গুচ্ছভর্তি: হাবিপ্রবিতে পরীক্ষা দিচ্ছেন কতজন?

নাঈম ইসলাম সংগ্রাম

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

আগামী ২০ মে থেকে তৃতীয়বারের মতো শুরু হতে যাচ্ছে গুচ্ছ ভর্তি পরীক্ষা। ২০২২-২৩ সেশনে দেশের ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এ ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছে। এবারের ভর্তি পরীক্ষায় ‘বি’, ‘সি’ ও ‘এ’ তিনটি ইউনিটে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষায় বসবে ১০ হাজার ২০১ জন শিক্ষার্থী।

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে হাবিপ্রবিতে ‘বি’ ইউনিটে ৩ হাজার ৬৮০ জন, ‘সি’ ইউনিটে ১ হাজার ৭৯ জন ও ‘এ’ ইউনিটে ৫ হাজার ৪৪২ জন শিক্ষার্থী অংশ নিবে। তিন ইউনিটের ভর্তি পরীক্ষা ক্যাম্পাসের অভ্যন্তরীণ একাডেমিক ভবনগুলোতে নেওয়া হবে।

সার্বিক বিষয় নিয়ে হাবিপ্রবি ভর্তি কমিটি-২০২৩ এর সচিব ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. সাইফুর রহমান বলেন, ইতিমধ্যে আমাদের ভর্তি কমিটির সদস্যদের নিয়ে বিভিন্ন উপকমিটি গঠন করা হয়েছে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় সকল কাজ সুন্দরভাবে করার লক্ষ্যে সকল উপকমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে। এবং সে অনুযায়ী নিজেদের কাজ শুরু করে দিয়েছে কমিটিগুলো। এছাড়াও ভর্তি পরীক্ষায় যাতে কোনো জটিলতা তৈরি না হয, আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে বিঘ্নিত না হয়, এজন্য সংশ্লিষ্ট সকল দপ্তরকে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য চিঠি পাঠিয়েছি।

উল্লেখ্য, আগামী ২০ মে ‘বি’ ইউনিটের, ২৭ মে ‘সি’ ইউনিটের এবং ৩ জুন ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা দেশের বিভিন্ন কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে। এবার দেশের ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশ নিতে ‘বি’ (মানবিক) ইউনিটে ৯৬ হাজার ৪৩৪ জন, ‘সি’ (বাণিজ্য) ইউনিটে ৩৯ হাজার ৮৬৪ এবং ‘এ’ (বিজ্ঞান) ইউনিটে ১ লাখ ৬৬ হাজার ৯৩৩ জন শিক্ষার্থী আবেদন করেছে।

ইবিহো/এসএস

গুচ্ছভর্তি: হাবিপ্রবিতে পরীক্ষা দিচ্ছেন কতজন?

নাঈম ইসলাম সংগ্রাম

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

আগামী ২০ মে থেকে তৃতীয়বারের মতো শুরু হতে যাচ্ছে গুচ্ছ ভর্তি পরীক্ষা। ২০২২-২৩ সেশনে দেশের ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এ ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছে। এবারের ভর্তি পরীক্ষায় ‘বি’, ‘সি’ ও ‘এ’ তিনটি ইউনিটে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষায় বসবে ১০ হাজার ২০১ জন শিক্ষার্থী।

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে হাবিপ্রবিতে ‘বি’ ইউনিটে ৩ হাজার ৬৮০ জন, ‘সি’ ইউনিটে ১ হাজার ৭৯ জন ও ‘এ’ ইউনিটে ৫ হাজার ৪৪২ জন শিক্ষার্থী অংশ নিবে। তিন ইউনিটের ভর্তি পরীক্ষা ক্যাম্পাসের অভ্যন্তরীণ একাডেমিক ভবনগুলোতে নেওয়া হবে।

সার্বিক বিষয় নিয়ে হাবিপ্রবি ভর্তি কমিটি-২০২৩ এর সচিব ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. সাইফুর রহমান বলেন, ইতিমধ্যে আমাদের ভর্তি কমিটির সদস্যদের নিয়ে বিভিন্ন উপকমিটি গঠন করা হয়েছে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় সকল কাজ সুন্দরভাবে করার লক্ষ্যে সকল উপকমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে। এবং সে অনুযায়ী নিজেদের কাজ শুরু করে দিয়েছে কমিটিগুলো। এছাড়াও ভর্তি পরীক্ষায় যাতে কোনো জটিলতা তৈরি না হয, আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে বিঘ্নিত না হয়, এজন্য সংশ্লিষ্ট সকল দপ্তরকে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য চিঠি পাঠিয়েছি।

উল্লেখ্য, আগামী ২০ মে ‘বি’ ইউনিটের, ২৭ মে ‘সি’ ইউনিটের এবং ৩ জুন ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা দেশের বিভিন্ন কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে। এবার দেশের ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশ নিতে ‘বি’ (মানবিক) ইউনিটে ৯৬ হাজার ৪৩৪ জন, ‘সি’ (বাণিজ্য) ইউনিটে ৩৯ হাজার ৮৬৪ এবং ‘এ’ (বিজ্ঞান) ইউনিটে ১ লাখ ৬৬ হাজার ৯৩৩ জন শিক্ষার্থী আবেদন করেছে।

ইবিহো/এসএস