

এ সময় উপাচার্য অধ্যাপক ডা. মো. জামাল উদ্দিন ভূঞা বলেন, আজ শুধু শহিদ দিবস না আন্তর্জাতিক মাতৃভাষা দিবস । জাতিসংঘভুক্ত ১৯১টি দেশে যথাযোগ্য মর্যাদায় মাতৃভাষা দিবস পালিত হচ্ছে । এই চেতনা শুধু বাঙালির জন্য না, যেকোনো জাতির জন্য অনুভূতি প্রকাশের সর্বোত্তম মাধ্যম । মাতৃভাষা ছাড়া কোন জাতির অস্তিত্ব মজবুত হয় না । আমাদের দেশে যে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী আছে তাদের ভাষা হারাতে চলেছে, এই মাতৃভাষা রক্ষার্থে প্রধানমন্ত্রী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গবেষণা ও চর্চার ব্যবস্থা করে যাচ্ছেন মাতৃভাষা উদযাপনের মধ্যেই সীমাবদ্ধ থাকলে হবে না, মাতৃভাষার চেতনাকে ধারণ করে দেশকে এগিয়ে নিতে হবে।

শ্রদ্ধা নিবেদন শেষে উপাচার্য বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটি কর্তৃক আয়োজিত ৪র্থ জাতীয় আলোকচিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতা ২০২৩ পর্যবেক্ষণ করেন ।

এমবিএইচ/এসএস

সিকৃবিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

জসিম উদ্দীন

প্রভাতফেরি।

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলনের পর উপাচার্যের নেতৃত্বে প্রভাতফেরি বের হয়ে কেন্দ্রীয় শহিদ মিনারে পৌঁছায়।

অধ্যাপক ড. সাদ উদ্দিন মাহফুজের সঞ্চালনায় পর্যায়ক্রমে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান মহান স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উদযাপন কমিটি, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তর, প্রক্টরিয়াল বডি, শিক্ষক সমিতি, ডিন কাউন্সিল, প্রভোস্ট কাউন্সিল, বাংলাদেশ ছাত্রলীগের সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শাখা, গণতান্ত্রিক শিক্ষক পরিষদ, সাদা দল, লেকচারার’স অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট প্রফেসর’স সোসাইটি (ল্যাপস) অফিসার পরিষদ, সাংবাদিক সমিতি, কর্মচারি পরিষদ, বিভিন্ন অনুষদীয় ছাত্র সমিতি, আবাসিক হলসমূহ, বিশ্ববিদ্যালয়ের সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, জেলা- বিভাগীয় সমিতি ও বিশ্ববিদ্যালয় সংলগ্ন বালুচরের ২ টি শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

এ সময় উপাচার্য অধ্যাপক ডা. মো. জামাল উদ্দিন ভূঞা বলেন, আজ শুধু শহিদ দিবস না আন্তর্জাতিক মাতৃভাষা দিবস । জাতিসংঘভুক্ত ১৯১টি দেশে যথাযোগ্য মর্যাদায় মাতৃভাষা দিবস পালিত হচ্ছে । এই চেতনা শুধু বাঙালির জন্য না, যেকোনো জাতির জন্য অনুভূতি প্রকাশের সর্বোত্তম মাধ্যম । মাতৃভাষা ছাড়া কোন জাতির অস্তিত্ব মজবুত হয় না । আমাদের দেশে যে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী আছে তাদের ভাষা হারাতে চলেছে, এই মাতৃভাষা রক্ষার্থে প্রধানমন্ত্রী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গবেষণা ও চর্চার ব্যবস্থা করে যাচ্ছেন মাতৃভাষা উদযাপনের মধ্যেই সীমাবদ্ধ থাকলে হবে না, মাতৃভাষার চেতনাকে ধারণ করে দেশকে এগিয়ে নিতে হবে।

শ্রদ্ধা নিবেদন শেষে উপাচার্য বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটি কর্তৃক আয়োজিত ৪র্থ জাতীয় আলোকচিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতা ২০২৩ পর্যবেক্ষণ করেন ।

এমবিএইচ/এসএস