হাবিপ্রবি নতুন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা

প্রশিক্ষণ কর্মশালায় নতুন শিক্ষকবৃন্দ।

শিক্ষা-শিক্ষাঙ্গন ডেস্ক

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড ট্রেনিং (আইআরটি)’র আয়োজনে নতুন শিক্ষকদের জন্য ‘ট্রেনিং ফর নিউলি রিক্রুটেড টিচার্স অব এইচএসটিউ’ শিরোনামে প্রশিক্ষণ কর্মশালা গতকাল থেকে শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-২ এ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এম কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. তাহেরা ইয়াসমিন, প্রক্টর অধ্যাপক ড. মো. মামুনুর রশীদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইআরটি’র পরিচালক অধ্যাপক ড. হারুন উর রশীদ।

কর্মশালায় বক্তব্য দিচ্ছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য  অধ্যাপক ড. এম কামরুজ্জামান।

বিশ্ববিদ্যালয়ের পাঠানো বিজ্ঞপ্তিতে জানা যায়, এ সময় উপাচার্য অধ্যাপক ড. এম কামরুজ্জামান প্রধান অতিথির বক্তব্যের শুরুতে বিজয়ের মাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত সকল শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন বঙ্গবন্ধু বাঙালি জাতির স্বাধীনতার জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন। সেই স্বাধীনতা পেয়েছি বলেই আমরা আজ বিজয়ের মাস উদযাপন করতে পারছি। বর্তমানে তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জাতির পিতার সোনার বাংলা বির্নিমানে নিজেকে আতœনিয়োগ করছেন। সোনার বাংলা গড়তে হলে আমাদেরকেও নিজ নিজ অবস্থান থেকে তাঁকে সহযোগিতা করতে হবে। তিনি বলেন, শিক্ষকতা একটি পেশা নয়, আমার কাছে শিক্ষকতা মানে কমিটমেন্ট। অ্যাকাডেমিক বিষয়ের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রধান কাজ গবেষণার দিকে নজর দিতে হবে। দেশের জন্য কাজ করতে হবে। গবেষণা হতে হবে মানসম্পন্ন।

পরিশেষে তিনি এ ধরনের কর্মশালা আয়োজনের জন্য আইআরটি কে ধন্যবাদ জ্ঞাপন করেন।

এমবিএইচ/এসএস

 

 

হাবিপ্রবি নতুন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা

প্রশিক্ষণ কর্মশালায় নতুন শিক্ষকবৃন্দ।

শিক্ষা-শিক্ষাঙ্গন ডেস্ক

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড ট্রেনিং (আইআরটি)’র আয়োজনে নতুন শিক্ষকদের জন্য ‘ট্রেনিং ফর নিউলি রিক্রুটেড টিচার্স অব এইচএসটিউ’ শিরোনামে প্রশিক্ষণ কর্মশালা গতকাল থেকে শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-২ এ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এম কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. তাহেরা ইয়াসমিন, প্রক্টর অধ্যাপক ড. মো. মামুনুর রশীদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইআরটি’র পরিচালক অধ্যাপক ড. হারুন উর রশীদ।

কর্মশালায় বক্তব্য দিচ্ছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য  অধ্যাপক ড. এম কামরুজ্জামান।

বিশ্ববিদ্যালয়ের পাঠানো বিজ্ঞপ্তিতে জানা যায়, এ সময় উপাচার্য অধ্যাপক ড. এম কামরুজ্জামান প্রধান অতিথির বক্তব্যের শুরুতে বিজয়ের মাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত সকল শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন বঙ্গবন্ধু বাঙালি জাতির স্বাধীনতার জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন। সেই স্বাধীনতা পেয়েছি বলেই আমরা আজ বিজয়ের মাস উদযাপন করতে পারছি। বর্তমানে তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জাতির পিতার সোনার বাংলা বির্নিমানে নিজেকে আতœনিয়োগ করছেন। সোনার বাংলা গড়তে হলে আমাদেরকেও নিজ নিজ অবস্থান থেকে তাঁকে সহযোগিতা করতে হবে। তিনি বলেন, শিক্ষকতা একটি পেশা নয়, আমার কাছে শিক্ষকতা মানে কমিটমেন্ট। অ্যাকাডেমিক বিষয়ের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রধান কাজ গবেষণার দিকে নজর দিতে হবে। দেশের জন্য কাজ করতে হবে। গবেষণা হতে হবে মানসম্পন্ন।

পরিশেষে তিনি এ ধরনের কর্মশালা আয়োজনের জন্য আইআরটি কে ধন্যবাদ জ্ঞাপন করেন।

এমবিএইচ/এসএস