গোল্ডেন জিপিএ ৫ পেয়েছে অদম্য জারিন

জন্মের পরপরই যখন মাত্র তিন মাস বয়স তখন বাবাকে হারান জারিন। তার বাবা মোরশেদুল হাই মুন্নাকে ২০০৬ সালের ২০ ফেব্রুয়ারি ফেনীর ছাগলনাইয়া বাজারে দুর্বৃত্তরা হত্যা করে।

এমন পরিস্থিতিতে জারিন যাতে কোনো বাধাবিঘ্ন ছাড়াই সুষ্ঠুভাবে বেড়ে উঠতে পারেন সে জন্য তার মা রাশেদা আখতার নিজের জীবন উৎসর্গ করেন। দৃঢ়প্রত্যয়ী এই নারী তার মেয়ে যাতে বাবার শূন্যতা অনুভব করতে না পারে সে জন্য একই সঙ্গে জারিনের বাবার ভূমিকায়ও অবতীর্ণ হন। চলতি বছরের এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ ৫ পেয়েছেন অদম্য জারিন। এই সাফল্যের প্রতিদানে তিনি কিছুই চান না, শুধু তিনি ও তার মা যাতে জীবনে চলার পথে এগিয়ে যেতে পারেন সে জন্য সবার দোয়া চান। বিজ্ঞপ্তি

গোল্ডেন জিপিএ ৫ পেয়েছে অদম্য জারিন

জন্মের পরপরই যখন মাত্র তিন মাস বয়স তখন বাবাকে হারান জারিন। তার বাবা মোরশেদুল হাই মুন্নাকে ২০০৬ সালের ২০ ফেব্রুয়ারি ফেনীর ছাগলনাইয়া বাজারে দুর্বৃত্তরা হত্যা করে।

এমন পরিস্থিতিতে জারিন যাতে কোনো বাধাবিঘ্ন ছাড়াই সুষ্ঠুভাবে বেড়ে উঠতে পারেন সে জন্য তার মা রাশেদা আখতার নিজের জীবন উৎসর্গ করেন। দৃঢ়প্রত্যয়ী এই নারী তার মেয়ে যাতে বাবার শূন্যতা অনুভব করতে না পারে সে জন্য একই সঙ্গে জারিনের বাবার ভূমিকায়ও অবতীর্ণ হন। চলতি বছরের এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ ৫ পেয়েছেন অদম্য জারিন। এই সাফল্যের প্রতিদানে তিনি কিছুই চান না, শুধু তিনি ও তার মা যাতে জীবনে চলার পথে এগিয়ে যেতে পারেন সে জন্য সবার দোয়া চান। বিজ্ঞপ্তি