চট্টগ্রামে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুরের ঘটনায় হাবিপ্রবি  শিক্ষক ফোরামের মানববন্ধন

নাঈম ইসলাম সংগ্রাম

চট্টগ্রামে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুরের ঘটনায় হাবিপ্রবি শিক্ষক ফোরামের মানববন্ধন করেছে। 

চট্টগ্রামে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুরের ঘটনায় প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষকদের একাংশের সংগঠন হাবিপ্রবি প্রগতিশীল শিক্ষক ফোরাম।

সোমবার (১৯ জুন) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের মুল ফটকের সামনে ঢাকা-দিনাজপুর মহাসড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন প্রগতিশীল শিক্ষক ফোরাম। এসময় প্রগতিশীল শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ড. বলরাম রায় এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এসএম হারুন-অর-রশীদসহ প্রগতিশীল শিক্ষক ফোরামের সকল শিক্ষক উপস্থিত ছিলেন।

এ সময় প্রগতিশীল শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এসএম হারুন-অর-রশীদ বলেন, বাংলাদেশ হলো সম্প্রীতির দেশ।এখানে সবাই সহাবস্থানের সাথে শান্তিতে বসবাস করেন।বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে সবার মাঝে ছড়িয়ে দিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ম্যুরাল বা ভাঁষ্কর্য স্থাপন করা হয়। এতে শিক্ষার্থীরা বাংলাদেশ রাষ্ট্রের গৌরবময় ইতিহাস সম্পর্কে জানতে পারে। যারা ম্যুরাল ভাঙ্গে তারা দেশের শত্রু, জাতির শত্রু, গণতন্ত্রের শত্রু। তারাই বাংলাদেশের স্বাধীনতা চায়নি। স্বাধীনতাবিরোধী এই শক্তি মাথাচাড়া দিয়ে ওঠার আগেই আমরা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

প্রগতিশীল শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ড. বলরাম রায় বলেন, ১৯৪৮ থেকে ১৯৭১ দীর্ঘ ২৪ বছর বাঙালি জাতির জন্য লড়াই করেছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাঁর এই অনন্য ত্যাগের কথা লেখা থাকে প্রতিটি ভাষ্কর্য, ম্যুরালে। আজ যারা তার ম্যুরালে হাত দিয়েছে, তারা স্বাধীনতাবিরোধী অপশক্তি। তাদেরকে কঠোর হস্তে দমন করতে হবে। তা না হলে এই বাংলাদেশে তারা মাথাচাড়া দিয়ে উঠবে। আমরা চট্টগ্রামে ম্যুরাল ভাঙ্গার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করছি।

উল্লেখ্য, তারুণ্যের সমাবেশে যোগ দিতে আসা বিএনপির অঙ্গসংগঠনের একটি মিছিল থেকে বুধবার (১৪ জুন) চট্টগ্রামের জামালখানে ডা. খাস্তগীর সরকারি বালিকা বিদ্যালয়ের দেওয়ালে টাঙানো ‘মুজিব মানে বাংলাদেশ’ শীর্ষক ম্যুরালটি ভাঙচুর করা হয়।

ইবিহো/এসএস

চট্টগ্রামে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুরের ঘটনায় হাবিপ্রবি  শিক্ষক ফোরামের মানববন্ধন

নাঈম ইসলাম সংগ্রাম

চট্টগ্রামে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুরের ঘটনায় হাবিপ্রবি শিক্ষক ফোরামের মানববন্ধন করেছে। 

চট্টগ্রামে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুরের ঘটনায় প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষকদের একাংশের সংগঠন হাবিপ্রবি প্রগতিশীল শিক্ষক ফোরাম।

সোমবার (১৯ জুন) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের মুল ফটকের সামনে ঢাকা-দিনাজপুর মহাসড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন প্রগতিশীল শিক্ষক ফোরাম। এসময় প্রগতিশীল শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ড. বলরাম রায় এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এসএম হারুন-অর-রশীদসহ প্রগতিশীল শিক্ষক ফোরামের সকল শিক্ষক উপস্থিত ছিলেন।

এ সময় প্রগতিশীল শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এসএম হারুন-অর-রশীদ বলেন, বাংলাদেশ হলো সম্প্রীতির দেশ।এখানে সবাই সহাবস্থানের সাথে শান্তিতে বসবাস করেন।বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে সবার মাঝে ছড়িয়ে দিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ম্যুরাল বা ভাঁষ্কর্য স্থাপন করা হয়। এতে শিক্ষার্থীরা বাংলাদেশ রাষ্ট্রের গৌরবময় ইতিহাস সম্পর্কে জানতে পারে। যারা ম্যুরাল ভাঙ্গে তারা দেশের শত্রু, জাতির শত্রু, গণতন্ত্রের শত্রু। তারাই বাংলাদেশের স্বাধীনতা চায়নি। স্বাধীনতাবিরোধী এই শক্তি মাথাচাড়া দিয়ে ওঠার আগেই আমরা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

প্রগতিশীল শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ড. বলরাম রায় বলেন, ১৯৪৮ থেকে ১৯৭১ দীর্ঘ ২৪ বছর বাঙালি জাতির জন্য লড়াই করেছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাঁর এই অনন্য ত্যাগের কথা লেখা থাকে প্রতিটি ভাষ্কর্য, ম্যুরালে। আজ যারা তার ম্যুরালে হাত দিয়েছে, তারা স্বাধীনতাবিরোধী অপশক্তি। তাদেরকে কঠোর হস্তে দমন করতে হবে। তা না হলে এই বাংলাদেশে তারা মাথাচাড়া দিয়ে উঠবে। আমরা চট্টগ্রামে ম্যুরাল ভাঙ্গার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করছি।

উল্লেখ্য, তারুণ্যের সমাবেশে যোগ দিতে আসা বিএনপির অঙ্গসংগঠনের একটি মিছিল থেকে বুধবার (১৪ জুন) চট্টগ্রামের জামালখানে ডা. খাস্তগীর সরকারি বালিকা বিদ্যালয়ের দেওয়ালে টাঙানো ‘মুজিব মানে বাংলাদেশ’ শীর্ষক ম্যুরালটি ভাঙচুর করা হয়।

ইবিহো/এসএস

ট্যাগ