চবিতে ‘সাহিত্যিক অশোক বড়ুয়া স্মারক বক্তৃতা’

বক্তব্য দিচ্ছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।

শিক্ষা-শিক্ষাঙ্গন ডেস্ক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের উদ্যোগে সাহিত্যিক অশোক বড়ুয়া তৃতীয় স্মারক বক্তৃতা আজ ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।

এতে ‘মৌলাধুনিকতাবাদ: উত্তরাধুনিকতার সীমানা পেরিয়ে’ শিরোনামে স্মারক বক্তৃতা প্রদান করেন বিশিষ্ট কবি বাংলা অ্যাকাডেমির মহাপরিচালক কবি মুহাম্মদ নূরুল হুদা। বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. তাসলিমা বেগমের সভাপতিত্বে এবং উক্ত বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আলীর সঞ্চালনায় এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাহিত্যিক অশোক বড়–য়ার সন্তান রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া এবং সুহৃদ বড়ুয়া। অনুষ্ঠানে সাহিত্যিক অশোক বড়ুয়ার জীবনী পাঠ করেন কবি ইউসুফ মুহম্মদ। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএসটিসি’র সাবেক উপাচার্য অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বড়ুয়া।

বিশ্ববিদ্যালয়ের পাঠানো বিজ্ঞপ্তিতে জানা যায়, উপাচার্য তাঁর বক্তব্যে উপস্থিত সকলকে শুভেচ্ছা জানান এবং সাহিত্যিক অশোক বড়ুয়া স্মারক বক্তৃতা আয়োজন করায় আয়োজকবৃন্দকে ধন্যবাদ জানান। তিনি বলেন, জ্ঞান নির্ভর সমাজ প্রতিষ্ঠায় জ্ঞানী মানুষদের পদাঙ্ক অনুসরণ গুরুত্বপূর্ণ। সাহিত্যিক অশোক বড়ুয়া ছিলেন অত্যন্ত উচুঁমাপের একজন মহৎ মানুষ। তিনি ছিলেন একাধারে কবি, সাহিত্যিক, লেখক, সমাজ সংস্কারক সর্বোপরি একজন সাদা মনের মানুষ। বাংলা সাহিত্যির সকল শাখায় তাঁর ছিল অনবদ্য বিচরণ। এ সকল গুণী মানুষের জীবনী থেকে অনেক কিছু শিক্ষনীয় আছে; যা অনুসরণের মাধ্যমে আলোকিত মানুষ হিসেবে গড়ে ওঠা যায়। এ ধরণের স্মারক বক্তৃতা নিয়মিত অব্যাহত রাখলে শিক্ষার্থীরা শিল্প-সাহিত্য চর্চায় অধিকতর অনুপ্রেরণা পাবে বলে উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন।

স্মারক বক্তৃতা অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, হলসমূহের প্রভোস্ট, বিভাগীয় সভাপতি, ইনস্টিটিউট ও গবেষণা কেন্দ্রের পরিচালকবৃন্দ, শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।

এমবিএইচ/এসএস

 

চবিতে ‘সাহিত্যিক অশোক বড়ুয়া স্মারক বক্তৃতা’

বক্তব্য দিচ্ছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।

শিক্ষা-শিক্ষাঙ্গন ডেস্ক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের উদ্যোগে সাহিত্যিক অশোক বড়ুয়া তৃতীয় স্মারক বক্তৃতা আজ ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।

এতে ‘মৌলাধুনিকতাবাদ: উত্তরাধুনিকতার সীমানা পেরিয়ে’ শিরোনামে স্মারক বক্তৃতা প্রদান করেন বিশিষ্ট কবি বাংলা অ্যাকাডেমির মহাপরিচালক কবি মুহাম্মদ নূরুল হুদা। বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. তাসলিমা বেগমের সভাপতিত্বে এবং উক্ত বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আলীর সঞ্চালনায় এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাহিত্যিক অশোক বড়–য়ার সন্তান রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া এবং সুহৃদ বড়ুয়া। অনুষ্ঠানে সাহিত্যিক অশোক বড়ুয়ার জীবনী পাঠ করেন কবি ইউসুফ মুহম্মদ। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএসটিসি’র সাবেক উপাচার্য অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বড়ুয়া।

বিশ্ববিদ্যালয়ের পাঠানো বিজ্ঞপ্তিতে জানা যায়, উপাচার্য তাঁর বক্তব্যে উপস্থিত সকলকে শুভেচ্ছা জানান এবং সাহিত্যিক অশোক বড়ুয়া স্মারক বক্তৃতা আয়োজন করায় আয়োজকবৃন্দকে ধন্যবাদ জানান। তিনি বলেন, জ্ঞান নির্ভর সমাজ প্রতিষ্ঠায় জ্ঞানী মানুষদের পদাঙ্ক অনুসরণ গুরুত্বপূর্ণ। সাহিত্যিক অশোক বড়ুয়া ছিলেন অত্যন্ত উচুঁমাপের একজন মহৎ মানুষ। তিনি ছিলেন একাধারে কবি, সাহিত্যিক, লেখক, সমাজ সংস্কারক সর্বোপরি একজন সাদা মনের মানুষ। বাংলা সাহিত্যির সকল শাখায় তাঁর ছিল অনবদ্য বিচরণ। এ সকল গুণী মানুষের জীবনী থেকে অনেক কিছু শিক্ষনীয় আছে; যা অনুসরণের মাধ্যমে আলোকিত মানুষ হিসেবে গড়ে ওঠা যায়। এ ধরণের স্মারক বক্তৃতা নিয়মিত অব্যাহত রাখলে শিক্ষার্থীরা শিল্প-সাহিত্য চর্চায় অধিকতর অনুপ্রেরণা পাবে বলে উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন।

স্মারক বক্তৃতা অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, হলসমূহের প্রভোস্ট, বিভাগীয় সভাপতি, ইনস্টিটিউট ও গবেষণা কেন্দ্রের পরিচালকবৃন্দ, শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।

এমবিএইচ/এসএস