ঈদের খুশি ভাগাভাগির মাঝেই অনাবিল আনন্দ

মেহরাব হোসেন

পশ্চিম আকাশে উঁকি দিয়েছে জিলহজ মাসের চাঁদ। জানান দিচ্ছে পবিত্র ঈদুল আজহার উপস্থিতি। ঈদুল ফিতরের পর ঈদুল আজহা মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব। ত্যাগের মহিমায় উদ্ভাসিত এ উৎসবে মুসলমানরা আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশে পশু কোরবানি করেন। কোরবানির ঈদ মুসলিমদের কাছে আলাদা গুরুত্ব বহন করে থাকে। এ সময় বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরাও ত্যাগের মহিমা অনুধাবন করতে পারে। নিজ পরিবারের পাশাপাশি সমাজেও সেই বিষয়টি ছড়িয়ে দিতে পারে। তারুণ্যের সেই ভাবনাগুলোই তুলে ধরেছেন নিউজ পোর্টাল ‘শিক্ষা-শিক্ষাঙ্গন’-এর ববি ক্যাম্পাস প্রতিনিধি মেহরাব হোসেন।

ঈদ মানেই প্রতিটা মুহূর্ত বাসের জন্য অপেক্ষা: পরিবার বন্ধু পরিজনের সাথে ভালো সময় পার করা। ছোট বেলায় ঈদ ছিল এক রকম, এখন আরেক রকম। ছোট বেলায় আবদার করতাম, আর এখন আবদার মেটানোর চেষ্টা করি। বর্তমানে ঈদ আমার কাছে বাড়ি যাওয়ার আয়োজন। যদিও খুব বেশি কিছু সাথে নিব না, তবুও এক সপ্তাহ আগে থেকে ব্যাগ গোছানো শুরু। টিকিট কাটার পর থেকেই একচুয়ালি ঈদ শুরু হয়ে যায়। প্রতি মুহূর্তে বাসের জন্য অপেক্ষা যেন সেই সময় থেকেই শুরু। এরপর বাড়ি যাওয়া, ঈদের দিনের দুপুরে আব্বুর রান্না মাংস দিয়ে ভাত খাওয়া। ঈদের দিন আব্বু আমাদের রান্না করে খাওয়ান। তাই ঈদের দিনের সকালের চেয়ে আমার দুপুরের প্রতি আগ্রহ বেশি। আব্বুর হেল্পিং হ্যান্ড আমি। মশলা শিল পাটায় মিহি করে বেটে দিতে হয় তাকে। এই ব্যাপারে আমার উপর তার ভরসা বেশি। এরপর বিকালে বোনের জন্য অপেক্ষা। ওরা এলেই ঈদের পূর্ণতা পায় যেন। ফাতেমা খাতুন, শিক্ষার্থী, মাইক্রোবায়োলজি বিভাগ, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

ঈদ আনন্দ সারাবছর বিরাজ থাকুক সবার প্রাণে: মুসলমানদের ধর্মীয় প্রধান দুটি উৎসবের অন্যতম হচ্ছে ঈদুল আজহা। ঈদ মানেই আনন্দ, খুশির দিন কিন্তু এই আনন্দ যেন সারাবছর জুড়ে সবার অন্তরে কমবেশি বিরাজমান থাকে, তার জন্য একে অন্যকে যথাযথভাবে সাহায্য-সহযোগিতা করা, অনুপ্রাণিত করা, কারো মনে আঘাত দিয়ে তার মনোকষ্টের কারণ না হওয়া-‘মানুষ’ হিসাবে আমাদের মানবিক দায়িত্ব এবং পরম কর্তব্যের অন্তর্ভুক্ত। আমার কাছে ‘ঈদ’ মানে আরেকটি নতুন দিন নতুনভাবে বাঁচার যেন অন্যদেরকে বাঁচতে সহায়তা করতে সক্ষম হই আরো সুন্দর আর সাবলীলভাবে, তাদের বিশেষত্ব অনুধাবন করাতে সাহায্য করতে পারি! পরিবারের সবাই একসাথে বসে গল্প, খাওয়া-দাওয়া এগুলো অন্য সময় হয় না। ভাই-বোনেরা সবাই একসাথে আড্ডা দেওয়া। সব মিলিয়ে ঈদ আমাদের খুশির বার্তা নিয়ে আসে।আনিকা তাহ্সিন, শিক্ষার্থী, ফিন্যান্স, ঢাকা বিশ্ববিদ্যালয়।

ঈদ মানে সুন্দর সময়: ঈদ মানে আমার কাছে চিন্তা ও অফিসিয়াল কাজমুক্ত কয়েকটা সুন্দর দিন ভালো সময়ের। যেখানে আপন মানুষজনের সমাগম, একত্রে রান্না-বান্না করে একত্রে খাওয়া আর সে সময়ে তাদের সাথে গল্প করে ভালো একটা সময় পার করা। যে দিন গুলো একটা আমেজে কাটবে হাঁসিঠাট্টায়। সাজগোজ করে সবাই ঘুরতে বের হওয়া, রিফ্রেশমেন্টে সময় পার করা। ইলমা রিফাত, শিক্ষার্থী, ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

ঈদ মানে বহুবছর পর প্রবাস ফেরত বাবার ছেলে: আমার কাছে ঈদ মানে আসলে তেমন একটা উপলক্ষ যেমন বহুবছর পর প্রবাস ফেরত একটা ছেলে তার বাবা মায়ের ছোটভাইয়ের সাথে একসাথে গোল হয়ে রান্নাঘরে ভাত খাচ্ছে। কিংবা বহুমাস পর হল থেকে ফিরে এসে একটা ছেলে আবারো ফিরে পায় একসাথে হারানো বন্ধুদের চাঁনরাতের আড্ডায়.. খুঁজে পায় আবারো সেই রেললাইনের বিকাল বন্ধুদের.. ভৈরবের এই মরা বাকের ব্রীজে হাসিখুশিতে জড়ো হয় কি এক সুখ সবাইকে পেয়ে!

আমার কাছে ঈদ মানে সেই বড় ভাই যে নিজে কিছু না নিয়ে ছোটভাইকে নিয়ে যায় শপিংমলের ঘোরার সময় বুঝতেছে বাবা আত্নত্যাগে কেমন আনন্দ পান। আমার কাছে ঈদ মানে প্রিয়জনকে চাঁনরাতে এক পলক ভীষণ ভীড়ের মাঝে খুঁজে পাওয়া। প্রেয়সী মাকে নিয়ে ঘরে ফিরে যাচ্ছে সাথে নতুন জামা আর মেহেদী.. কি সুন্দর!) আমার কাছে ঈদ মানে টের পাওয়া প্রিয় মানুষের হৃদয় বুকে জড়ানোর আলিঙ্গনে কি এক সুখ। হাসিবুর রহমান, শিক্ষার্থী, বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

লেখা: বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

ঈদের খুশি ভাগাভাগির মাঝেই অনাবিল আনন্দ

মেহরাব হোসেন

পশ্চিম আকাশে উঁকি দিয়েছে জিলহজ মাসের চাঁদ। জানান দিচ্ছে পবিত্র ঈদুল আজহার উপস্থিতি। ঈদুল ফিতরের পর ঈদুল আজহা মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব। ত্যাগের মহিমায় উদ্ভাসিত এ উৎসবে মুসলমানরা আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশে পশু কোরবানি করেন। কোরবানির ঈদ মুসলিমদের কাছে আলাদা গুরুত্ব বহন করে থাকে। এ সময় বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরাও ত্যাগের মহিমা অনুধাবন করতে পারে। নিজ পরিবারের পাশাপাশি সমাজেও সেই বিষয়টি ছড়িয়ে দিতে পারে। তারুণ্যের সেই ভাবনাগুলোই তুলে ধরেছেন নিউজ পোর্টাল ‘শিক্ষা-শিক্ষাঙ্গন’-এর ববি ক্যাম্পাস প্রতিনিধি মেহরাব হোসেন।

ঈদ মানেই প্রতিটা মুহূর্ত বাসের জন্য অপেক্ষা: পরিবার বন্ধু পরিজনের সাথে ভালো সময় পার করা। ছোট বেলায় ঈদ ছিল এক রকম, এখন আরেক রকম। ছোট বেলায় আবদার করতাম, আর এখন আবদার মেটানোর চেষ্টা করি। বর্তমানে ঈদ আমার কাছে বাড়ি যাওয়ার আয়োজন। যদিও খুব বেশি কিছু সাথে নিব না, তবুও এক সপ্তাহ আগে থেকে ব্যাগ গোছানো শুরু। টিকিট কাটার পর থেকেই একচুয়ালি ঈদ শুরু হয়ে যায়। প্রতি মুহূর্তে বাসের জন্য অপেক্ষা যেন সেই সময় থেকেই শুরু। এরপর বাড়ি যাওয়া, ঈদের দিনের দুপুরে আব্বুর রান্না মাংস দিয়ে ভাত খাওয়া। ঈদের দিন আব্বু আমাদের রান্না করে খাওয়ান। তাই ঈদের দিনের সকালের চেয়ে আমার দুপুরের প্রতি আগ্রহ বেশি। আব্বুর হেল্পিং হ্যান্ড আমি। মশলা শিল পাটায় মিহি করে বেটে দিতে হয় তাকে। এই ব্যাপারে আমার উপর তার ভরসা বেশি। এরপর বিকালে বোনের জন্য অপেক্ষা। ওরা এলেই ঈদের পূর্ণতা পায় যেন। ফাতেমা খাতুন, শিক্ষার্থী, মাইক্রোবায়োলজি বিভাগ, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

ঈদ আনন্দ সারাবছর বিরাজ থাকুক সবার প্রাণে: মুসলমানদের ধর্মীয় প্রধান দুটি উৎসবের অন্যতম হচ্ছে ঈদুল আজহা। ঈদ মানেই আনন্দ, খুশির দিন কিন্তু এই আনন্দ যেন সারাবছর জুড়ে সবার অন্তরে কমবেশি বিরাজমান থাকে, তার জন্য একে অন্যকে যথাযথভাবে সাহায্য-সহযোগিতা করা, অনুপ্রাণিত করা, কারো মনে আঘাত দিয়ে তার মনোকষ্টের কারণ না হওয়া-‘মানুষ’ হিসাবে আমাদের মানবিক দায়িত্ব এবং পরম কর্তব্যের অন্তর্ভুক্ত। আমার কাছে ‘ঈদ’ মানে আরেকটি নতুন দিন নতুনভাবে বাঁচার যেন অন্যদেরকে বাঁচতে সহায়তা করতে সক্ষম হই আরো সুন্দর আর সাবলীলভাবে, তাদের বিশেষত্ব অনুধাবন করাতে সাহায্য করতে পারি! পরিবারের সবাই একসাথে বসে গল্প, খাওয়া-দাওয়া এগুলো অন্য সময় হয় না। ভাই-বোনেরা সবাই একসাথে আড্ডা দেওয়া। সব মিলিয়ে ঈদ আমাদের খুশির বার্তা নিয়ে আসে।আনিকা তাহ্সিন, শিক্ষার্থী, ফিন্যান্স, ঢাকা বিশ্ববিদ্যালয়।

ঈদ মানে সুন্দর সময়: ঈদ মানে আমার কাছে চিন্তা ও অফিসিয়াল কাজমুক্ত কয়েকটা সুন্দর দিন ভালো সময়ের। যেখানে আপন মানুষজনের সমাগম, একত্রে রান্না-বান্না করে একত্রে খাওয়া আর সে সময়ে তাদের সাথে গল্প করে ভালো একটা সময় পার করা। যে দিন গুলো একটা আমেজে কাটবে হাঁসিঠাট্টায়। সাজগোজ করে সবাই ঘুরতে বের হওয়া, রিফ্রেশমেন্টে সময় পার করা। ইলমা রিফাত, শিক্ষার্থী, ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

ঈদ মানে বহুবছর পর প্রবাস ফেরত বাবার ছেলে: আমার কাছে ঈদ মানে আসলে তেমন একটা উপলক্ষ যেমন বহুবছর পর প্রবাস ফেরত একটা ছেলে তার বাবা মায়ের ছোটভাইয়ের সাথে একসাথে গোল হয়ে রান্নাঘরে ভাত খাচ্ছে। কিংবা বহুমাস পর হল থেকে ফিরে এসে একটা ছেলে আবারো ফিরে পায় একসাথে হারানো বন্ধুদের চাঁনরাতের আড্ডায়.. খুঁজে পায় আবারো সেই রেললাইনের বিকাল বন্ধুদের.. ভৈরবের এই মরা বাকের ব্রীজে হাসিখুশিতে জড়ো হয় কি এক সুখ সবাইকে পেয়ে!

আমার কাছে ঈদ মানে সেই বড় ভাই যে নিজে কিছু না নিয়ে ছোটভাইকে নিয়ে যায় শপিংমলের ঘোরার সময় বুঝতেছে বাবা আত্নত্যাগে কেমন আনন্দ পান। আমার কাছে ঈদ মানে প্রিয়জনকে চাঁনরাতে এক পলক ভীষণ ভীড়ের মাঝে খুঁজে পাওয়া। প্রেয়সী মাকে নিয়ে ঘরে ফিরে যাচ্ছে সাথে নতুন জামা আর মেহেদী.. কি সুন্দর!) আমার কাছে ঈদ মানে টের পাওয়া প্রিয় মানুষের হৃদয় বুকে জড়ানোর আলিঙ্গনে কি এক সুখ। হাসিবুর রহমান, শিক্ষার্থী, বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

লেখা: বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।