২০২২ সালে কুবির আলোচিত ঘটনা

জাভেদ রায়হান
কুমিল্লা বিশ্ববিদ্যালয়।

শিক্ষা-শিক্ষাঙ্গন ডেস্ক

সময় ও স্রোত কারও জন্য অপেক্ষা করে না, তেমনি নতুনকে আলিঙ্গন করাই প্রকৃতির নিয়ম’ চিরন্তন এই সত্যগুলো লালন করে দেখতে দেখতেই কেটে গেল আরও একটি বছর। তবে বছর জুড়েই নানা ঘটনায় খবরের কাগজে উঠে এসেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নাম। নতুন উপাচার্যের নিয়োগ, দুই হলের সংঘর্ষ, রেজিস্ট্রারের পদত্যাগ ইত্যাদি ছিলো অন্যতম।

২০২২ সালের কুবির কিছু আলোচিত ঘটনা তুলে ধরা হলো: নতুন উপাচার্যের যোগদান: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সপ্তম উপাচার্য হিসেবে গত বছরের ৩১ জানুয়ারী প্রফেসর ড. ইমরান কবির চৌধুরীর স্থলাভিষিক্ত হন অধ্যাপক ড. এ এফ এম আব্দুল মঈন। শিক্ষা, গবেষণা ও কমিউনিটি এংগেজমেন্ট এই নীতিগুলো নিয়ে তিনি বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন।

উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আব্দুল মঈন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের পদত্যাগ: অনিয়ম ও দুর্নীতি অভিযোগে অভিযুক্ত হয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার পদ থেকে পদত্যাগ করেন পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আবু তাহের। দায়িত্ব পালনে অস্বচ্ছন্দতার বিষয় উল্লেখ করে গত বছরের ২২ এপ্রিল তিনি উপাচার্য প্রফেসর ড. এ. এফ. এম আব্দুল মঈন বরাবর পদত্যাগপত্র দেন। এর আগে কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতি থেকে বঞ্চিত করা, জামায়াত-শিবিরপন্থীদের বিশেষ সুযোগ-সুবিধা দেয়া এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন নিয়োগে দুর্নীতির অভিযোগ এনে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা প্রশাসনিক ভবনে তিন কার্যদিবস তার বিরুদ্ধে আন্দোলন করে এবং তাকে প্রত্যাহারের দাবী জানায়।

ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ : বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম হল ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। গত ২৬ আগস্ট মধ্যরাতে এবং পরবর্তী দিন দুপুরেও এই সংঘর্ষের ঘটনা ঘটে। মুখোমুখী এই সংঘর্ষে ছাত্রলীগের ৩ জন গুরুতর আহতসহ মোট ১৮ জন আহত হয়েছিল।

ছাত্রলীগের কমিটি নিয়ে ধোঁয়াশা: গত ৩০ সেপ্টেম্বর এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি বাতিল ঘোষণা করে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ। এরপর ১ অক্টোবর বিশ্ববিদ্যালয়ে মোটরসাইকেল শোডাউন ও ককটেল বিষ্ফোরণ করা হয়। এমন অস্থিতিশীল পরিবেশ এড়াতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য ২ অক্টোবর থেকে ৯ অক্টোবর পর্যন্ত সকল ধরনের আবাসিক হল সিলগালা করে দেন।

কুবিকে কালো তালিকাভুক্ত করার গুজব: গত ২১ এপ্রিল ইউনিভার্সিটি ফর দ্য ক্রিয়েটিভ আর্টস (ইউসিএ) কর্তৃক কুবিকে কালো তালিকাভুক্ত করা হয়েছে শীর্ষক সংবাদ বাংলাদেশের একটি জাতীয় টেলিভিশন চ্যানেলে প্রচার করা হয়।কালো তালিকার বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. এ. এফ. এম আব্দুল মঈন ‘ইউসিএ’ এর দায়িত্বরত কর্তৃপক্ষ বরাবর এ ব্যাপারে যোগাযোগ করেন। পরবর্তীতে ৩০ মে ‘ইউসিএ’ এক মেইলের মাধ্যমে জানায় যে কুবিকে কালো তালিকাভুক্ত করা হয়নি।

বিশ্ববিদ্যালয়ে মোটরসাইকেল শোডাউন।

শেখ হাসিনা হলের উদ্বোধন: গত ৩১ জুলাই বিশ্ববিদ্যালয় ছাত্রীদের দ্বিতীয় হল শেখ হাসিনা হলের উদ্বোধন করা হয়। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের আবাসন সংকট কিছুটা লাঘব হয়।

গবেষণা খাতে ৭৯ শতাংশ বাজেট বৃদ্ধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২২-২৩ অর্থবছরের জন্য ৬৪ কোটি ১৬ লাখ টাকা বাজেট ঘোষণা করা হয়েছে। যেখানে গবেষণা খাতে প্রায় ৭৯ শতাংশ বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। গবেষণা বাবদ বাজেট ২ কোটি ৭২ লাখ টাকা।

কুবি শিক্ষার্থীদের উন্নতমানের আইডি কার্ড: শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে কাগজের আইডি কার্ডের পরিবর্তে গত ১২ অক্টোবর অধিকতর উন্নত আইডি কার্ড পেয়েছিল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শিক্ষক সমিতির নির্বাচন স্থগিত।

শিক্ষক সমিতির নির্বাচন স্থগিত: কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির বর্তমান কমিটি (নন্দী-বিদ্যুৎ) ১ ডিসেম্বর নির্বাচনের তারিখ ঘোষণা করলেও বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষকদের চাপে সেই নির্বাচন ভণ্ডুল হয়। এর আগে ১০৬ জন শিক্ষক বর্তমান কমিটির উপর অনাস্থা প্রদান করে। এরপর নির্বাচনের নতুন কোন তারিখ ঘোষণা করতে পারেনি কুবি শিক্ষক সমিতির বর্তমান কমিটি।

এপিএতে ১৯ ধাপ এগিয়েছে কুবি: অ্যানুয়াল পারফরমেন্স অ্যাগ্রিমেন্ট (এপিএ)-এর ২০২১-২২ অর্থবছরে ৪৬ টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ১৯ ধাপ সামনে এগিয়ে ২৩তম স্থান দখল করেছে কুবি।

নতুন মোবাইল অ্যাপ্লিকেশন ও ওয়েবসাইট প্রকাশ: দীর্ঘ প্রতীক্ষার শেষে তুলনামূলক উন্নত ওয়েবসাইট পেয়েছে বিশ্ববিদ্যালয়টি। এছাড়া বিশ্ববিদ্যালয়টি আধুনিক অ্যাপও চালু করেছে।

রোবট ‘নিকো’: রোবট নির্মাণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা দিনকে দিন নিজেদের ছাড়িয়ে যাচ্ছে। গত বছর তারা বানিয়েছে থ্রিডি প্রিন্টেড রাসবেরি পাই বেইজড কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন সর্বাধুনিক মানব রোবট। বিখ্যাত বিজ্ঞানী নিকোলাস টেসলার নামের প্রথম অংশ থেকে রোবটটির নাম দিয়েছেন ‘নিকো’। দীর্ঘ এক বছরের পরিশ্রম ও কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের উদ্যোগে এবং কুমিল্লা জেলা প্রশাসনের অর্থায়নে এটি তৈরি করা হয়েছে।

রোবট নিকো তৈরি করা দলের নাম কোয়ান্টা রোবোটিক্স। এই দলের সদস্যরা হলেন বিশ্ববিদ্যালয়ের দশম আবর্তনের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সঞ্জিত মণ্ডল, আইসিটি বিভাগের ১৩তম আবর্তনের শিক্ষার্থী জুয়েল নাথ, ১২তম আবর্তনের অনিক চক্রবর্তী, ১৪তম আবর্তনের তাওসীফ বিন পারভেজ ও মহিউদ্দিন খান মাহিন।

রোবট নিকো টিম।

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি (এনএসটি) ফেলোশিপ ২০২২-২৩ এ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) একজন শিক্ষক ও ৪১জন শিক্ষার্থী মনোনীত হয়েছিল। মনোনীত ৪১জন শিক্ষার্থীরা প্রত্যেকে ৫৪ হাজার এবং মনোনীত শিক্ষক আইসিটি বিভাগের সহযোগী অধ্যাপক মো. তোফায়েল আহমেদ পাবেন তিন লক্ষ টাকা।

কুবি যাদের হারিয়েছে: ★ ফিনান্স ও ব্যাংকিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান (২২) ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। গত ১৭ জুন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার গ্রামের বাড়ি কুমিল্লার সানন্দা গ্রামে।

★ লোকপ্রশাসন বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাজমুল সবুজ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। গত ২৯ নভেম্বর ঢাকায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এমবিএইচ/এসএস

২০২২ সালে কুবির আলোচিত ঘটনা

জাভেদ রায়হান
কুমিল্লা বিশ্ববিদ্যালয়।

শিক্ষা-শিক্ষাঙ্গন ডেস্ক

সময় ও স্রোত কারও জন্য অপেক্ষা করে না, তেমনি নতুনকে আলিঙ্গন করাই প্রকৃতির নিয়ম’ চিরন্তন এই সত্যগুলো লালন করে দেখতে দেখতেই কেটে গেল আরও একটি বছর। তবে বছর জুড়েই নানা ঘটনায় খবরের কাগজে উঠে এসেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নাম। নতুন উপাচার্যের নিয়োগ, দুই হলের সংঘর্ষ, রেজিস্ট্রারের পদত্যাগ ইত্যাদি ছিলো অন্যতম।

২০২২ সালের কুবির কিছু আলোচিত ঘটনা তুলে ধরা হলো: নতুন উপাচার্যের যোগদান: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সপ্তম উপাচার্য হিসেবে গত বছরের ৩১ জানুয়ারী প্রফেসর ড. ইমরান কবির চৌধুরীর স্থলাভিষিক্ত হন অধ্যাপক ড. এ এফ এম আব্দুল মঈন। শিক্ষা, গবেষণা ও কমিউনিটি এংগেজমেন্ট এই নীতিগুলো নিয়ে তিনি বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন।

উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আব্দুল মঈন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের পদত্যাগ: অনিয়ম ও দুর্নীতি অভিযোগে অভিযুক্ত হয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার পদ থেকে পদত্যাগ করেন পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আবু তাহের। দায়িত্ব পালনে অস্বচ্ছন্দতার বিষয় উল্লেখ করে গত বছরের ২২ এপ্রিল তিনি উপাচার্য প্রফেসর ড. এ. এফ. এম আব্দুল মঈন বরাবর পদত্যাগপত্র দেন। এর আগে কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতি থেকে বঞ্চিত করা, জামায়াত-শিবিরপন্থীদের বিশেষ সুযোগ-সুবিধা দেয়া এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন নিয়োগে দুর্নীতির অভিযোগ এনে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা প্রশাসনিক ভবনে তিন কার্যদিবস তার বিরুদ্ধে আন্দোলন করে এবং তাকে প্রত্যাহারের দাবী জানায়।

ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ : বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম হল ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। গত ২৬ আগস্ট মধ্যরাতে এবং পরবর্তী দিন দুপুরেও এই সংঘর্ষের ঘটনা ঘটে। মুখোমুখী এই সংঘর্ষে ছাত্রলীগের ৩ জন গুরুতর আহতসহ মোট ১৮ জন আহত হয়েছিল।

ছাত্রলীগের কমিটি নিয়ে ধোঁয়াশা: গত ৩০ সেপ্টেম্বর এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি বাতিল ঘোষণা করে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ। এরপর ১ অক্টোবর বিশ্ববিদ্যালয়ে মোটরসাইকেল শোডাউন ও ককটেল বিষ্ফোরণ করা হয়। এমন অস্থিতিশীল পরিবেশ এড়াতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য ২ অক্টোবর থেকে ৯ অক্টোবর পর্যন্ত সকল ধরনের আবাসিক হল সিলগালা করে দেন।

কুবিকে কালো তালিকাভুক্ত করার গুজব: গত ২১ এপ্রিল ইউনিভার্সিটি ফর দ্য ক্রিয়েটিভ আর্টস (ইউসিএ) কর্তৃক কুবিকে কালো তালিকাভুক্ত করা হয়েছে শীর্ষক সংবাদ বাংলাদেশের একটি জাতীয় টেলিভিশন চ্যানেলে প্রচার করা হয়।কালো তালিকার বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. এ. এফ. এম আব্দুল মঈন ‘ইউসিএ’ এর দায়িত্বরত কর্তৃপক্ষ বরাবর এ ব্যাপারে যোগাযোগ করেন। পরবর্তীতে ৩০ মে ‘ইউসিএ’ এক মেইলের মাধ্যমে জানায় যে কুবিকে কালো তালিকাভুক্ত করা হয়নি।

বিশ্ববিদ্যালয়ে মোটরসাইকেল শোডাউন।

শেখ হাসিনা হলের উদ্বোধন: গত ৩১ জুলাই বিশ্ববিদ্যালয় ছাত্রীদের দ্বিতীয় হল শেখ হাসিনা হলের উদ্বোধন করা হয়। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের আবাসন সংকট কিছুটা লাঘব হয়।

গবেষণা খাতে ৭৯ শতাংশ বাজেট বৃদ্ধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২২-২৩ অর্থবছরের জন্য ৬৪ কোটি ১৬ লাখ টাকা বাজেট ঘোষণা করা হয়েছে। যেখানে গবেষণা খাতে প্রায় ৭৯ শতাংশ বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। গবেষণা বাবদ বাজেট ২ কোটি ৭২ লাখ টাকা।

কুবি শিক্ষার্থীদের উন্নতমানের আইডি কার্ড: শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে কাগজের আইডি কার্ডের পরিবর্তে গত ১২ অক্টোবর অধিকতর উন্নত আইডি কার্ড পেয়েছিল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শিক্ষক সমিতির নির্বাচন স্থগিত।

শিক্ষক সমিতির নির্বাচন স্থগিত: কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির বর্তমান কমিটি (নন্দী-বিদ্যুৎ) ১ ডিসেম্বর নির্বাচনের তারিখ ঘোষণা করলেও বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষকদের চাপে সেই নির্বাচন ভণ্ডুল হয়। এর আগে ১০৬ জন শিক্ষক বর্তমান কমিটির উপর অনাস্থা প্রদান করে। এরপর নির্বাচনের নতুন কোন তারিখ ঘোষণা করতে পারেনি কুবি শিক্ষক সমিতির বর্তমান কমিটি।

এপিএতে ১৯ ধাপ এগিয়েছে কুবি: অ্যানুয়াল পারফরমেন্স অ্যাগ্রিমেন্ট (এপিএ)-এর ২০২১-২২ অর্থবছরে ৪৬ টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ১৯ ধাপ সামনে এগিয়ে ২৩তম স্থান দখল করেছে কুবি।

নতুন মোবাইল অ্যাপ্লিকেশন ও ওয়েবসাইট প্রকাশ: দীর্ঘ প্রতীক্ষার শেষে তুলনামূলক উন্নত ওয়েবসাইট পেয়েছে বিশ্ববিদ্যালয়টি। এছাড়া বিশ্ববিদ্যালয়টি আধুনিক অ্যাপও চালু করেছে।

রোবট ‘নিকো’: রোবট নির্মাণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা দিনকে দিন নিজেদের ছাড়িয়ে যাচ্ছে। গত বছর তারা বানিয়েছে থ্রিডি প্রিন্টেড রাসবেরি পাই বেইজড কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন সর্বাধুনিক মানব রোবট। বিখ্যাত বিজ্ঞানী নিকোলাস টেসলার নামের প্রথম অংশ থেকে রোবটটির নাম দিয়েছেন ‘নিকো’। দীর্ঘ এক বছরের পরিশ্রম ও কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের উদ্যোগে এবং কুমিল্লা জেলা প্রশাসনের অর্থায়নে এটি তৈরি করা হয়েছে।

রোবট নিকো তৈরি করা দলের নাম কোয়ান্টা রোবোটিক্স। এই দলের সদস্যরা হলেন বিশ্ববিদ্যালয়ের দশম আবর্তনের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সঞ্জিত মণ্ডল, আইসিটি বিভাগের ১৩তম আবর্তনের শিক্ষার্থী জুয়েল নাথ, ১২তম আবর্তনের অনিক চক্রবর্তী, ১৪তম আবর্তনের তাওসীফ বিন পারভেজ ও মহিউদ্দিন খান মাহিন।

রোবট নিকো টিম।

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি (এনএসটি) ফেলোশিপ ২০২২-২৩ এ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) একজন শিক্ষক ও ৪১জন শিক্ষার্থী মনোনীত হয়েছিল। মনোনীত ৪১জন শিক্ষার্থীরা প্রত্যেকে ৫৪ হাজার এবং মনোনীত শিক্ষক আইসিটি বিভাগের সহযোগী অধ্যাপক মো. তোফায়েল আহমেদ পাবেন তিন লক্ষ টাকা।

কুবি যাদের হারিয়েছে: ★ ফিনান্স ও ব্যাংকিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান (২২) ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। গত ১৭ জুন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার গ্রামের বাড়ি কুমিল্লার সানন্দা গ্রামে।

★ লোকপ্রশাসন বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাজমুল সবুজ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। গত ২৯ নভেম্বর ঢাকায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এমবিএইচ/এসএস