ইবি স্পোর্টস অ্যাসোসিয়েশনের সপ্তাহব্যাপী টুর্নামেন্ট শুরু

ফরহাদ খাদেম

ইবি স্পোর্টস অ্যাসোসিয়েশনের সপ্তাহব্যাপী টুর্নামেন্ট শুরু হয়েছে। 

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) স্পোর্টস অ্যাসোসিয়েশন সপ্তাহব্যাপী খেলাধুলার আয়োজন শুরু করেছে। শুক্রবার (১ সেপ্টেম্বর) বেলা ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্রিকেট মাঠ ও জিমনেসিয়ামে ‘স্পোর্টস কার্নিভাল ১.০’ এর ১ম পর্ব খেলার উদ্বোধন করে সংগঠনটি।

আইন বিভাগের অধ্যাপক ড. শাহজাহান মন্ডল ও প্রক্টর অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন আজাদ এ খেলাধুলার উদ্বোধন করেন। এসময় আরও উপস্থিত ছিলেন ইবি প্রেস ক্লাবের সভাপতি আবু হুরাইরা, স্পোর্টস এসোসিয়েশনের সভাপতি এইচএম বুলবুল ও সাধারণ সম্পাদক তামজিদ হায়দার সহ অংশগ্রহণকারী শতাধিক শিক্ষার্থী।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ে সকল ধরনের খেলাধুলা চলমান রাখতে উদ্যোগ নিয়েছে ইবি স্পোর্টস এসোসিয়েশন। প্রথমবারের মত তারা রেজিষ্ট্রেশন পদ্ধতিতে এ টুর্নামেন্টের আয়োজন করেছে। সসপ্তাহব্যাপী মোট আটটি খেলা অনুষ্ঠিত হবে। খেলাগুলো হল- ফুটবল, ক্রিকেট, টেবিল টেনিস, ব্যাটমিন্টন, বাস্কেটবল, হেন্ডবল, ভলিবল এবং দাবা। এতে বিশ্ববিদ্যালয়ের প্রায় ৩০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। এ টুর্নামেন্টে স্পনসর করেছে ওরাকল বিসিএস কোচিং এবং মোল্লা এগ্রো সাইন্স।

সংগঠনটির সাধারণ সম্পাদক তামজিদ হায়দার বলেন, বিশ্ববিদ্যালয়ে নিয়মিত খেলাধুলার আয়োজন করতে ও শিক্ষার্থীদের আগ্রহী করতে আমরা এরূপ আয়োজন করেছি। শিক্ষার্থীদের অংশগ্রহণে নিয়মিতভাবে আমরা এ কার্যক্রম চালিয়ে যাব।

ইবিহো/এসএস

ইবি স্পোর্টস অ্যাসোসিয়েশনের সপ্তাহব্যাপী টুর্নামেন্ট শুরু

ফরহাদ খাদেম

ইবি স্পোর্টস অ্যাসোসিয়েশনের সপ্তাহব্যাপী টুর্নামেন্ট শুরু হয়েছে। 

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) স্পোর্টস অ্যাসোসিয়েশন সপ্তাহব্যাপী খেলাধুলার আয়োজন শুরু করেছে। শুক্রবার (১ সেপ্টেম্বর) বেলা ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্রিকেট মাঠ ও জিমনেসিয়ামে ‘স্পোর্টস কার্নিভাল ১.০’ এর ১ম পর্ব খেলার উদ্বোধন করে সংগঠনটি।

আইন বিভাগের অধ্যাপক ড. শাহজাহান মন্ডল ও প্রক্টর অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন আজাদ এ খেলাধুলার উদ্বোধন করেন। এসময় আরও উপস্থিত ছিলেন ইবি প্রেস ক্লাবের সভাপতি আবু হুরাইরা, স্পোর্টস এসোসিয়েশনের সভাপতি এইচএম বুলবুল ও সাধারণ সম্পাদক তামজিদ হায়দার সহ অংশগ্রহণকারী শতাধিক শিক্ষার্থী।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ে সকল ধরনের খেলাধুলা চলমান রাখতে উদ্যোগ নিয়েছে ইবি স্পোর্টস এসোসিয়েশন। প্রথমবারের মত তারা রেজিষ্ট্রেশন পদ্ধতিতে এ টুর্নামেন্টের আয়োজন করেছে। সসপ্তাহব্যাপী মোট আটটি খেলা অনুষ্ঠিত হবে। খেলাগুলো হল- ফুটবল, ক্রিকেট, টেবিল টেনিস, ব্যাটমিন্টন, বাস্কেটবল, হেন্ডবল, ভলিবল এবং দাবা। এতে বিশ্ববিদ্যালয়ের প্রায় ৩০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। এ টুর্নামেন্টে স্পনসর করেছে ওরাকল বিসিএস কোচিং এবং মোল্লা এগ্রো সাইন্স।

সংগঠনটির সাধারণ সম্পাদক তামজিদ হায়দার বলেন, বিশ্ববিদ্যালয়ে নিয়মিত খেলাধুলার আয়োজন করতে ও শিক্ষার্থীদের আগ্রহী করতে আমরা এরূপ আয়োজন করেছি। শিক্ষার্থীদের অংশগ্রহণে নিয়মিতভাবে আমরা এ কার্যক্রম চালিয়ে যাব।

ইবিহো/এসএস