কিউএস র‌্যাঙ্কিং : গবেষণায় ২ পেয়েও সেরা ৬০০-তে ঢাবি

কালবেলা প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডসের (কিউএস) ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং সাসটেইনিবিলিটি-২০২৩ প্রকাশিত হয়েছে। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অবস্থান ৫৫১-৬০০ এর মধ্যে। আর ৬০০+ অবস্থানে আছে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট)। গতকাল বুধবার এই র‌্যাঙ্কিং প্রকাশিত হয়।

র‌্যাঙ্কিং ঘেঁটে দেখা যায়, ১০০ নম্বরের সাসটেইনেবল ইন্সটিটিউশনসে ২৯.৭, সাসটেইনেবল এডুকেশনে ১০০ এর মধ্যে ৩৭ ও সাসটেইনেবল রিসার্চে ১০০ এর মধ্যে ২ পেয়ে ঢাবি আছে ৫৫১-৬০০ তম অবস্থানে। অন্যদিকে একই ক্যাটাগরিগুলোতে যথাক্রমে ৭.৮, ৩০.৫ ও ৩.৫ পেয়ে ৬০০+ অবস্থানে আছে বুয়েট।এবারের তালিকায় সাসটেইনেবল ইন্সটিটিউশনসে ১০০, সাসটেইনেবল এডুকেশনে ১০০ ও সাসটেইনেবল রিসার্চে ৯৩ দশমিক ৯ পেয়ে সবার ওপরে আছে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলে। তিন ক্যাটাগরিতে ৮৮ দশমিক ১, ৯৩ দশমিক ৬ ও ৯২ দশমিক ২ পেয়ে কানাডার ইউনিভার্সিটি অফ টরেন্টো দ্বিতীয় এবং ৮৪ দশমিক ৭, ৯১ দশমিক ৭ ও ৯২ দশমিক ৫ পেয়ে ইউনিভার্সিটি অব ব্রিটিশ ক্যালিফোর্নিয়া তৃতীয় অবস্থানে আছে।

কিউএস র‌্যাঙ্কিং : গবেষণায় ২ পেয়েও সেরা ৬০০-তে ঢাবি

কালবেলা প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডসের (কিউএস) ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং সাসটেইনিবিলিটি-২০২৩ প্রকাশিত হয়েছে। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অবস্থান ৫৫১-৬০০ এর মধ্যে। আর ৬০০+ অবস্থানে আছে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট)। গতকাল বুধবার এই র‌্যাঙ্কিং প্রকাশিত হয়।

র‌্যাঙ্কিং ঘেঁটে দেখা যায়, ১০০ নম্বরের সাসটেইনেবল ইন্সটিটিউশনসে ২৯.৭, সাসটেইনেবল এডুকেশনে ১০০ এর মধ্যে ৩৭ ও সাসটেইনেবল রিসার্চে ১০০ এর মধ্যে ২ পেয়ে ঢাবি আছে ৫৫১-৬০০ তম অবস্থানে। অন্যদিকে একই ক্যাটাগরিগুলোতে যথাক্রমে ৭.৮, ৩০.৫ ও ৩.৫ পেয়ে ৬০০+ অবস্থানে আছে বুয়েট।এবারের তালিকায় সাসটেইনেবল ইন্সটিটিউশনসে ১০০, সাসটেইনেবল এডুকেশনে ১০০ ও সাসটেইনেবল রিসার্চে ৯৩ দশমিক ৯ পেয়ে সবার ওপরে আছে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলে। তিন ক্যাটাগরিতে ৮৮ দশমিক ১, ৯৩ দশমিক ৬ ও ৯২ দশমিক ২ পেয়ে কানাডার ইউনিভার্সিটি অফ টরেন্টো দ্বিতীয় এবং ৮৪ দশমিক ৭, ৯১ দশমিক ৭ ও ৯২ দশমিক ৫ পেয়ে ইউনিভার্সিটি অব ব্রিটিশ ক্যালিফোর্নিয়া তৃতীয় অবস্থানে আছে।