চবির দুর্গম গিরিপথ চালন্দা: বিজয়ে ‘উদ্দীপ্ত ১০৫’

রেফায়েত উল্যাহ রুপক

চালন্দা বিজয়ে শিক্ষার্থীরা।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সামাজিক সেচ্ছাসেবী সংগঠন উদ্দীপ্ত বাংলাদেশের উদ্যোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ১০৫ জন শিক্ষার্থীকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের দুর্গম গিরিপথ চালন্দা ভ্রমন সম্পন্ন হয়েছে। অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং বিপৎসংকুল চালন্দা গিরিপথ। অতীতেও এখানে অনেক শিক্ষার্থী নানা রকম দুর্ঘটনার শিকার হয়েছে। তারপরও বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া অনেক শিক্ষার্থীর কাছে চালন্দা ভ্রমণ একটি রোমাঞ্চকর এবং অ্যাডভেঞ্চারে পরিপূর্ণ স্থান।

শিক্ষার্থীরা।

চালন্দায় আসা শিক্ষার্থীদের অনুভূতি সম্পর্কে জানতে চাওয়া হলে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী খালেদ আহমেদ বলেন, ‘ক্যাম্পাসে আসার পর প্রচুর ঘুরেছি, চালন্দায় আসার ইচ্ছা ছিল, এটা অনেক ঝুঁকিপূর্ণ একটা জায়গা, তারপরও অনেক ভালো লেগেছে। কারো কোন ক্ষতি হয়নি এটা একটা ভালো দিক।’

একই বর্ষের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের আরেক শিক্ষার্থী মো. মহসিন বলেন, ‘চালন্দায় এসে অনেক ভালো লেগেছে, কিন্তুু এটা অত্যন্ত বিপদজনক জায়গা, যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে, তাই এখানে আসার আগে এসব দিক বিবেচনায় রেখে আসতে হবে।’

দুর্গম গিরিপথ চালন্দা।

চালন্দা ভ্রমণ সম্পর্কে উদ্দীপ্ত বাংলাদেশের সাধারণ সম্পাদক শান্ত রেজা সাব্বির অনলাইন পোর্টাল ‘শিক্ষা-শিক্ষাঙ্গন’ কে বলেন, ‘আমরা প্রতিবছরই নবীণদের নিয়ে চালন্দা গিরিপথ ভ্রমণ করে থাকি। এটার মূল উদ্দেশ্য হলো, যেহেতু অনেকে চালন্দা আসতে চায় কিন্তুু না চেনার কারণে বা অল্প কয়জন আসলে বিপদে পড়ার ঝুঁকি থাকে, তাই আমরা ১০০-১২০ জনের মতো সংগঠিত করে এটা করে থাকি।

ইবিহো/এসএস

চবির দুর্গম গিরিপথ চালন্দা: বিজয়ে ‘উদ্দীপ্ত ১০৫’

রেফায়েত উল্যাহ রুপক

চালন্দা বিজয়ে শিক্ষার্থীরা।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সামাজিক সেচ্ছাসেবী সংগঠন উদ্দীপ্ত বাংলাদেশের উদ্যোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ১০৫ জন শিক্ষার্থীকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের দুর্গম গিরিপথ চালন্দা ভ্রমন সম্পন্ন হয়েছে। অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং বিপৎসংকুল চালন্দা গিরিপথ। অতীতেও এখানে অনেক শিক্ষার্থী নানা রকম দুর্ঘটনার শিকার হয়েছে। তারপরও বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া অনেক শিক্ষার্থীর কাছে চালন্দা ভ্রমণ একটি রোমাঞ্চকর এবং অ্যাডভেঞ্চারে পরিপূর্ণ স্থান।

শিক্ষার্থীরা।

চালন্দায় আসা শিক্ষার্থীদের অনুভূতি সম্পর্কে জানতে চাওয়া হলে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী খালেদ আহমেদ বলেন, ‘ক্যাম্পাসে আসার পর প্রচুর ঘুরেছি, চালন্দায় আসার ইচ্ছা ছিল, এটা অনেক ঝুঁকিপূর্ণ একটা জায়গা, তারপরও অনেক ভালো লেগেছে। কারো কোন ক্ষতি হয়নি এটা একটা ভালো দিক।’

একই বর্ষের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের আরেক শিক্ষার্থী মো. মহসিন বলেন, ‘চালন্দায় এসে অনেক ভালো লেগেছে, কিন্তুু এটা অত্যন্ত বিপদজনক জায়গা, যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে, তাই এখানে আসার আগে এসব দিক বিবেচনায় রেখে আসতে হবে।’

দুর্গম গিরিপথ চালন্দা।

চালন্দা ভ্রমণ সম্পর্কে উদ্দীপ্ত বাংলাদেশের সাধারণ সম্পাদক শান্ত রেজা সাব্বির অনলাইন পোর্টাল ‘শিক্ষা-শিক্ষাঙ্গন’ কে বলেন, ‘আমরা প্রতিবছরই নবীণদের নিয়ে চালন্দা গিরিপথ ভ্রমণ করে থাকি। এটার মূল উদ্দেশ্য হলো, যেহেতু অনেকে চালন্দা আসতে চায় কিন্তুু না চেনার কারণে বা অল্প কয়জন আসলে বিপদে পড়ার ঝুঁকি থাকে, তাই আমরা ১০০-১২০ জনের মতো সংগঠিত করে এটা করে থাকি।

ইবিহো/এসএস