চবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

রেফায়েত উল্যাহ রুপক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষে ভর্তি পরীক্ষা পদার্থ বিজ্ঞান, জীববিজ্ঞান, রসায়ন, ইঞ্জিনিয়ারিং ও মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদভুক্ত তথা ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২মার্চ) বেলা ১১টায় পরীক্ষা শুরু হয়ে ১২টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর মধ্যে ১০০ নম্বরের এমসিকিউ অংশের জন্য বরাদ্দ ৬০ মিনিট। গণিত ২৫, পদার্থ বিজ্ঞান ২৫, জীববিজ্ঞান ২৫, রসায়ন ২৫ এই ১০০ এমসিকিউ এর মধ্যে থেকে যেকোন তিন বিষয়ে ৭৫ এমসিকিউ আর ২৫ এমসিকিউ ইংরেজি ১৫ বাংলা ১০ এই মোট ১০০ মার্ক।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডীন ও এ ইউনিট ভর্তি পরীক্ষার কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মোহাম্মদ নাসিম হাসান বলেন, ৯৯৫২১জন শিক্ষার্থী মধ্যে ৭৭২৫৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে যার শতকরা হার- ৭৭.৬৩%।

এবছর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ আরও পাঁচটি কেন্দ্রে ২ মার্চ (শনিবার) ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। কেন্দ্রগুলো হলো, হাটহাজারী সরকারী কলেজ, হাটহাজারী, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ, চট্টগ্রাম ভেটেরিনারী এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়, খুলশী, প্রিমিয়ার ইউনিভার্সিটি, ওয়াসা মোড়, দামপাড়া ক্যাম্পাস, পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, খুলশী। এই পাঁচটি প্রতিষ্ঠান থেকে মোট ১৩০২২ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল।

ইবিহো/এসএস

চবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

রেফায়েত উল্যাহ রুপক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষে ভর্তি পরীক্ষা পদার্থ বিজ্ঞান, জীববিজ্ঞান, রসায়ন, ইঞ্জিনিয়ারিং ও মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদভুক্ত তথা ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২মার্চ) বেলা ১১টায় পরীক্ষা শুরু হয়ে ১২টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর মধ্যে ১০০ নম্বরের এমসিকিউ অংশের জন্য বরাদ্দ ৬০ মিনিট। গণিত ২৫, পদার্থ বিজ্ঞান ২৫, জীববিজ্ঞান ২৫, রসায়ন ২৫ এই ১০০ এমসিকিউ এর মধ্যে থেকে যেকোন তিন বিষয়ে ৭৫ এমসিকিউ আর ২৫ এমসিকিউ ইংরেজি ১৫ বাংলা ১০ এই মোট ১০০ মার্ক।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডীন ও এ ইউনিট ভর্তি পরীক্ষার কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মোহাম্মদ নাসিম হাসান বলেন, ৯৯৫২১জন শিক্ষার্থী মধ্যে ৭৭২৫৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে যার শতকরা হার- ৭৭.৬৩%।

এবছর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ আরও পাঁচটি কেন্দ্রে ২ মার্চ (শনিবার) ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। কেন্দ্রগুলো হলো, হাটহাজারী সরকারী কলেজ, হাটহাজারী, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ, চট্টগ্রাম ভেটেরিনারী এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়, খুলশী, প্রিমিয়ার ইউনিভার্সিটি, ওয়াসা মোড়, দামপাড়া ক্যাম্পাস, পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, খুলশী। এই পাঁচটি প্রতিষ্ঠান থেকে মোট ১৩০২২ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল।

ইবিহো/এসএস