গান-আড্ডায় চবিয়ানদের স্মৃতি রোমন্থন

রেফায়েত উল্যাহ রুপক

প্রাকৃতিক সৌন্দর্যের স্বর্গভূমি পাহাড়-ঝর্ণা আর সবুজের অনুপম মিতালীর ক্যাম্পাস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নানা কারনেই সারাদেশে পরিচিত। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাথে মিশে আছে গান আর আড্ডার ঐতিহ্যও। চবি শাটলের বগিতে বগিতে গান গাওয়ার রেওয়াজ পুরোনো। চবি ঝুপড়িগুলোতেও শুনতে পাওয়া যায় গানের মিহি মধুর সুর।

সন্ধ্যা নামলেই বিশ্ববিদ্যালয়ের রেলওয়ে স্টেশন পরিনত হয় লোকে -লোকারণ্যে। আড্ডায় আর গানে মেতে উঠে শিক্ষার্থীরা। এছাড়া জিরো পয়েন্ট, শহীদ মিনার, কেন্দ্রীয় খেলার মাঠেও গান আড্ডায় মেতে উঠতে দেখা যায় চবিয়ানদের। তেমনি বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের একদল শিক্ষার্থীদের দেখা গিয়েছে কেন্দ্রীয় খেলার মাঠে গান আড্ডায় স্মৃতিরোমন্থনে মেতে উঠতে। এতে বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের থেকে শুরু করে ২০২০-২১ শিক্ষাবর্ষের প্রায় ৪০ জন শিক্ষার্থী অংশ নেয়।

আড্ডায় অংশ নেওয়া ২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো.রিয়াদ গাজী বলেন,ডিপার্টমেন্টের সিনিয়রদের সাথে আড্ডা -গানে আর পুরোনো স্মৃতি, অভিজ্ঞতার কথাগুলো শুনে অনেক ভালো লেগেছে। এটা আমাদের পরিবারের মতো, এখানে মনে হয়েছে যেন পরিবারের সবাই আড্ডায় মেতে উঠেছি।

২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তানভীর আহম্মেদ রোমানি বলেন, এখানে মনোবিজ্ঞান বিভাগের ১১ তম ব্যাচের থেকে ১৬ তম ব্যাচের আমার সিনিয়ররা, বন্ধুরা, জুনিয়ররা আছে। মূলত আমাদের ১৫-১৬ শিক্ষাবর্ষের বিশাল সাহা ভাই স্কলারশিপ নিয়ে বাইরে চলে যাবে তাই উনার উদ্যোগে এ আড্ডা একটি মিলনমেলায় পরিনত হয়েছে। গান আড্ডায় আর খাওয়া দাওয়ায় মনে হয়েছে যেন নিজের পরিবারের সবার সাথে দেখা হয়েছে।

ইবিহো/এসএস

গান-আড্ডায় চবিয়ানদের স্মৃতি রোমন্থন

রেফায়েত উল্যাহ রুপক

প্রাকৃতিক সৌন্দর্যের স্বর্গভূমি পাহাড়-ঝর্ণা আর সবুজের অনুপম মিতালীর ক্যাম্পাস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নানা কারনেই সারাদেশে পরিচিত। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাথে মিশে আছে গান আর আড্ডার ঐতিহ্যও। চবি শাটলের বগিতে বগিতে গান গাওয়ার রেওয়াজ পুরোনো। চবি ঝুপড়িগুলোতেও শুনতে পাওয়া যায় গানের মিহি মধুর সুর।

সন্ধ্যা নামলেই বিশ্ববিদ্যালয়ের রেলওয়ে স্টেশন পরিনত হয় লোকে -লোকারণ্যে। আড্ডায় আর গানে মেতে উঠে শিক্ষার্থীরা। এছাড়া জিরো পয়েন্ট, শহীদ মিনার, কেন্দ্রীয় খেলার মাঠেও গান আড্ডায় মেতে উঠতে দেখা যায় চবিয়ানদের। তেমনি বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের একদল শিক্ষার্থীদের দেখা গিয়েছে কেন্দ্রীয় খেলার মাঠে গান আড্ডায় স্মৃতিরোমন্থনে মেতে উঠতে। এতে বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের থেকে শুরু করে ২০২০-২১ শিক্ষাবর্ষের প্রায় ৪০ জন শিক্ষার্থী অংশ নেয়।

আড্ডায় অংশ নেওয়া ২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো.রিয়াদ গাজী বলেন,ডিপার্টমেন্টের সিনিয়রদের সাথে আড্ডা -গানে আর পুরোনো স্মৃতি, অভিজ্ঞতার কথাগুলো শুনে অনেক ভালো লেগেছে। এটা আমাদের পরিবারের মতো, এখানে মনে হয়েছে যেন পরিবারের সবাই আড্ডায় মেতে উঠেছি।

২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তানভীর আহম্মেদ রোমানি বলেন, এখানে মনোবিজ্ঞান বিভাগের ১১ তম ব্যাচের থেকে ১৬ তম ব্যাচের আমার সিনিয়ররা, বন্ধুরা, জুনিয়ররা আছে। মূলত আমাদের ১৫-১৬ শিক্ষাবর্ষের বিশাল সাহা ভাই স্কলারশিপ নিয়ে বাইরে চলে যাবে তাই উনার উদ্যোগে এ আড্ডা একটি মিলনমেলায় পরিনত হয়েছে। গান আড্ডায় আর খাওয়া দাওয়ায় মনে হয়েছে যেন নিজের পরিবারের সবার সাথে দেখা হয়েছে।

ইবিহো/এসএস