চট্টগ্রাম: এসএসসির ফলাফলকে চ্যালেঞ্জ করল ১৪ হাজার শিক্ষার্থী

চট্টগ্রাম ব্যুরো

এবারের এসএসসি পরীক্ষায় গত বছরের তুলনায় পাশের হার কমে গেছে চট্টগ্রাম শিক্ষাবোর্ডে। যথারীতি ফলাফলকে চ্যালেঞ্জ করে পুনর্নিরীক্ষণের আবেদন বেশি জমা পড়েছে। গত বছর যেখানে ৭ হাজার ৮২৩টি খাতা পুনর্নিরীক্ষণের আবেদন পড়েছিল, এবার তা বেড়ে ২৮ হাজার ৬০৭টি হয়েছে। এ জন্য ১৪ হাজার ৫২৫ জন শিক্ষার্থী আবেদন করেছে।

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর সূত্রে জানা যায়, এবারের প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলের বিষয়ে পুনঃনিরীক্ষণে সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে ইংরেজি প্রথম পত্রে ৭ হাজার ৪৯৩টি, দ্বিতীয় পত্রে ৪ হাজার ২৮৪টি, গণিতে ৩ হাজার ২৪০টি, বাংলা প্রথম পত্রে ২ হাজার ৪৭৮টি, দ্বিতীয় পত্রে ১ হাজার ৫৬৩টি, ভূগোলে ২৫৬টি, উচ্চতর গণিতে ১ হাজার ৫৭৯টি, কৃষিতে ৩৩৪টি, পদার্থে ১ হাজার ২৪২টি, রসায়নে ১ হাজার ৮৩৪টি, জীববিজ্ঞানে ১ হাজার ৪৩৪টিসহ মোট ২৮ হাজার ৬০৭টি উত্তরপত্র নিরীক্ষণের আবেদন জমা পড়েছে।

পুনর্নিরীক্ষণ বিষয়ে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ দেশ রূপান্তরকে বলেন, ‘পুনর্নিরীক্ষণে উত্তরপত্র কখনো পুনর্মূল্যায়ন করা হয় না। শুধু খাতায় নম্বর গণনায়, নম্বর পেস্টিংয়ে, বৃত্ত ভরাটে কিংবা কোনো প্রশ্নের উত্তর অমূল্যায়িত থাকলে তা মূল্যায়িত করা হয়ে থাকে। আর নিরীক্ষণের ফলাফল ২৪ ডিসেম্বর প্রকাশিত হতে পারে।’

উল্লেখ্য, গত ২৮ নভেম্বর এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের পর টেলিটক মোবাইলের মাধ্যমে ৫ ডিসেম্বর পর্যন্ত পুনঃনিরীক্ষণের আবেদনের সুযোগ ছিল শিক্ষার্থীদের।  আর এতে ১৪ হাজার ৫২৫ জন আবেদন করে। তাদের আবেদনের প্রেক্ষিতে ২৮ হাজার ৬০৭টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণ করতে হবে।

চট্টগ্রাম: এসএসসির ফলাফলকে চ্যালেঞ্জ করল ১৪ হাজার শিক্ষার্থী

চট্টগ্রাম ব্যুরো

এবারের এসএসসি পরীক্ষায় গত বছরের তুলনায় পাশের হার কমে গেছে চট্টগ্রাম শিক্ষাবোর্ডে। যথারীতি ফলাফলকে চ্যালেঞ্জ করে পুনর্নিরীক্ষণের আবেদন বেশি জমা পড়েছে। গত বছর যেখানে ৭ হাজার ৮২৩টি খাতা পুনর্নিরীক্ষণের আবেদন পড়েছিল, এবার তা বেড়ে ২৮ হাজার ৬০৭টি হয়েছে। এ জন্য ১৪ হাজার ৫২৫ জন শিক্ষার্থী আবেদন করেছে।

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর সূত্রে জানা যায়, এবারের প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলের বিষয়ে পুনঃনিরীক্ষণে সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে ইংরেজি প্রথম পত্রে ৭ হাজার ৪৯৩টি, দ্বিতীয় পত্রে ৪ হাজার ২৮৪টি, গণিতে ৩ হাজার ২৪০টি, বাংলা প্রথম পত্রে ২ হাজার ৪৭৮টি, দ্বিতীয় পত্রে ১ হাজার ৫৬৩টি, ভূগোলে ২৫৬টি, উচ্চতর গণিতে ১ হাজার ৫৭৯টি, কৃষিতে ৩৩৪টি, পদার্থে ১ হাজার ২৪২টি, রসায়নে ১ হাজার ৮৩৪টি, জীববিজ্ঞানে ১ হাজার ৪৩৪টিসহ মোট ২৮ হাজার ৬০৭টি উত্তরপত্র নিরীক্ষণের আবেদন জমা পড়েছে।

পুনর্নিরীক্ষণ বিষয়ে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ দেশ রূপান্তরকে বলেন, ‘পুনর্নিরীক্ষণে উত্তরপত্র কখনো পুনর্মূল্যায়ন করা হয় না। শুধু খাতায় নম্বর গণনায়, নম্বর পেস্টিংয়ে, বৃত্ত ভরাটে কিংবা কোনো প্রশ্নের উত্তর অমূল্যায়িত থাকলে তা মূল্যায়িত করা হয়ে থাকে। আর নিরীক্ষণের ফলাফল ২৪ ডিসেম্বর প্রকাশিত হতে পারে।’

উল্লেখ্য, গত ২৮ নভেম্বর এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের পর টেলিটক মোবাইলের মাধ্যমে ৫ ডিসেম্বর পর্যন্ত পুনঃনিরীক্ষণের আবেদনের সুযোগ ছিল শিক্ষার্থীদের।  আর এতে ১৪ হাজার ৫২৫ জন আবেদন করে। তাদের আবেদনের প্রেক্ষিতে ২৮ হাজার ৬০৭টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণ করতে হবে।