হাবিপ্রবি প্রশাসনকে ২ দাবীতে সাধারণ শিক্ষার্থীদের স্মারকলিপি

নাঈম ইসলাম সংগ্রাম

হাবিপ্রবি প্রশাসনকে ২ দাবীতে সাধারণ শিক্ষার্থীদের স্মারকলিপি প্রদান।

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) প্রশাসনকে স্মারকলিপি প্রদান করেছে সাধারণ শিক্ষার্থী। আজ মঙ্গলবার দুপুর ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় সংলগ্ন রাস্তার পাশে মুরগির দোকান স্থানান্তরের জন্য প্রক্টরের মারফত হাবিপ্রবি প্রশাসনকে স্মারকলিপি প্রদান করে।

স্মারকলিপিতে সাধারণ শিক্ষার্থীরা উল্লেখ করে যে, উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দেশ-বিদেশের প্রায় ১২ হাজার শিক্ষার্থী পড়াশোনা করে। শিক্ষা কার্যক্রম এবং দৈনন্দিন কার্যক্রমের জন্য তাদেরকে প্রতিদিনই প্রতিনিয়ত বাঁশের হাটে চলাফেরা করতে হয়।

কিন্তু উদ্বেগের বিষয় হলো, বিশ্ববিদ্যালয় সংলগ্ন রাস্তার পাশের মুরগির দোকানের গন্ধে রাস্তা দিয়ে চলাচল করা এখন রীতিমতো মানসিক ও স্বাস্থ্যগত যুদ্ধ হয়ে পরেছে। মুরগির দোকানগুলোর উচ্ছিষ্ট মাংস, নাড়ী, পালকের গন্ধে চলাচল করা যায় না ঠিক মতো। মুরগির দোকানগুলো ঘিরে রাস্তায় কুকুরের আনাগোনাও অতিরিক্তভাবে লক্ষ করা যায়, যার কারণে রাস্তায় চলাচলে যানবাহনের দূর্ঘটনা ঘটার সম্ভাবনা প্রবল। সেই সাথে মহাবলীপুর রাস্তার মোড়ে বন্ধু হোটেলের পাশে একটি ক্ষুদ্র মুরগির খামার থেকেও দুর্গন্ধ ছড়ানো হচ্ছে প্রতিনিয়ত। এবং সেখানে লোকচক্ষুর আড়ালে মুরগির গাড়িও ধোয়া হয়। মুরগির গাড়ির দুর্গন্ধযুক্ত দূষিত পানি ছড়িয়ে পরে রাস্তায়। হাজার হাজার শিক্ষার্থীকে প্রতিনিয়ত এমন অস্বাস্থ্যকর রাস্তায় চলাচল করতে নেতিবাচকভাবে বেগ পোহাতে হচ্ছে। পবিত্র রমজান মাস এবং তীব্র গরমে এমন অস্বাস্থ্যকর পরিবেশ আরো বেশি ভোগান্তির সৃষ্টি করছে। বিশ্ববিদ্যালয় এলাকায় এমন পরিবেশ কোনোভাবেই কাম্য নয় ।এমন অস্বাস্থ্যকর পরিবেশ বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তিও নষ্ট করে অনেকাংশে।

অতএব, বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে সবিনয় অনুরোধ থাকবে উক্ত সমস্যাগুলোর সমাধান করে, বিশ্ববিদ্যালয় এলাকায় সুন্দর পরিবেশ সৃষ্টি করে, বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীবান্ধব মনোভাবের পরিচয় দিবে।

শিক্ষার্থীদের দাবিসমূহ; বিশ্ববিদ্যালয় রাস্তাসংলগ্ন মুরগির দোকানগুলো পরিবেশসম্মত পরিকল্পিত জায়গায় স্থানান্তর করা এবং মহাবলীপুর রাস্তার মোড়ে বন্ধু হোটেলের পাশের ক্ষুদ্র মুরগির খামার স্থানান্তর করা।

স্মারকলিপি প্রদানের সময় সেখানে শতাধিক সাধারণ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

সাধারণ শিক্ষার্থীদের পক্ষে অর্থনীতি বিভাগের শিক্ষার্থী রাইজুল ইসলাম তানভীর বলেন, দ্রুত সময়ের মধ্যে মুরগির দোকানগুলো অন্যত্র স্থানান্তর করে শিক্ষার্থীদের ভোগান্তি থেকে মুক্তি দেওয়া হোক। এমন অস্বাস্থ্যকর পরিবেশ শিক্ষার্থীদের ব্যাপকভাবে ভোগাচ্ছে। শিক্ষার্থীরা এমন পরিবেশ-পরিস্থিতি থেকে মুক্ত থাকতে চায়।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে সহকারী প্রক্টর মো. জুয়েল আহমেদ সরকার বলেন, শিক্ষার্থীদের সমস্যার বিষয়টি আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ইবিহো/এসএস

হাবিপ্রবি প্রশাসনকে ২ দাবীতে সাধারণ শিক্ষার্থীদের স্মারকলিপি

নাঈম ইসলাম সংগ্রাম

হাবিপ্রবি প্রশাসনকে ২ দাবীতে সাধারণ শিক্ষার্থীদের স্মারকলিপি প্রদান।

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) প্রশাসনকে স্মারকলিপি প্রদান করেছে সাধারণ শিক্ষার্থী। আজ মঙ্গলবার দুপুর ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় সংলগ্ন রাস্তার পাশে মুরগির দোকান স্থানান্তরের জন্য প্রক্টরের মারফত হাবিপ্রবি প্রশাসনকে স্মারকলিপি প্রদান করে।

স্মারকলিপিতে সাধারণ শিক্ষার্থীরা উল্লেখ করে যে, উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দেশ-বিদেশের প্রায় ১২ হাজার শিক্ষার্থী পড়াশোনা করে। শিক্ষা কার্যক্রম এবং দৈনন্দিন কার্যক্রমের জন্য তাদেরকে প্রতিদিনই প্রতিনিয়ত বাঁশের হাটে চলাফেরা করতে হয়।

কিন্তু উদ্বেগের বিষয় হলো, বিশ্ববিদ্যালয় সংলগ্ন রাস্তার পাশের মুরগির দোকানের গন্ধে রাস্তা দিয়ে চলাচল করা এখন রীতিমতো মানসিক ও স্বাস্থ্যগত যুদ্ধ হয়ে পরেছে। মুরগির দোকানগুলোর উচ্ছিষ্ট মাংস, নাড়ী, পালকের গন্ধে চলাচল করা যায় না ঠিক মতো। মুরগির দোকানগুলো ঘিরে রাস্তায় কুকুরের আনাগোনাও অতিরিক্তভাবে লক্ষ করা যায়, যার কারণে রাস্তায় চলাচলে যানবাহনের দূর্ঘটনা ঘটার সম্ভাবনা প্রবল। সেই সাথে মহাবলীপুর রাস্তার মোড়ে বন্ধু হোটেলের পাশে একটি ক্ষুদ্র মুরগির খামার থেকেও দুর্গন্ধ ছড়ানো হচ্ছে প্রতিনিয়ত। এবং সেখানে লোকচক্ষুর আড়ালে মুরগির গাড়িও ধোয়া হয়। মুরগির গাড়ির দুর্গন্ধযুক্ত দূষিত পানি ছড়িয়ে পরে রাস্তায়। হাজার হাজার শিক্ষার্থীকে প্রতিনিয়ত এমন অস্বাস্থ্যকর রাস্তায় চলাচল করতে নেতিবাচকভাবে বেগ পোহাতে হচ্ছে। পবিত্র রমজান মাস এবং তীব্র গরমে এমন অস্বাস্থ্যকর পরিবেশ আরো বেশি ভোগান্তির সৃষ্টি করছে। বিশ্ববিদ্যালয় এলাকায় এমন পরিবেশ কোনোভাবেই কাম্য নয় ।এমন অস্বাস্থ্যকর পরিবেশ বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তিও নষ্ট করে অনেকাংশে।

অতএব, বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে সবিনয় অনুরোধ থাকবে উক্ত সমস্যাগুলোর সমাধান করে, বিশ্ববিদ্যালয় এলাকায় সুন্দর পরিবেশ সৃষ্টি করে, বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীবান্ধব মনোভাবের পরিচয় দিবে।

শিক্ষার্থীদের দাবিসমূহ; বিশ্ববিদ্যালয় রাস্তাসংলগ্ন মুরগির দোকানগুলো পরিবেশসম্মত পরিকল্পিত জায়গায় স্থানান্তর করা এবং মহাবলীপুর রাস্তার মোড়ে বন্ধু হোটেলের পাশের ক্ষুদ্র মুরগির খামার স্থানান্তর করা।

স্মারকলিপি প্রদানের সময় সেখানে শতাধিক সাধারণ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

সাধারণ শিক্ষার্থীদের পক্ষে অর্থনীতি বিভাগের শিক্ষার্থী রাইজুল ইসলাম তানভীর বলেন, দ্রুত সময়ের মধ্যে মুরগির দোকানগুলো অন্যত্র স্থানান্তর করে শিক্ষার্থীদের ভোগান্তি থেকে মুক্তি দেওয়া হোক। এমন অস্বাস্থ্যকর পরিবেশ শিক্ষার্থীদের ব্যাপকভাবে ভোগাচ্ছে। শিক্ষার্থীরা এমন পরিবেশ-পরিস্থিতি থেকে মুক্ত থাকতে চায়।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে সহকারী প্রক্টর মো. জুয়েল আহমেদ সরকার বলেন, শিক্ষার্থীদের সমস্যার বিষয়টি আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ইবিহো/এসএস