জার্মানিতে গবেষণার সুযোগ

হামবোল্ট রিসার্চ ফেলোশিপ

রাজিয়া আক্তার

উন্নত বিশ্বের দেশগুলোর মধ্যে জার্মানিকে ধরা হয় সবচেয়ে কম খরচে উচ্চশিক্ষার জন্য পছন্দের দেশ। তাছাড়া জার্মানিতে শিক্ষার্থীদের জন্য সরকারি ও বেসরকারি বেশ কয়েকটি স্কলারশিপের সুবিধা রয়েছে। এর মধ্যে একটি হলো- হামবোল্ট রিসার্চ ফেলোশিপ। এই ফেলোশিপের মাধ্যমে আলেক্সান্ডার ভন হামবোল্ট ফাউন্ডেশন সারা বিশ্ব থেকে উচ্চ যোগ্যতাসম্পন্ন গবেষকদের খরচ বহন করে। শুধু তা-ই নয়, বিভিন্ন স্পন্সরশিপ পোর্টফোলিও থেকে পৃথকভাবে আপনার খরচ মেটানো হবে।

সুযোগ-সুবিধা
– একাডেমিক ক্যারিয়ারের শুরুতে জার্মানিতে গবেষণা স্পন্সরশিপ থেকে পোস্টডক সুবিধা।
– পোস্ট ডক্টরাল গবেষকদের জন্য হামবোল্ট রিসার্চ ফেলোশিপ জার্মানিতে গবেষণা পরিচালনা করতে সাহায্য করবে।
– মাসিক ফেলোশিপের পরিমাণ হলো ২ হাজার ৬৭০ ইউরো। ফেলোশিপ ৬ থেকে ২৪ মাস পর্যন্ত স্থায়ী হতে পারে।

আবেদনের যোগ্যতা
– আবেদন করার সময় থেকে চার বছর আগ পর্যন্ত আপনার কি কোনো ডক্টরেট ডিগ্রি আছে? থাকলে পোস্ট ডক ফেলোশিপের জন্য আবেদন করতে পারবেন।
– আবেদন করার ছয় মাসের মধ্যেও ডক্টরেট ডিগ্রি পাওয়ার সম্ভাবনা থাকলে আপনি যোগ্য বলে বিবেচিত হবেন। এর পাশাপাশি আপনার লেখা আন্তর্জাতিকভাবে স্বীকৃত একাডেমিক জার্নালও থাকতে হবে।
– গত ১২ বছরের মধ্যে যদি আপনার কোনো ডক্টরেট ডিগ্রি থাকে, তাহলে রিসার্চার হিসেবে আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে পাবলিকেশন রেকর্ড থাকতে হবে।
– জার্মানির জাতীয়তা থাকা যাবে না।
– জার্মান ও ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে।

আবেদনের শেষ সময়- ৩০ নভেম্বর
আবেদন সফল হলে নির্বাচিত হওয়ার ২ থেকে ১২ মাসের মধ্যে ফেলোশিপ শুরু করা যাবে। আর আবেদন ব্যর্থ হলে সিদ্ধান্তের কারণগুলো ই-মেইলের মাধ্যমে জানিয়ে দেবে।
https://www.humboldt-foundation.de/en/apply/sponsorship-programmes/humboldt- research-fellowship#h12172/

জার্মানিতে গবেষণার সুযোগ

হামবোল্ট রিসার্চ ফেলোশিপ

রাজিয়া আক্তার

উন্নত বিশ্বের দেশগুলোর মধ্যে জার্মানিকে ধরা হয় সবচেয়ে কম খরচে উচ্চশিক্ষার জন্য পছন্দের দেশ। তাছাড়া জার্মানিতে শিক্ষার্থীদের জন্য সরকারি ও বেসরকারি বেশ কয়েকটি স্কলারশিপের সুবিধা রয়েছে। এর মধ্যে একটি হলো- হামবোল্ট রিসার্চ ফেলোশিপ। এই ফেলোশিপের মাধ্যমে আলেক্সান্ডার ভন হামবোল্ট ফাউন্ডেশন সারা বিশ্ব থেকে উচ্চ যোগ্যতাসম্পন্ন গবেষকদের খরচ বহন করে। শুধু তা-ই নয়, বিভিন্ন স্পন্সরশিপ পোর্টফোলিও থেকে পৃথকভাবে আপনার খরচ মেটানো হবে।

সুযোগ-সুবিধা
– একাডেমিক ক্যারিয়ারের শুরুতে জার্মানিতে গবেষণা স্পন্সরশিপ থেকে পোস্টডক সুবিধা।
– পোস্ট ডক্টরাল গবেষকদের জন্য হামবোল্ট রিসার্চ ফেলোশিপ জার্মানিতে গবেষণা পরিচালনা করতে সাহায্য করবে।
– মাসিক ফেলোশিপের পরিমাণ হলো ২ হাজার ৬৭০ ইউরো। ফেলোশিপ ৬ থেকে ২৪ মাস পর্যন্ত স্থায়ী হতে পারে।

আবেদনের যোগ্যতা
– আবেদন করার সময় থেকে চার বছর আগ পর্যন্ত আপনার কি কোনো ডক্টরেট ডিগ্রি আছে? থাকলে পোস্ট ডক ফেলোশিপের জন্য আবেদন করতে পারবেন।
– আবেদন করার ছয় মাসের মধ্যেও ডক্টরেট ডিগ্রি পাওয়ার সম্ভাবনা থাকলে আপনি যোগ্য বলে বিবেচিত হবেন। এর পাশাপাশি আপনার লেখা আন্তর্জাতিকভাবে স্বীকৃত একাডেমিক জার্নালও থাকতে হবে।
– গত ১২ বছরের মধ্যে যদি আপনার কোনো ডক্টরেট ডিগ্রি থাকে, তাহলে রিসার্চার হিসেবে আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে পাবলিকেশন রেকর্ড থাকতে হবে।
– জার্মানির জাতীয়তা থাকা যাবে না।
– জার্মান ও ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে।

আবেদনের শেষ সময়- ৩০ নভেম্বর
আবেদন সফল হলে নির্বাচিত হওয়ার ২ থেকে ১২ মাসের মধ্যে ফেলোশিপ শুরু করা যাবে। আর আবেদন ব্যর্থ হলে সিদ্ধান্তের কারণগুলো ই-মেইলের মাধ্যমে জানিয়ে দেবে।
https://www.humboldt-foundation.de/en/apply/sponsorship-programmes/humboldt- research-fellowship#h12172/