সিত্রাংয়ে ঢাবিতে উপড়ে গেলো ২০ গাছ
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, ঢাকা বিশ্ববিদ্যালয়

ঘূর্ণিঝড় সিত্রাংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের অন্তত ২০টি গাছ উপড়ে পড়ার খবর পাওয়া গেছে। বিশ্ববিদ্যালয়ের এস্টেট শাখা, আরবরি কালচার সেন্টার ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় এসব গাছ সরানোর কাজ চলছে।
মঙ্গলবার (২৫ অক্টোবর) সরেজমিন দেখা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলে প্রধানমন্ত্রীর নিজ হাতে লাগানো একটি নিম গাছ উপড়ে হলের মূল ফটকের ওপর পড়ে আছে। হলের কর্মচারী, ফায়ার সার্ভিস, এস্টেট শাখা ও আরবরি কালচার সেন্টারের উদ্যোগে এগুলো সরানোর কাজ চলছে। এসময় শিক্ষার্থীদের কয়েকটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে।সূর্যসেন হল, সলিমুল্লাহ মুসলিম হল, মহসিন হল, ফুলার রোড, মল চত্বর, টিএসসি ও কলাভবন এলাকায় ছোট বড় ২০টির মতো গাছ সমূলে পড়ে থাকতে দেখা গেছে। এর মধ্যে প্রায় সবগুলোই রাস্তা থেকে সরানো হয়েছে।
সলিমুল্লাহ মুসলিম হলের বারান্দায় থাকা শিক্ষার্থীদের বিছানা ঝড়ে নষ্ট হয়ে গেছে। শিক্ষার্থীরা এ জায়গা ছেড়ে মসজিদ ও টিভি রুমে আশ্রয় নিয়েছিল। অভ্যন্তরে ড্রেন নিষ্ক্রিয় থাকায় পানি জমে আছে।
শহীদ মিনার এলাকায় ঝড়ে কৃষ্ণচূড়া গাছের ডাল ও চিল পাখির বাসা ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক বাচ্চা চিল রাস্তায় পড়ে থাকতে দেখা গেছে। পাখি প্রেমিরা সেগুলো উদ্ধার করে চিকিৎসা দিচ্ছে।সিত্রাংয়ের প্রভাবে বিশ্ববিদ্যালয়ের ক্ষতিগ্রস্ত হওয়া গাছপালা ও সার্বিক অবস্থার বিষয়ে জানতে চাইলে এস্টেট ম্যানেজার ফাতেম বিনতে মুস্তফা জাগো নিউজকে বলেন, সিত্রাংয়ে আমাদের ক্যাম্পাসের অন্তত ২০টির মত গাছের ক্ষতি হওয়ার তথ্য পেয়েছি৷ আমরা এগুলো নিজেরা ও ফায়ার সার্ভিসের মাধ্যমে উদ্ধার করার চেষ্টা করছি।
আল-সাদী ভূঁইয়া/এমআইএইচএস/এমএস

সিত্রাংয়ে ঢাবিতে উপড়ে গেলো ২০ গাছ
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, ঢাকা বিশ্ববিদ্যালয়

ঘূর্ণিঝড় সিত্রাংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের অন্তত ২০টি গাছ উপড়ে পড়ার খবর পাওয়া গেছে। বিশ্ববিদ্যালয়ের এস্টেট শাখা, আরবরি কালচার সেন্টার ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় এসব গাছ সরানোর কাজ চলছে।
মঙ্গলবার (২৫ অক্টোবর) সরেজমিন দেখা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলে প্রধানমন্ত্রীর নিজ হাতে লাগানো একটি নিম গাছ উপড়ে হলের মূল ফটকের ওপর পড়ে আছে। হলের কর্মচারী, ফায়ার সার্ভিস, এস্টেট শাখা ও আরবরি কালচার সেন্টারের উদ্যোগে এগুলো সরানোর কাজ চলছে। এসময় শিক্ষার্থীদের কয়েকটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে।সূর্যসেন হল, সলিমুল্লাহ মুসলিম হল, মহসিন হল, ফুলার রোড, মল চত্বর, টিএসসি ও কলাভবন এলাকায় ছোট বড় ২০টির মতো গাছ সমূলে পড়ে থাকতে দেখা গেছে। এর মধ্যে প্রায় সবগুলোই রাস্তা থেকে সরানো হয়েছে।
সলিমুল্লাহ মুসলিম হলের বারান্দায় থাকা শিক্ষার্থীদের বিছানা ঝড়ে নষ্ট হয়ে গেছে। শিক্ষার্থীরা এ জায়গা ছেড়ে মসজিদ ও টিভি রুমে আশ্রয় নিয়েছিল। অভ্যন্তরে ড্রেন নিষ্ক্রিয় থাকায় পানি জমে আছে।
শহীদ মিনার এলাকায় ঝড়ে কৃষ্ণচূড়া গাছের ডাল ও চিল পাখির বাসা ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক বাচ্চা চিল রাস্তায় পড়ে থাকতে দেখা গেছে। পাখি প্রেমিরা সেগুলো উদ্ধার করে চিকিৎসা দিচ্ছে।সিত্রাংয়ের প্রভাবে বিশ্ববিদ্যালয়ের ক্ষতিগ্রস্ত হওয়া গাছপালা ও সার্বিক অবস্থার বিষয়ে জানতে চাইলে এস্টেট ম্যানেজার ফাতেম বিনতে মুস্তফা জাগো নিউজকে বলেন, সিত্রাংয়ে আমাদের ক্যাম্পাসের অন্তত ২০টির মত গাছের ক্ষতি হওয়ার তথ্য পেয়েছি৷ আমরা এগুলো নিজেরা ও ফায়ার সার্ভিসের মাধ্যমে উদ্ধার করার চেষ্টা করছি।
আল-সাদী ভূঁইয়া/এমআইএইচএস/এমএস