আজ রাতেই হতে পারে চবি এ ইউনিটের ফলাফল

রেফায়েত উল্যাহ রুপক

পরীক্ষার্থীবৃন্দ।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের এ ইউনিটের ফলাফল আজ রাতে প্রকাশ হতে পারে। ১৬ ও ১৭ মে এই ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। গত কয়েকদিন ধরে ফল প্রকাশের কথা বলা হলেও, তা প্রকাশ হয়নি নানা জটিলতায়।

ফল প্রকাশের বিষয়ে জানতে চাইলে, এ ইউনিট ভর্তি পরীক্ষার কো-অর্ডিনেটর এবং মেরিন সায়েন্স ও ফিসারিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মো.শফিকুল ইসলাম জানান, “ফলাফল প্রস্তুতের কাজ শেষ, এখন আইসিটি সেলে ফলাফল পাঠানো হয়েছে, আমরা আবারও রিচেকিং করছি, আইসিটি সেলও কাজ করছে। আশা করা যায়, আজ রাতে বা কাল সকালে ফলাফল প্রকাশ করতে পারব।”

ইবিহো/এসএস

আজ রাতেই হতে পারে চবি এ ইউনিটের ফলাফল

রেফায়েত উল্যাহ রুপক

পরীক্ষার্থীবৃন্দ।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের এ ইউনিটের ফলাফল আজ রাতে প্রকাশ হতে পারে। ১৬ ও ১৭ মে এই ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। গত কয়েকদিন ধরে ফল প্রকাশের কথা বলা হলেও, তা প্রকাশ হয়নি নানা জটিলতায়।

ফল প্রকাশের বিষয়ে জানতে চাইলে, এ ইউনিট ভর্তি পরীক্ষার কো-অর্ডিনেটর এবং মেরিন সায়েন্স ও ফিসারিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মো.শফিকুল ইসলাম জানান, “ফলাফল প্রস্তুতের কাজ শেষ, এখন আইসিটি সেলে ফলাফল পাঠানো হয়েছে, আমরা আবারও রিচেকিং করছি, আইসিটি সেলও কাজ করছে। আশা করা যায়, আজ রাতে বা কাল সকালে ফলাফল প্রকাশ করতে পারব।”

ইবিহো/এসএস