হাবিপ্রবিতে ইংলিশ রাইটিং স্কিল নিয়ে কর্মশালা

কর্মশালায় বক্তব্য দিচ্ছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম কামরুজ্জামান। 

শিক্ষা-শিক্ষাঙ্গন ডেস্ক 

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ক্যারিয়ার অ্যাডভাইজরী সার্ভিস (সিএডিএস)-এর ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের জন্য ‘থ্রি ডেজ রাইটিং স্কিলস্ ওয়ার্কশপ অন রাইট ইট রাইট’ শিরোনামে গতকাল এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এম কামরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন প্রক্টর অধ্যাপক ড. মো. মামুনুর রশীদ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের দায়িতপ্রাপ্ত পরিচালক মো. মাইন উদ্দিন। আরও উপস্থিত ছিলেন অন্যান্য শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিএডিএস’র পরিচালক অধ্যাপক ড. এন এইচ এম রুবেল মজুমদার।

এ সময় উপাচার্য অধ্যাপক ড. এম. কামরুজ্জামান প্রধান অতিথির বক্তব্যের শুরুতে বিজয়ের মাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিবসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত সকল শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষ নেতৃত্ব দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এর মাধ্যমে আমাদের মাঝেও আত্মবিশ্বাস তৈরি হচ্ছে।

আমাদের হাবিপ্রবির শিক্ষার্থীরাও একাডেমিক শিক্ষার পাশাপাশি প্রাসঙ্গিক বিষয়াদিতেও দক্ষতা অর্জন করে আন্তজার্তিক পরিমণ্ডলে দেশকে বিশ্ববিদ্যালয়কে তুলে ধরবে। শিক্ষার্থীদের স্মার্টলি নিজেদেরকে উপস্থাপন করার জন্য সুন্দর পারফেক্ট সিভি তৈরি করতে হবে। ক্যারিয়ার অ্যাডভাইজরী সার্ভিসের এই প্রোগ্রামের মাধ্যমেই আমাদের শিক্ষার্থীরা আরও স্মার্টভাবে নিজেদের উপস্থাপন করতে পারবে বলে আশা করেন।

এমবিএইচ/এসএস

হাবিপ্রবিতে ইংলিশ রাইটিং স্কিল নিয়ে কর্মশালা

কর্মশালায় বক্তব্য দিচ্ছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম কামরুজ্জামান। 

শিক্ষা-শিক্ষাঙ্গন ডেস্ক 

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ক্যারিয়ার অ্যাডভাইজরী সার্ভিস (সিএডিএস)-এর ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের জন্য ‘থ্রি ডেজ রাইটিং স্কিলস্ ওয়ার্কশপ অন রাইট ইট রাইট’ শিরোনামে গতকাল এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এম কামরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন প্রক্টর অধ্যাপক ড. মো. মামুনুর রশীদ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের দায়িতপ্রাপ্ত পরিচালক মো. মাইন উদ্দিন। আরও উপস্থিত ছিলেন অন্যান্য শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিএডিএস’র পরিচালক অধ্যাপক ড. এন এইচ এম রুবেল মজুমদার।

এ সময় উপাচার্য অধ্যাপক ড. এম. কামরুজ্জামান প্রধান অতিথির বক্তব্যের শুরুতে বিজয়ের মাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিবসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত সকল শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষ নেতৃত্ব দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এর মাধ্যমে আমাদের মাঝেও আত্মবিশ্বাস তৈরি হচ্ছে।

আমাদের হাবিপ্রবির শিক্ষার্থীরাও একাডেমিক শিক্ষার পাশাপাশি প্রাসঙ্গিক বিষয়াদিতেও দক্ষতা অর্জন করে আন্তজার্তিক পরিমণ্ডলে দেশকে বিশ্ববিদ্যালয়কে তুলে ধরবে। শিক্ষার্থীদের স্মার্টলি নিজেদেরকে উপস্থাপন করার জন্য সুন্দর পারফেক্ট সিভি তৈরি করতে হবে। ক্যারিয়ার অ্যাডভাইজরী সার্ভিসের এই প্রোগ্রামের মাধ্যমেই আমাদের শিক্ষার্থীরা আরও স্মার্টভাবে নিজেদের উপস্থাপন করতে পারবে বলে আশা করেন।

এমবিএইচ/এসএস