ইবি শিক্ষার্থী নওরীনের রহস্যজনক মৃত্যুর বিচারের দাবিতে মানববন্ধন

ফরহাদ খাদেম
ইবি শিক্ষার্থী নওরীনের রহস্যজনক মৃত্যুর বিচারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। 

(ইবি) শিক্ষার্থী নওরীন নুসরাত স্নিগ্ধার রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগ। শনিবার (১২ আগস্ট) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের মুজিব ম্যুরাল চত্বরে এ মানববন্ধন করেন বিভাগের শিক্ষার্থীরা।

এসময় বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক সাহিদা আখতার, শাপলা ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মাহবুবর রহমান, সহকারী অধ্যাপক মেহেদী হাসানসহ বিভাগের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক-সাংস্কিতিক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

এনসময় বিভাগের শিক্ষার্থীরা ‘রহস্যজনক মৃত্যুর রহস্য উম্মোচিত হোক’, ‘সুষ্ঠু তদন্ত ও বিচার চাই’, ‘নওরীনের শেষ বিদায়ে শশুর বাড়ির লোক অনুপস্থিত কেন?’, ‘তদন্তের নামে প্রহসন দেখতে চাই না’, ‘ছাদ থেকে পড়লো নাকি ফেলে দেওয়া হলো? জানতে চাই’, ‘তদন্ত কাজ কোনো গোষ্ঠীর দ্বারা প্রভাবিত না হোক’, ‘মৃত্যুর তদন্ত দীর্ঘায়িত না হোক’ ও ‘শ্বশুর বাড়ির নীরব ভুমিকা কী প্রমাণ করে!!!’ সহ নানা স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড ও ফেস্টুন প্রদর্শন করেন।

মানববন্ধনে বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক সাহিদা আখতার বলেন, নওরীনের মতো মেধাবী শিক্ষার্থী শুধু বিশ্ববিদ্যালয় নয়, দেশের জন্য একটি সম্পদ ছিল। কিছুদিন আগেই তার বিবাহ হলো। তার শ্বশুর বাড়ির লোকজন তাকে বিভিন্নভাবে নির্যাতন করতো। বিবাহের পর তাকে একটি ঘরে বন্দি করে রাখা হতো। এমনকি তাকে তার প্রয়োজনীয় ঔষধ পর্যন্ত সেবন করতে দেওয়া হতো না। তিনি বিভিন্ন সামাজিক-সাংস্কিতিক সংগঠনের সাথে যুক্ত ছিলেন। তিনি আত্নহত্যা বিরোধী বিভিন্ন সভা-সেমিনার করতেন। তার মতো শিক্ষার্থী আত্নহত্যা করবে এটা বিশ্বাস হয় না। আমরা চাই তার মৃত্যুর আসল রহস্য উন্মোচন করা হোক।

ইবিহো/এসএস

ইবি শিক্ষার্থী নওরীনের রহস্যজনক মৃত্যুর বিচারের দাবিতে মানববন্ধন

ফরহাদ খাদেম
ইবি শিক্ষার্থী নওরীনের রহস্যজনক মৃত্যুর বিচারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। 

(ইবি) শিক্ষার্থী নওরীন নুসরাত স্নিগ্ধার রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগ। শনিবার (১২ আগস্ট) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের মুজিব ম্যুরাল চত্বরে এ মানববন্ধন করেন বিভাগের শিক্ষার্থীরা।

এসময় বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক সাহিদা আখতার, শাপলা ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মাহবুবর রহমান, সহকারী অধ্যাপক মেহেদী হাসানসহ বিভাগের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক-সাংস্কিতিক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

এনসময় বিভাগের শিক্ষার্থীরা ‘রহস্যজনক মৃত্যুর রহস্য উম্মোচিত হোক’, ‘সুষ্ঠু তদন্ত ও বিচার চাই’, ‘নওরীনের শেষ বিদায়ে শশুর বাড়ির লোক অনুপস্থিত কেন?’, ‘তদন্তের নামে প্রহসন দেখতে চাই না’, ‘ছাদ থেকে পড়লো নাকি ফেলে দেওয়া হলো? জানতে চাই’, ‘তদন্ত কাজ কোনো গোষ্ঠীর দ্বারা প্রভাবিত না হোক’, ‘মৃত্যুর তদন্ত দীর্ঘায়িত না হোক’ ও ‘শ্বশুর বাড়ির নীরব ভুমিকা কী প্রমাণ করে!!!’ সহ নানা স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড ও ফেস্টুন প্রদর্শন করেন।

মানববন্ধনে বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক সাহিদা আখতার বলেন, নওরীনের মতো মেধাবী শিক্ষার্থী শুধু বিশ্ববিদ্যালয় নয়, দেশের জন্য একটি সম্পদ ছিল। কিছুদিন আগেই তার বিবাহ হলো। তার শ্বশুর বাড়ির লোকজন তাকে বিভিন্নভাবে নির্যাতন করতো। বিবাহের পর তাকে একটি ঘরে বন্দি করে রাখা হতো। এমনকি তাকে তার প্রয়োজনীয় ঔষধ পর্যন্ত সেবন করতে দেওয়া হতো না। তিনি বিভিন্ন সামাজিক-সাংস্কিতিক সংগঠনের সাথে যুক্ত ছিলেন। তিনি আত্নহত্যা বিরোধী বিভিন্ন সভা-সেমিনার করতেন। তার মতো শিক্ষার্থী আত্নহত্যা করবে এটা বিশ্বাস হয় না। আমরা চাই তার মৃত্যুর আসল রহস্য উন্মোচন করা হোক।

ইবিহো/এসএস