স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা, ১৫ হাজার টাকায় ধামাচাপার অভিযোগ
লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরের কমলনগরে ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং লিমিটেডের প্রকৌশলী মো. নাহিদের বিরুদ্ধে এক স্কুলছাত্রীকে (১৩) ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠে। গত সোমবার ১৫ হাজার টাকায় ঘটনাটি ধামাচাপা দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আবুল খায়েরের বিরুদ্ধে। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
অভিযুক্ত নাহিদ ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং লিমিটেডের মাতাব্বরহাট ব্লক কারখানার প্রকৌশলী।
তাঁর বিস্তারিত পরিচয় জানা যায়নি। ঘটনাটি জানাজানি হলে কর্তৃপক্ষ তাঁকে চাকরিচ্যুত করে। পরে তিনি গোপনে কর্মস্থল থেকে পালিয়ে যান।
জানা গেছে, গত রবিবার সকালে উপজেলার মাতাব্বরহাট ব্লক কারাখানার ভেতরে ডেকে নিয়ে ওই ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করেন নাহিদ। পরে সোমবার দুপুরে ছাত্রীর পরিবারকে ১৫ হাজার টাকা দিয়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার পরামর্শ দেন সাহেবেরহাট ইউপির চেয়ারম্যান আবুল খায়ের।
ভুক্তভোগী স্কুলছাত্রী বলে, দুই মাস ধরে নাহিদ তাকে বিভিন্ন প্রলোভন দেখিয়েছেন। ঘটনার সময় প্রলোভন দেখিয়ে তাকে কারখানার ভেতরে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। স্থানীয়রা টের পেয়ে ঘটনাস্থলে জড়ো হলে সে রক্ষা পায়।
স্কুলছাত্রীর মা বলেন, ধর্ষণচেষ্টার বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করতে তাঁর কাছ থেকে লিখিত নেওয়া হয়েছে। ১৫ হাজার টাকা দেওয়ার কথা বলে তাঁকে ১০ হাজার টাকা দেওয়া হয়েছে বলে জানান তিনি।
এদিকে সাহেবেরহাট ইউপির চেয়ারম্যান আবুল খায়ের বলেন, ‘বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছ থেকে আমি বিষয়টি জানতে পেরেছি। এ ঘটনায় ছাত্রীর পরিবারকে আইনগত ব্যবস্থা নিতে বলেছি। ’ সমঝোতা কিংবা রফাদফার বিষয়ে কোনো মন্তব্য করেননি তিনি।
কমলনগর থানার ওসি মো. সোলাইমান বলেন, ‘ঘটনাটি শুনেছি। তবে কেউ অভিযোগ করেনি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ’

স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা, ১৫ হাজার টাকায় ধামাচাপার অভিযোগ
লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরের কমলনগরে ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং লিমিটেডের প্রকৌশলী মো. নাহিদের বিরুদ্ধে এক স্কুলছাত্রীকে (১৩) ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠে। গত সোমবার ১৫ হাজার টাকায় ঘটনাটি ধামাচাপা দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আবুল খায়েরের বিরুদ্ধে। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
অভিযুক্ত নাহিদ ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং লিমিটেডের মাতাব্বরহাট ব্লক কারখানার প্রকৌশলী।
তাঁর বিস্তারিত পরিচয় জানা যায়নি। ঘটনাটি জানাজানি হলে কর্তৃপক্ষ তাঁকে চাকরিচ্যুত করে। পরে তিনি গোপনে কর্মস্থল থেকে পালিয়ে যান।
জানা গেছে, গত রবিবার সকালে উপজেলার মাতাব্বরহাট ব্লক কারাখানার ভেতরে ডেকে নিয়ে ওই ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করেন নাহিদ। পরে সোমবার দুপুরে ছাত্রীর পরিবারকে ১৫ হাজার টাকা দিয়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার পরামর্শ দেন সাহেবেরহাট ইউপির চেয়ারম্যান আবুল খায়ের।
ভুক্তভোগী স্কুলছাত্রী বলে, দুই মাস ধরে নাহিদ তাকে বিভিন্ন প্রলোভন দেখিয়েছেন। ঘটনার সময় প্রলোভন দেখিয়ে তাকে কারখানার ভেতরে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। স্থানীয়রা টের পেয়ে ঘটনাস্থলে জড়ো হলে সে রক্ষা পায়।
স্কুলছাত্রীর মা বলেন, ধর্ষণচেষ্টার বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করতে তাঁর কাছ থেকে লিখিত নেওয়া হয়েছে। ১৫ হাজার টাকা দেওয়ার কথা বলে তাঁকে ১০ হাজার টাকা দেওয়া হয়েছে বলে জানান তিনি।
এদিকে সাহেবেরহাট ইউপির চেয়ারম্যান আবুল খায়ের বলেন, ‘বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছ থেকে আমি বিষয়টি জানতে পেরেছি। এ ঘটনায় ছাত্রীর পরিবারকে আইনগত ব্যবস্থা নিতে বলেছি। ’ সমঝোতা কিংবা রফাদফার বিষয়ে কোনো মন্তব্য করেননি তিনি।
কমলনগর থানার ওসি মো. সোলাইমান বলেন, ‘ঘটনাটি শুনেছি। তবে কেউ অভিযোগ করেনি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ’