কুমিল্লা বিশ্ববিদ্যালয়

গুচ্ছের ‘এ’ ইউনিটের পরীক্ষা সম্পন্ন, উপস্থিতি যেমন ছিল

একা তালুকদার

পরীক্ষা দিচ্ছেন শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ মোট ১০টি কেন্দ্রে গুচ্ছ পদ্ধতির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এই পরীক্ষায় উপস্থিতির হার ৯৩.১০ শতাংশ। শনিবার (৩ জুন ) দুপুর ১২টা থেকে এ পরীক্ষা শুরু হয়ে ১টায় শেষ হয়।

পরীক্ষা শেষে বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা কমিটির সূত্রে জানা যায়, মোট ৯ হাজার ৪৫১ জন পরীক্ষার্থীর মধ্যে ৮ হাজার ৭৯৯ জন পরীক্ষার্থী উপস্থিত ছিল। অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ৬৫২ জন। অর্থাৎ উপস্থিতির হার ৯৩.১০ শতাংশ।
কেন্দ্রগুলোতে ঘুরে দেখা যায়, ১০টি কেন্দ্রেই সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে। কেন্দ্রের বাইরে শাখা ছাত্রলীগ ও বিভিন্ন জেলাভিত্তিক ছাত্র সংগঠনগুলোর সহায়তায় পরীক্ষার্থীদের সহযোগিতায় বুথ বসানো হয়। পাশাপাশি ছিল জয় বাংলা বাইক সার্ভিসের ব্যবস্থা। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট ও বিএনসিসি সদস্যদের পরীক্ষার্থীদের সিট খোঁজা সংক্রান্ত সার্বিক সহযোগিতায় তৎপর থাকতে দেখা যায়।

খাদিজা আক্তার স্বপ্না নামে এক পরীক্ষার্থী বলেন, ‘এক্সাম হলে কোন সমস্যা হয়নি। প্রশ্নপত্র স্ট্যান্ডার্ড হয়েছে, তবে ফিজিক্স এর প্রশ্ন গুলো তুলনামূলক কঠিন এসেছে মনে হলো।’

মাশুক রেজা জাহাঙ্গীর নামের আরও এক পরীক্ষার্থী বলেন, হলে ঘড়ি ছিলো না তবে স্যাররা ১৫ মিনিট পরপর ইনফর্ম করে দিয়েছে। ম্যাথ প্রশ্ন একটু কঠিন আসছে এবং ম্যাথের মধ্যে কিছু প্রশ্ন সিলেবাসের বাহির থেকে আসছে তাই একটু হিমশিম খেতে হয়েছে।’

কুবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. খলিফা মোহাম্মদ হেলাল বলেন, ‘আমাদের সকল ধরনের প্রস্তুতি নেওয়া ছিল। তাই কোন সমস্যা হয়নি। সবগুলো কেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার ছিল, সব মিলিয়ে সুষ্ঠু ভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে। কোনো কেন্দ্র থেকে কোনো প্রকার অভিযোগ আসেনি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএফএম আবদুল মঈন বলেন, ‘পরীক্ষার্থীদের নিরাপত্তা ও নির্বিঘ্নে পরীক্ষা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে ফায়ার সার্ভিসের আগাম ব্যবস্থাও করা হয়েছে। সর্বোপরি, সুষ্ঠুভাবে আজকের পরীক্ষা সম্পন্ন হয়েছে।’

ইবিহো/এসএস

কুমিল্লা বিশ্ববিদ্যালয়

গুচ্ছের ‘এ’ ইউনিটের পরীক্ষা সম্পন্ন, উপস্থিতি যেমন ছিল

একা তালুকদার

পরীক্ষা দিচ্ছেন শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ মোট ১০টি কেন্দ্রে গুচ্ছ পদ্ধতির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এই পরীক্ষায় উপস্থিতির হার ৯৩.১০ শতাংশ। শনিবার (৩ জুন ) দুপুর ১২টা থেকে এ পরীক্ষা শুরু হয়ে ১টায় শেষ হয়।

পরীক্ষা শেষে বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা কমিটির সূত্রে জানা যায়, মোট ৯ হাজার ৪৫১ জন পরীক্ষার্থীর মধ্যে ৮ হাজার ৭৯৯ জন পরীক্ষার্থী উপস্থিত ছিল। অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ৬৫২ জন। অর্থাৎ উপস্থিতির হার ৯৩.১০ শতাংশ।
কেন্দ্রগুলোতে ঘুরে দেখা যায়, ১০টি কেন্দ্রেই সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে। কেন্দ্রের বাইরে শাখা ছাত্রলীগ ও বিভিন্ন জেলাভিত্তিক ছাত্র সংগঠনগুলোর সহায়তায় পরীক্ষার্থীদের সহযোগিতায় বুথ বসানো হয়। পাশাপাশি ছিল জয় বাংলা বাইক সার্ভিসের ব্যবস্থা। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট ও বিএনসিসি সদস্যদের পরীক্ষার্থীদের সিট খোঁজা সংক্রান্ত সার্বিক সহযোগিতায় তৎপর থাকতে দেখা যায়।

খাদিজা আক্তার স্বপ্না নামে এক পরীক্ষার্থী বলেন, ‘এক্সাম হলে কোন সমস্যা হয়নি। প্রশ্নপত্র স্ট্যান্ডার্ড হয়েছে, তবে ফিজিক্স এর প্রশ্ন গুলো তুলনামূলক কঠিন এসেছে মনে হলো।’

মাশুক রেজা জাহাঙ্গীর নামের আরও এক পরীক্ষার্থী বলেন, হলে ঘড়ি ছিলো না তবে স্যাররা ১৫ মিনিট পরপর ইনফর্ম করে দিয়েছে। ম্যাথ প্রশ্ন একটু কঠিন আসছে এবং ম্যাথের মধ্যে কিছু প্রশ্ন সিলেবাসের বাহির থেকে আসছে তাই একটু হিমশিম খেতে হয়েছে।’

কুবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. খলিফা মোহাম্মদ হেলাল বলেন, ‘আমাদের সকল ধরনের প্রস্তুতি নেওয়া ছিল। তাই কোন সমস্যা হয়নি। সবগুলো কেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার ছিল, সব মিলিয়ে সুষ্ঠু ভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে। কোনো কেন্দ্র থেকে কোনো প্রকার অভিযোগ আসেনি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএফএম আবদুল মঈন বলেন, ‘পরীক্ষার্থীদের নিরাপত্তা ও নির্বিঘ্নে পরীক্ষা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে ফায়ার সার্ভিসের আগাম ব্যবস্থাও করা হয়েছে। সর্বোপরি, সুষ্ঠুভাবে আজকের পরীক্ষা সম্পন্ন হয়েছে।’

ইবিহো/এসএস