চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

ছাত্রলীগের উত্তাপ পরিমাপে ২ তদন্ত কমিটি গঠন

রেফায়েত উল্যাহ রুপক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

গত বুধবার রাতে ও বৃহস্পতিবার দুপুরে সংগঠিত ছাত্রলীগের দুই উপগ্রুপের সংঘর্ষের ঘটনা তদন্তে দুইটি তদন্ত কমিটি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শুক্রবার বিকাল সাড়ে ৪টায় উপাচার্য দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রক্টর ড. নূরুল আজিম সিকদার একথা জানান।

বুধবার রাতে সংঘর্ষের ঘটনা তদন্তে আলাওল হলের প্রভোস্ট অধ্যাপক ড. ফরিদুল আলমকে আহ্বায়ক করা হয়েছে। কমিটির অন্য দু’জন হলেন শাহ আমানত হলের প্রভোস্ট অধ্যাপক নির্মল কুমার সাহা ও সহকারী প্রক্টর হাসান মোহাম্মদ রোমান।

বৃহস্পতিবার দুপুরের ঘটনা তদন্তে গঠিত অপর কমিটির আহ্বায়ক করা হয়েছে শহীদ আবদুর রব হলের প্রভোস্ট অধ্যাপক ড. দানেশ মিয়া। আরও রয়েছেন শাহজালাল হলের প্রভোস্ট অধ্যাপক জামাল উদ্দিন ও সহকারী প্রক্টর মোর্শেদুল আলম।

এর আগে বুধবার ক্যাম্পাসের একটি খাবার হোটেলের টেবিলে বসাকে কেন্দ্র করে শাখা ছাত্রলীগের উপগ্রুপ সিএফসি ও সিক্সটি নাইনের কর্মীদের মধ্যে বাগবিতণ্ডা ও পরে হাতাহাতি হয়। এ ঘটনা এক পর্যায়ে সংঘর্ষে রুপ নেয়। একই ঘটনার জেরে বৃহস্পতিবার দুপুরে রামদা, লাঠিসোঁটা নিয়ে ফের কয়েক দফায় সংঘর্ষে জড়ায় উপগ্রুপ দুটির নেতাকর্মীরা। প্রায় দুই ঘণ্টা পর র‍্যাব এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। প্রক্টর, সহকারী প্রক্টর ও পুলিশ সদস্যসহ দুদিনে অন্তত ৩০ নেতাকর্মী আহত হয়েছেন।

এছাড়া চাকরি না পেয়ে গত বৃহস্পতিবার প্রক্টর ও রেজিস্ট্রার অফিসে তালা দেয় চাকরিপ্রত্যাশী কিছু লোক। এ ঘটনা তদন্তে আরেকটি কমিটি করা হয়েছে। এতে আহ্বায়ক হিসেবে আছেন চবি জাদুঘরের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ বশির আহাম্মদ। অন্য দুজন হলের, প্রীতিলতা হলের প্রভোস্ট আব্দুল্লাহ আল মামুন ও গোপনীয় শাখার ডেপুটি রেজিস্ট্রার সৈয়দ ফজলুল করিম। তিনটি কমিটিকেই আগামী তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

ইবিহো/এসএস

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

ছাত্রলীগের উত্তাপ পরিমাপে ২ তদন্ত কমিটি গঠন

রেফায়েত উল্যাহ রুপক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

গত বুধবার রাতে ও বৃহস্পতিবার দুপুরে সংগঠিত ছাত্রলীগের দুই উপগ্রুপের সংঘর্ষের ঘটনা তদন্তে দুইটি তদন্ত কমিটি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শুক্রবার বিকাল সাড়ে ৪টায় উপাচার্য দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রক্টর ড. নূরুল আজিম সিকদার একথা জানান।

বুধবার রাতে সংঘর্ষের ঘটনা তদন্তে আলাওল হলের প্রভোস্ট অধ্যাপক ড. ফরিদুল আলমকে আহ্বায়ক করা হয়েছে। কমিটির অন্য দু’জন হলেন শাহ আমানত হলের প্রভোস্ট অধ্যাপক নির্মল কুমার সাহা ও সহকারী প্রক্টর হাসান মোহাম্মদ রোমান।

বৃহস্পতিবার দুপুরের ঘটনা তদন্তে গঠিত অপর কমিটির আহ্বায়ক করা হয়েছে শহীদ আবদুর রব হলের প্রভোস্ট অধ্যাপক ড. দানেশ মিয়া। আরও রয়েছেন শাহজালাল হলের প্রভোস্ট অধ্যাপক জামাল উদ্দিন ও সহকারী প্রক্টর মোর্শেদুল আলম।

এর আগে বুধবার ক্যাম্পাসের একটি খাবার হোটেলের টেবিলে বসাকে কেন্দ্র করে শাখা ছাত্রলীগের উপগ্রুপ সিএফসি ও সিক্সটি নাইনের কর্মীদের মধ্যে বাগবিতণ্ডা ও পরে হাতাহাতি হয়। এ ঘটনা এক পর্যায়ে সংঘর্ষে রুপ নেয়। একই ঘটনার জেরে বৃহস্পতিবার দুপুরে রামদা, লাঠিসোঁটা নিয়ে ফের কয়েক দফায় সংঘর্ষে জড়ায় উপগ্রুপ দুটির নেতাকর্মীরা। প্রায় দুই ঘণ্টা পর র‍্যাব এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। প্রক্টর, সহকারী প্রক্টর ও পুলিশ সদস্যসহ দুদিনে অন্তত ৩০ নেতাকর্মী আহত হয়েছেন।

এছাড়া চাকরি না পেয়ে গত বৃহস্পতিবার প্রক্টর ও রেজিস্ট্রার অফিসে তালা দেয় চাকরিপ্রত্যাশী কিছু লোক। এ ঘটনা তদন্তে আরেকটি কমিটি করা হয়েছে। এতে আহ্বায়ক হিসেবে আছেন চবি জাদুঘরের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ বশির আহাম্মদ। অন্য দুজন হলের, প্রীতিলতা হলের প্রভোস্ট আব্দুল্লাহ আল মামুন ও গোপনীয় শাখার ডেপুটি রেজিস্ট্রার সৈয়দ ফজলুল করিম। তিনটি কমিটিকেই আগামী তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

ইবিহো/এসএস