স্কলাসটিকার মিরপুর শাখায় ‘হাইস্কুল মিউজিক্যাল’ মঞ্চস্থ

‘হাইস্কুল মিউজিক্যাল’ নাটকের একটি দৃশ্যে শিক্ষার্থীরা

স্কলাসটিকা স্কুলের মিরপুর সিনিয়র শাখায় দুই দিনব্যাপী বার্ষিক নাট্যানুষ্ঠান শনিবার (২৯ অক্টোবর) শেষ হয়েছে। স্কুলের এসটিএস মিলনায়তনে দু’দিনের এ অনুষ্ঠানে ‘হাইস্কুল মিউজিক্যাল’ নাটক মঞ্চস্থ করা হয়।

অনুষ্ঠানের উদ্বোধনী দিনে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব তারিক আনাম খান। তিনি বলেন,  ‘যেকোনও শিল্পই সত্য, ন্যায় ‍ও সুবিচারের পক্ষে কথা বলে।’ তাই তিনি শিক্ষার্থীদের বেশি বেশি শিল্পচর্চার আহ্বান জানান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্কলাসটিকার মিরপুর সিনিয়র শাখার প্রিন্সিপাল নুরুন নাহার মজুমদার।

 ‘হাইস্কুল মিউজিক্যাল’ নাটকের একটি দৃশ্যহাইস্কুল মিউজিক্যাল’ নাটকের একটি দৃশ্য

বিশিষ্ট নাট্যকার পিটার বারসোকিনির লেখা ‘হাইস্কুল মিউজিক্যাল’ নাটকটি পরিচালনা করেন সানি ঘোষ। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয়ে অংশ নেয়— স্কুলের ড্রামা মিউজিক ও ড্যান্স ক্লাবের সদস্য আবিদ আল জুবায়ের, আরিয়ান অয়ন, অনন্য আদ্রি জারা, রাইমা অয়ন রোজ, ওয়াছিস ইহসান, ইরাম আশরাফি বারি নদী ও ফাইয়াজ মামুন প্রমুখ। সংগীত পরিচালনায় ছিলেন শুভ্রা কর্মকার।বিপুল সংখ্যক শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক চমৎকার এ নাট্যানুষ্ঠান উপভোগ করেন।

/এপিএইচ/

স্কলাসটিকার মিরপুর শাখায় ‘হাইস্কুল মিউজিক্যাল’ মঞ্চস্থ

‘হাইস্কুল মিউজিক্যাল’ নাটকের একটি দৃশ্যে শিক্ষার্থীরা

স্কলাসটিকা স্কুলের মিরপুর সিনিয়র শাখায় দুই দিনব্যাপী বার্ষিক নাট্যানুষ্ঠান শনিবার (২৯ অক্টোবর) শেষ হয়েছে। স্কুলের এসটিএস মিলনায়তনে দু’দিনের এ অনুষ্ঠানে ‘হাইস্কুল মিউজিক্যাল’ নাটক মঞ্চস্থ করা হয়।

অনুষ্ঠানের উদ্বোধনী দিনে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব তারিক আনাম খান। তিনি বলেন,  ‘যেকোনও শিল্পই সত্য, ন্যায় ‍ও সুবিচারের পক্ষে কথা বলে।’ তাই তিনি শিক্ষার্থীদের বেশি বেশি শিল্পচর্চার আহ্বান জানান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্কলাসটিকার মিরপুর সিনিয়র শাখার প্রিন্সিপাল নুরুন নাহার মজুমদার।

 ‘হাইস্কুল মিউজিক্যাল’ নাটকের একটি দৃশ্যহাইস্কুল মিউজিক্যাল’ নাটকের একটি দৃশ্য

বিশিষ্ট নাট্যকার পিটার বারসোকিনির লেখা ‘হাইস্কুল মিউজিক্যাল’ নাটকটি পরিচালনা করেন সানি ঘোষ। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয়ে অংশ নেয়— স্কুলের ড্রামা মিউজিক ও ড্যান্স ক্লাবের সদস্য আবিদ আল জুবায়ের, আরিয়ান অয়ন, অনন্য আদ্রি জারা, রাইমা অয়ন রোজ, ওয়াছিস ইহসান, ইরাম আশরাফি বারি নদী ও ফাইয়াজ মামুন প্রমুখ। সংগীত পরিচালনায় ছিলেন শুভ্রা কর্মকার।বিপুল সংখ্যক শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক চমৎকার এ নাট্যানুষ্ঠান উপভোগ করেন।

/এপিএইচ/