এআই প্রেজেন্টার নিয়ে আসলো খুবির সাংবাদিকতা ডিসিপ্লিন

প্রভাতী দাস

সংবাদ উপস্থাপনায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে প্রবেশ করলো খুলনা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিন।

এআই অ্যাভাটার ‘খুশি’ সম্প্রতি বাংলাদেশে ঘটে যাওয়া একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনার সংবাদ পাঠ করেন। ৪৫ সেকেন্ডের এই ভিডিওতে, অ্যাভাটারটি নিজের পরিচয় দিয়ে পুরো সময় বাংলায় সংবাদ পাঠ করেন। খুলনা বিশ্ববিদ্যালয়ের সংক্ষিপ্ত রূপ- ‘খুবি’ নামটি সাথে মিল রেখে: এআই প্রেজেন্টারের নামকরণ করা হয়েছে ‘খুশি’।

ডিসিপ্লিনের পক্ষে এআই স্টুডিও এর সহযোগিতায় পরীক্ষামূলকভাবে সংবাদটি ডেভেলপ করেছেন সহকারী অধ্যাপক মো. উজ্জ্বল তালুকদার।

এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, প্রযুক্তির ক্রমবর্ধমান পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিতে হলে মিডিয়া ইন্ডাস্ট্রিকেও এসব বিষয়গুলো গ্রহণ করতে হবে। সংবাদটি আমি ডেভেলপ করেছি। অ্যাভাটার ও ভয়েচের জন্য বিভিন্ন ওয়েবসাইটের সহযোগিতা নেওয়া হয়েছে। মূলত এআই নিয়ে সবাইকে উৎসাহ দিতে ও খুলনা বিশ্ববিদ্যালয়ও এআই এর জন্য প্রস্তুত সেটা জানাতে এমন উদ্যোগ।

এই কাজে ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মো: শরিফুল ইসলামের উৎসাহ ও সহযোগিতা ছিল।

ইবিহো/এসএস

এআই প্রেজেন্টার নিয়ে আসলো খুবির সাংবাদিকতা ডিসিপ্লিন

প্রভাতী দাস

সংবাদ উপস্থাপনায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে প্রবেশ করলো খুলনা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিন।

এআই অ্যাভাটার ‘খুশি’ সম্প্রতি বাংলাদেশে ঘটে যাওয়া একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনার সংবাদ পাঠ করেন। ৪৫ সেকেন্ডের এই ভিডিওতে, অ্যাভাটারটি নিজের পরিচয় দিয়ে পুরো সময় বাংলায় সংবাদ পাঠ করেন। খুলনা বিশ্ববিদ্যালয়ের সংক্ষিপ্ত রূপ- ‘খুবি’ নামটি সাথে মিল রেখে: এআই প্রেজেন্টারের নামকরণ করা হয়েছে ‘খুশি’।

ডিসিপ্লিনের পক্ষে এআই স্টুডিও এর সহযোগিতায় পরীক্ষামূলকভাবে সংবাদটি ডেভেলপ করেছেন সহকারী অধ্যাপক মো. উজ্জ্বল তালুকদার।

এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, প্রযুক্তির ক্রমবর্ধমান পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিতে হলে মিডিয়া ইন্ডাস্ট্রিকেও এসব বিষয়গুলো গ্রহণ করতে হবে। সংবাদটি আমি ডেভেলপ করেছি। অ্যাভাটার ও ভয়েচের জন্য বিভিন্ন ওয়েবসাইটের সহযোগিতা নেওয়া হয়েছে। মূলত এআই নিয়ে সবাইকে উৎসাহ দিতে ও খুলনা বিশ্ববিদ্যালয়ও এআই এর জন্য প্রস্তুত সেটা জানাতে এমন উদ্যোগ।

এই কাজে ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মো: শরিফুল ইসলামের উৎসাহ ও সহযোগিতা ছিল।

ইবিহো/এসএস