১১তম দিনের মতো ইবি কর্মকর্তাদের আন্দোলন চলমান

ফরহাদ খাদেম

ইসলামী বিশ্ববিদ্যালয়।

ভর্তিতে পোষ্য কোটার ক্ষেত্রে শর্ত শিথিলসহ ১২ দফা দাবিতে পাঁচঘণ্টা (সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত) কর্মবিরতি অব্যাহত রেখেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কর্মকর্তারা। শনিবার (১২ আগস্ট) ১১তম দিনের মতো এ আন্দোলন করেন তারা। এর আগে, গত ২৬ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত ২ঘণ্টা করে কর্মবিরতি করে আসছেন কর্মকর্তারা। গত শনিবার (৫ আগস্ট) থেকে পাঁচ ঘণ্টা করে কর্মবিরতি করে আসছেন তারা।

জানা যায়, গুচ্ছ ভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন জন্য শিক্ষার্থীদের ন্যূনতম ৩০ নম্বর পেতে হবে। কোটাধারীদের জন্য একই শর্ত রাখা হয়েছে৷ তবে পোষ্যদের জন্য ৩০ নম্বরের কম পেলেও আবেদনের দাবি জানান কর্মকর্তারা।

এ বিষয়ে কর্মকর্তা সমিতির সভাপতি এ টি এম এমদাদুল আলম বলেন, আমাদের দাবি না মেনে নেওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলমান থাকবে। যদি এই মাসের মধ্যে আমাদের দাবি মেনে নেওয়া না হয় তাহলে আমরা সেপ্টেম্বর মাস থেকে কঠোর আন্দোলনে নেমে পড়ব।

উল্লেখ্য, গত সোমবার (৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলন করেন কর্মকর্তারা। এদিন তারা পোষ্য কোটায় আবেদনের যোগ্যতা কমানো, কর্মকর্তা-কর্মচারীদের বেতন স্কেল, পদোন্নতি ও সুযোগ-সুবিধাসহ ১২ দফা দাবি তুলে ধরেন।

ইবিহো/এসএস

১১তম দিনের মতো ইবি কর্মকর্তাদের আন্দোলন চলমান

ফরহাদ খাদেম

ইসলামী বিশ্ববিদ্যালয়।

ভর্তিতে পোষ্য কোটার ক্ষেত্রে শর্ত শিথিলসহ ১২ দফা দাবিতে পাঁচঘণ্টা (সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত) কর্মবিরতি অব্যাহত রেখেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কর্মকর্তারা। শনিবার (১২ আগস্ট) ১১তম দিনের মতো এ আন্দোলন করেন তারা। এর আগে, গত ২৬ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত ২ঘণ্টা করে কর্মবিরতি করে আসছেন কর্মকর্তারা। গত শনিবার (৫ আগস্ট) থেকে পাঁচ ঘণ্টা করে কর্মবিরতি করে আসছেন তারা।

জানা যায়, গুচ্ছ ভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন জন্য শিক্ষার্থীদের ন্যূনতম ৩০ নম্বর পেতে হবে। কোটাধারীদের জন্য একই শর্ত রাখা হয়েছে৷ তবে পোষ্যদের জন্য ৩০ নম্বরের কম পেলেও আবেদনের দাবি জানান কর্মকর্তারা।

এ বিষয়ে কর্মকর্তা সমিতির সভাপতি এ টি এম এমদাদুল আলম বলেন, আমাদের দাবি না মেনে নেওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলমান থাকবে। যদি এই মাসের মধ্যে আমাদের দাবি মেনে নেওয়া না হয় তাহলে আমরা সেপ্টেম্বর মাস থেকে কঠোর আন্দোলনে নেমে পড়ব।

উল্লেখ্য, গত সোমবার (৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলন করেন কর্মকর্তারা। এদিন তারা পোষ্য কোটায় আবেদনের যোগ্যতা কমানো, কর্মকর্তা-কর্মচারীদের বেতন স্কেল, পদোন্নতি ও সুযোগ-সুবিধাসহ ১২ দফা দাবি তুলে ধরেন।

ইবিহো/এসএস