হাবিপ্রবিতে বিশ্ব মৃত্তিকা দিবস উদযাপন

বিশ্ব মৃত্তিকা দিবস উপলক্ষে র‌্যালি।

শিক্ষা-শিক্ষাঙ্গন ডেস্ক

মৃত্তিকা বিজ্ঞান বিভাগের আয়োজনে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) বিশ্ব মৃত্তিকা দিবস উদযাপিত হয়েছে।দিবসটি উপলক্ষে গতকাল সকাল সাড়ে দশটায় কৃষি অনুষদের সম্মুখে বেলুন উড্ডয়ন করেন উপাচার্য অধ্যাপক ড. এম কামরুজ্জামান।

পরবর্তীতে তার নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে। র‌্যালিতে কৃষি অনুষদের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সকলেই অংশগ্রহণ করেন। র‌্যালি শেষে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-২ তে সেমিনার ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এম কামরুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. রওশন আরা। সভাপতিত্ব করেন মৃত্তিকা বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শাহাদৎ হোসেন খান, সঞ্চালনা করেন মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আবদুল্লাহ আল মামুন।

আলোচনা সভায় অতিথিবৃন্দ।

বিশ্ববিদ্যালয়ের পাঠানো বিজ্ঞপ্তিতে জানা যায়, এ সময় উপাচার্য অধ্যাপক ড. এম কামরুজ্জামান প্রধান অতিথির বক্তব্যের শুরুতে বিজয়ের মাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিবসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত সকল শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা মহামারি ও ইউক্রেন-রাশিয়ার মধ্যে যুদ্ধের মাঝেও বাংলাদেশকে অত্যন্ত দৃঢ়তার সাথে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

বেলুন উড়িয়ে উদ্বোধন করা হচ্ছে।

তিনি বলেছেন, আমাদের এক ইঞ্চি জমিও ফাঁকা রাখা যাবেনা, সকল ধরণের পতিত জমি চাষাবাদের আওতায় নিয়ে আসতে হবে। এই নির্দেশনা আমাদের সকলকে মেনে চলতে হবে তাহলে যেকোন ধরণের দুর্যোগ মোকাবেলা করা সম্ভব হবে। তিনি বলেন, খাদ্যে স্বয়ংসম্প‚র্ণতা অর্জনে ও মাটির গুণগত মান বজায় রাখতে মৃত্তিকা বিজ্ঞান বিভাগের গুরুত্ব অপরিসীম। বিশ্ব মৃত্তিকা দিবসে এ ধরণের অনুষ্ঠান আয়োজনের জন্য তিনি মৃত্তিকা বিজ্ঞান বিভাগ সংশ্লিষ্টদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

এমবিএইচ/এসএস

 

হাবিপ্রবিতে বিশ্ব মৃত্তিকা দিবস উদযাপন

বিশ্ব মৃত্তিকা দিবস উপলক্ষে র‌্যালি।

শিক্ষা-শিক্ষাঙ্গন ডেস্ক

মৃত্তিকা বিজ্ঞান বিভাগের আয়োজনে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) বিশ্ব মৃত্তিকা দিবস উদযাপিত হয়েছে।দিবসটি উপলক্ষে গতকাল সকাল সাড়ে দশটায় কৃষি অনুষদের সম্মুখে বেলুন উড্ডয়ন করেন উপাচার্য অধ্যাপক ড. এম কামরুজ্জামান।

পরবর্তীতে তার নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে। র‌্যালিতে কৃষি অনুষদের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সকলেই অংশগ্রহণ করেন। র‌্যালি শেষে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-২ তে সেমিনার ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এম কামরুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. রওশন আরা। সভাপতিত্ব করেন মৃত্তিকা বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শাহাদৎ হোসেন খান, সঞ্চালনা করেন মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আবদুল্লাহ আল মামুন।

আলোচনা সভায় অতিথিবৃন্দ।

বিশ্ববিদ্যালয়ের পাঠানো বিজ্ঞপ্তিতে জানা যায়, এ সময় উপাচার্য অধ্যাপক ড. এম কামরুজ্জামান প্রধান অতিথির বক্তব্যের শুরুতে বিজয়ের মাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিবসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত সকল শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা মহামারি ও ইউক্রেন-রাশিয়ার মধ্যে যুদ্ধের মাঝেও বাংলাদেশকে অত্যন্ত দৃঢ়তার সাথে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

বেলুন উড়িয়ে উদ্বোধন করা হচ্ছে।

তিনি বলেছেন, আমাদের এক ইঞ্চি জমিও ফাঁকা রাখা যাবেনা, সকল ধরণের পতিত জমি চাষাবাদের আওতায় নিয়ে আসতে হবে। এই নির্দেশনা আমাদের সকলকে মেনে চলতে হবে তাহলে যেকোন ধরণের দুর্যোগ মোকাবেলা করা সম্ভব হবে। তিনি বলেন, খাদ্যে স্বয়ংসম্প‚র্ণতা অর্জনে ও মাটির গুণগত মান বজায় রাখতে মৃত্তিকা বিজ্ঞান বিভাগের গুরুত্ব অপরিসীম। বিশ্ব মৃত্তিকা দিবসে এ ধরণের অনুষ্ঠান আয়োজনের জন্য তিনি মৃত্তিকা বিজ্ঞান বিভাগ সংশ্লিষ্টদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

এমবিএইচ/এসএস