উচ্ছ্বাস-উৎকণ্ঠায় চবির ডি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত

রেফায়েত উল্যাহ রুপক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ডি ইউনিটের ভর্তি পরীক্ষা দুই শিফটে অনুষ্ঠিত হয়েছে আজ। দিনের প্রথম শিফটে মোট পরীক্ষার্থী ছিল ১৬ হাজার ৩৯৩ জন, উপস্থিত ছিল ১৩ হাজার ৩৮১জন। আর অনুপস্থিত ছিল ৩ হাজার ১২জন অর্থাৎ মোট পরীক্ষার্থীর ৮১.৬৩ শতাংশ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।

দিনের দ্বিতীয় শিফটে মোট পরীক্ষার্থী ছিল ১৬ হাজার ৩৯৩ জন, উপস্থিত ছিল ১৩ হাজার ৩০৬ জন। আর অনুপস্থিত ছিল ৩ হাজার ৮৭ জন অর্থাৎ মোট পরীক্ষার্থীর ৮১.১৭ শতাংশ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।

এই ইউনিটে মূলত বিভাগ পরিবর্তনের সুযোগ থাকায় সবাই পরীক্ষায় অংশগ্রহণ করতে চায়, মানবিক বিভাগের শিক্ষার্থীরা সামাজিক বিজ্ঞান, ব্যবসা শিক্ষা, এবং জীববিজ্ঞান অনুষদের মনোবিজ্ঞান এবং ভূগোল ও পরিবেশ বিদ্যা, বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা সামাজিক বিজ্ঞান ও ব্যবসা শিক্ষা অনুষদভুক্ত বিষয়সমূহ, এবং কমার্সের শিক্ষার্থীরা সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত বিষয়গুলো পড়ার সুযোগ পান।

ডি ইউনিটের ভর্তি পরীক্ষা নিয়ে পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে উচ্ছ্বাস-উদ্দীপনা দেখা গেলেও সিট স্বল্পতা ও তীব্র প্রতিযোগিতা নিয়ে উৎকণ্ঠাও পরিলক্ষিত হয়।

ইবিহো/এসএস

উচ্ছ্বাস-উৎকণ্ঠায় চবির ডি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত

রেফায়েত উল্যাহ রুপক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ডি ইউনিটের ভর্তি পরীক্ষা দুই শিফটে অনুষ্ঠিত হয়েছে আজ। দিনের প্রথম শিফটে মোট পরীক্ষার্থী ছিল ১৬ হাজার ৩৯৩ জন, উপস্থিত ছিল ১৩ হাজার ৩৮১জন। আর অনুপস্থিত ছিল ৩ হাজার ১২জন অর্থাৎ মোট পরীক্ষার্থীর ৮১.৬৩ শতাংশ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।

দিনের দ্বিতীয় শিফটে মোট পরীক্ষার্থী ছিল ১৬ হাজার ৩৯৩ জন, উপস্থিত ছিল ১৩ হাজার ৩০৬ জন। আর অনুপস্থিত ছিল ৩ হাজার ৮৭ জন অর্থাৎ মোট পরীক্ষার্থীর ৮১.১৭ শতাংশ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।

এই ইউনিটে মূলত বিভাগ পরিবর্তনের সুযোগ থাকায় সবাই পরীক্ষায় অংশগ্রহণ করতে চায়, মানবিক বিভাগের শিক্ষার্থীরা সামাজিক বিজ্ঞান, ব্যবসা শিক্ষা, এবং জীববিজ্ঞান অনুষদের মনোবিজ্ঞান এবং ভূগোল ও পরিবেশ বিদ্যা, বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা সামাজিক বিজ্ঞান ও ব্যবসা শিক্ষা অনুষদভুক্ত বিষয়সমূহ, এবং কমার্সের শিক্ষার্থীরা সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত বিষয়গুলো পড়ার সুযোগ পান।

ডি ইউনিটের ভর্তি পরীক্ষা নিয়ে পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে উচ্ছ্বাস-উদ্দীপনা দেখা গেলেও সিট স্বল্পতা ও তীব্র প্রতিযোগিতা নিয়ে উৎকণ্ঠাও পরিলক্ষিত হয়।

ইবিহো/এসএস