আশুলিয়ায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ

সংগৃহীত ছবি

আশুলিয়ার নাইটিংগেল মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরা মাইগ্রেশনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। শনিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।

জানা গেছে, শিক্ষার্থীদের অবরোধের কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের বোঝালে তারা ক্যাম্পাসে ফিরে যান।শিক্ষার্থীদের অভিযোগ, নাইটিংগেল মেডিক্যাল কলেজের বিএমডিসির অনুমতি নেই। এ জন্য তারা অন্যত্র মাইগ্রেন করতে গেলে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ একটি রিট করে। ফলে তারা মাইগ্রেন করতে পারছে না। এমন পরিস্থিতিতে তারা মাইগ্রেশনের দাবিতে আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন।

মেডিক্যাল কলেজের অধ্যক্ষ রুহুল কুদ্দুস রুমি বলেন, সপ্তাহখানেক হলো আমি প্রিন্সিপালের দায়িত্ব পেয়েছি। আগে আমি এখানকার প্যাথলোজির দায়িত্বে ছিলাম। রিটের একটি বিষয়ে সব কিছু আটকে আছে।

আশুলিয়ায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ

সংগৃহীত ছবি

আশুলিয়ার নাইটিংগেল মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরা মাইগ্রেশনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। শনিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।

জানা গেছে, শিক্ষার্থীদের অবরোধের কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের বোঝালে তারা ক্যাম্পাসে ফিরে যান।শিক্ষার্থীদের অভিযোগ, নাইটিংগেল মেডিক্যাল কলেজের বিএমডিসির অনুমতি নেই। এ জন্য তারা অন্যত্র মাইগ্রেন করতে গেলে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ একটি রিট করে। ফলে তারা মাইগ্রেন করতে পারছে না। এমন পরিস্থিতিতে তারা মাইগ্রেশনের দাবিতে আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন।

মেডিক্যাল কলেজের অধ্যক্ষ রুহুল কুদ্দুস রুমি বলেন, সপ্তাহখানেক হলো আমি প্রিন্সিপালের দায়িত্ব পেয়েছি। আগে আমি এখানকার প্যাথলোজির দায়িত্বে ছিলাম। রিটের একটি বিষয়ে সব কিছু আটকে আছে।