চবিতে সাংবাদিক হত্যাচেষ্টা, মামলা করবে প্রশাসন

রেফায়েত উল্যাহ রুপক

চবিতে সাংবাদিক হত্যাচেষ্টায় মানববন্ধন করা হয়েছে। 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্য ও যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী দোস্ত মোহাম্মদের ওপর হামলা ও হত্যাচেষ্টার প্রতিবাদে মঙ্গলবার (২০জুন) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে প্রতিবাদ ও মানববন্ধন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (চবিসাস)।

মানববন্ধনে চবিসাসের সভাপতি মাহবুব এ রহমান ও সাধারণ সম্পাদক ইমাম ইমুসহ সমিতির সদস্য ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এ সময় তাঁরা সাংবাদিক দোস্ত মোহাম্মদের ওপর হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে স্থায়ীভাবে বহিষ্কারের আল্টিমেটাম দেন।

উল্লেখ্য, সোমবার (১৯ জুন) চায়ের দোকানে চেয়ারে বসাকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে ভোক্তভোগী ওই সাংবাদিকের মুখে গরম চা ঢেলে দেন ছাত্রলীগের আইনবিষয়ক সম্পাদক খালেদ মাসুদ। এ সময় সাংবাদিক পরিচয় দিলে উল্টো বেধড়ক পেটে লাথি মারতে থাকেন ঘটনাস্থলে উপস্থিত খালেদ মাসুদ, শাখা ছাত্রলীগের উপদপ্তর সম্পাদক ও সমাজতত্ত্ব বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী আরাফাত রায়হানসহ অন্যান্য ১০-১২ জন ছাত্রলীগকর্মী।

২০১৯ সালে খালেদ মাসুদ অস্ত্র মামলায় গ্রেফতার হয়েছিলেন। তারা সকলেই বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের উপদল সিএফসির সদস্য।

এদিকে সাংবাদিক দোস্ত মোহাম্মদের ওপর বর্বরোচিত হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এই ঘটনার জড়িতদের বিরোদ্ধে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।

মঙ্গলবার (২০ জুন) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে সাংবাদিকদের তোপের মুখে এ কথা বলেন উপাচার্য।

তিনি আরও বলেন, আমি এই হামলার কথা শুনেছি। এই ঘটনা সত্যি নিন্দনীয়। আমরা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আহত শিক্ষার্থীর চিকিৎসায় সর্বোচ্চ সহায়তা করব।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বা নিরাপত্তা দপ্তরের প্রধান বাদী হয়ে মামলা দায়ের করবেন। আর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে বিশ্ববিদ্যালয় থেকে তাদের স্থায়ীভাবে বহিষ্কার করা হবে।

ইবিহো/এসএস

চবিতে সাংবাদিক হত্যাচেষ্টা, মামলা করবে প্রশাসন

রেফায়েত উল্যাহ রুপক

চবিতে সাংবাদিক হত্যাচেষ্টায় মানববন্ধন করা হয়েছে। 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্য ও যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী দোস্ত মোহাম্মদের ওপর হামলা ও হত্যাচেষ্টার প্রতিবাদে মঙ্গলবার (২০জুন) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে প্রতিবাদ ও মানববন্ধন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (চবিসাস)।

মানববন্ধনে চবিসাসের সভাপতি মাহবুব এ রহমান ও সাধারণ সম্পাদক ইমাম ইমুসহ সমিতির সদস্য ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এ সময় তাঁরা সাংবাদিক দোস্ত মোহাম্মদের ওপর হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে স্থায়ীভাবে বহিষ্কারের আল্টিমেটাম দেন।

উল্লেখ্য, সোমবার (১৯ জুন) চায়ের দোকানে চেয়ারে বসাকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে ভোক্তভোগী ওই সাংবাদিকের মুখে গরম চা ঢেলে দেন ছাত্রলীগের আইনবিষয়ক সম্পাদক খালেদ মাসুদ। এ সময় সাংবাদিক পরিচয় দিলে উল্টো বেধড়ক পেটে লাথি মারতে থাকেন ঘটনাস্থলে উপস্থিত খালেদ মাসুদ, শাখা ছাত্রলীগের উপদপ্তর সম্পাদক ও সমাজতত্ত্ব বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী আরাফাত রায়হানসহ অন্যান্য ১০-১২ জন ছাত্রলীগকর্মী।

২০১৯ সালে খালেদ মাসুদ অস্ত্র মামলায় গ্রেফতার হয়েছিলেন। তারা সকলেই বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের উপদল সিএফসির সদস্য।

এদিকে সাংবাদিক দোস্ত মোহাম্মদের ওপর বর্বরোচিত হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এই ঘটনার জড়িতদের বিরোদ্ধে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।

মঙ্গলবার (২০ জুন) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে সাংবাদিকদের তোপের মুখে এ কথা বলেন উপাচার্য।

তিনি আরও বলেন, আমি এই হামলার কথা শুনেছি। এই ঘটনা সত্যি নিন্দনীয়। আমরা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আহত শিক্ষার্থীর চিকিৎসায় সর্বোচ্চ সহায়তা করব।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বা নিরাপত্তা দপ্তরের প্রধান বাদী হয়ে মামলা দায়ের করবেন। আর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে বিশ্ববিদ্যালয় থেকে তাদের স্থায়ীভাবে বহিষ্কার করা হবে।

ইবিহো/এসএস