ওবামা ফাউন্ডেশনের স্কলারস বৃত্তি

আবেদনের শেষ তারিখ: ১৯ জানুয়ারি

ওবামা ফাউন্ডেশন ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্কলারস প্রোগ্রামের আওতায় বৃত্তির জন্য আবেদন গ্রহণ শুরু করেছে।

প্রোগ্রামের মেয়াদ:

এক বছর। যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া ইউনিভার্সিটি ও ইউনিভার্সিটি অব শিকাগোতে বাংলাদেশসহ বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এ সুযোগ পাবেন।

আবেদনের যোগ্যতা:

  • বয়সসীমা ২৬ থেকে ৪৫ বছর।
  • নিজ সম্প্রদায়, দেশে কোনো কাজে নেতৃত্ব দেওয়ার জন্য প্রতিশ্রুতি থাকতে হবে।
  • ইংরেজিতে সাবলীলভাবে লিখতে, পড়তে ও কথা বলার দক্ষতা থাকতে হবে।
  • এর মধ্যে গত পাঁচ বছরে টোফেল (আইবিটি) স্কোর ১০০, টোফেল (বিবিটি) স্কোর ৬০০, আইইএলটিএস ৭.০ পিটিই একাডেমিক ৬৮ ও ডুয়োলিঙ্গোতে ১২০ স্কোর থাকতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্র:

  • সিভি
  • সব ধরনের একাডেমিক কাগজপত্র
  • ন্যূনতম ৫ মিনিটের ব্যক্তিগত ভিডিও স্টেটমেন্ট
  • ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট স্কোর
  • দুটি রিকমেন্ডেশন লেটার (শিক্ষক, সহকর্মী বা সমাজসেবকের কাছ থেকে)।

সুযোগ–সুবিধা:

  • নিউইয়র্ক সিটিতে থাকার জন্য মাসিক উপবৃত্তি
  • বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি একটি সজ্জিত অ্যাপাট৴মেন্ট
  • কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে চারটি কোর্স পর্যন্ত সব টিউশন ফ্রি
  • ভার্চ্যুয়াল সেশন
  • নিজ দেশ থেকে যুক্তরাষ্ট্রে যাতায়াতে বিমানভাড়া ফ্রি
  • প্রোগ্রাম–সম্পকি৴ত কোনো কাজে যাওয়ার জন্য যাতায়াত খরচ।

আবেদনের শেষ তারিখ: ১৯ জানুয়ারি ২০২৩

বিস্তারিত জানতে ওয়াবসাইট:  obama.org/scholars/

ওবামা ফাউন্ডেশনের স্কলারস বৃত্তি

আবেদনের শেষ তারিখ: ১৯ জানুয়ারি

ওবামা ফাউন্ডেশন ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্কলারস প্রোগ্রামের আওতায় বৃত্তির জন্য আবেদন গ্রহণ শুরু করেছে।

প্রোগ্রামের মেয়াদ:

এক বছর। যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া ইউনিভার্সিটি ও ইউনিভার্সিটি অব শিকাগোতে বাংলাদেশসহ বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এ সুযোগ পাবেন।

আবেদনের যোগ্যতা:

  • বয়সসীমা ২৬ থেকে ৪৫ বছর।
  • নিজ সম্প্রদায়, দেশে কোনো কাজে নেতৃত্ব দেওয়ার জন্য প্রতিশ্রুতি থাকতে হবে।
  • ইংরেজিতে সাবলীলভাবে লিখতে, পড়তে ও কথা বলার দক্ষতা থাকতে হবে।
  • এর মধ্যে গত পাঁচ বছরে টোফেল (আইবিটি) স্কোর ১০০, টোফেল (বিবিটি) স্কোর ৬০০, আইইএলটিএস ৭.০ পিটিই একাডেমিক ৬৮ ও ডুয়োলিঙ্গোতে ১২০ স্কোর থাকতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্র:

  • সিভি
  • সব ধরনের একাডেমিক কাগজপত্র
  • ন্যূনতম ৫ মিনিটের ব্যক্তিগত ভিডিও স্টেটমেন্ট
  • ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট স্কোর
  • দুটি রিকমেন্ডেশন লেটার (শিক্ষক, সহকর্মী বা সমাজসেবকের কাছ থেকে)।

সুযোগ–সুবিধা:

  • নিউইয়র্ক সিটিতে থাকার জন্য মাসিক উপবৃত্তি
  • বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি একটি সজ্জিত অ্যাপাট৴মেন্ট
  • কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে চারটি কোর্স পর্যন্ত সব টিউশন ফ্রি
  • ভার্চ্যুয়াল সেশন
  • নিজ দেশ থেকে যুক্তরাষ্ট্রে যাতায়াতে বিমানভাড়া ফ্রি
  • প্রোগ্রাম–সম্পকি৴ত কোনো কাজে যাওয়ার জন্য যাতায়াত খরচ।

আবেদনের শেষ তারিখ: ১৯ জানুয়ারি ২০২৩

বিস্তারিত জানতে ওয়াবসাইট:  obama.org/scholars/