জাবিতে আন্তঃহল ও নবীন বিতর্ক প্রতিযোগিতা শুরু

জাবিতে আন্তঃহল ও নবীন বিতর্ক প্রতিযোগিতা উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

জাবি প্রতিনিধি

‘হৃদয়ে সূর্য, কণ্ঠে কিরণ’ স্লোগানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আজ শুক্রবার শুরু হয়েছে আন্তঃহল ও নবীন বিতর্ক প্রতিযোগিতা। প্রতিযোগিতা চলবে ২২ অক্টোবর পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় বিতর্ক সংগঠন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশন (জেইউডিও) এ প্রতিযোগিতার আয়োজন করেছে।

শুক্রবার সকালে সাড়ে ১০ টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) কনফারেন্স কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনটির সাধারণ সম্পাদক জিল্লাল হোসাইন সৌরভ।

সংগঠনটির সভাপতি ফারহান আনজুম করিম জানান, এবারে আয়োজন ২টি ভাগে ভাগ করা হয়েছে। প্রতিযোগিতার প্রথম দিন বাংলা বিতর্ক অনুষ্ঠিত হবে। এতে মোট ৬০ জন বির্তাকিক অংশগ্রহণ করবেন। পরদিন শনিবার ইংরেজি বিতর্ক অনুষ্ঠিত হবে, যেখানে মোট ৫২ জন ইংরেজি বিতার্কিক অংশগ্রহণ করবেন। উভয় বিতর্কই এশিয়ান পার্লামেন্টারি ফরমেটে অনুষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, আয়োজনের দ্বিতীয় ভাগের প্রথম পর্ব শুরু হবে ২১ অক্টোবর। যেখানে বিশ্ববিদ্যালয়ের ১৬টি আবাসিক হল থেকে শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে। পরে ২২ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে ফাইনাল ও পুরস্কার বিতরণের মাধ্যমে এই আয়োজন শেষ হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, সংগঠনটির সহ-সভাপতি তাপসী দে প্রাপ্তি, আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতার-২০২২ এর আহ্বায়ক সাজ্জাদুল ইসলাম নাকিব ও ৪র্থ নবীন বিতর্ক প্রতিযোগিতার আহ্বায়ক জাহিদুল ইসলাম নাবিল।

জাবিতে আন্তঃহল ও নবীন বিতর্ক প্রতিযোগিতা শুরু

জাবিতে আন্তঃহল ও নবীন বিতর্ক প্রতিযোগিতা উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

জাবি প্রতিনিধি

‘হৃদয়ে সূর্য, কণ্ঠে কিরণ’ স্লোগানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আজ শুক্রবার শুরু হয়েছে আন্তঃহল ও নবীন বিতর্ক প্রতিযোগিতা। প্রতিযোগিতা চলবে ২২ অক্টোবর পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় বিতর্ক সংগঠন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশন (জেইউডিও) এ প্রতিযোগিতার আয়োজন করেছে।

শুক্রবার সকালে সাড়ে ১০ টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) কনফারেন্স কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনটির সাধারণ সম্পাদক জিল্লাল হোসাইন সৌরভ।

সংগঠনটির সভাপতি ফারহান আনজুম করিম জানান, এবারে আয়োজন ২টি ভাগে ভাগ করা হয়েছে। প্রতিযোগিতার প্রথম দিন বাংলা বিতর্ক অনুষ্ঠিত হবে। এতে মোট ৬০ জন বির্তাকিক অংশগ্রহণ করবেন। পরদিন শনিবার ইংরেজি বিতর্ক অনুষ্ঠিত হবে, যেখানে মোট ৫২ জন ইংরেজি বিতার্কিক অংশগ্রহণ করবেন। উভয় বিতর্কই এশিয়ান পার্লামেন্টারি ফরমেটে অনুষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, আয়োজনের দ্বিতীয় ভাগের প্রথম পর্ব শুরু হবে ২১ অক্টোবর। যেখানে বিশ্ববিদ্যালয়ের ১৬টি আবাসিক হল থেকে শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে। পরে ২২ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে ফাইনাল ও পুরস্কার বিতরণের মাধ্যমে এই আয়োজন শেষ হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, সংগঠনটির সহ-সভাপতি তাপসী দে প্রাপ্তি, আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতার-২০২২ এর আহ্বায়ক সাজ্জাদুল ইসলাম নাকিব ও ৪র্থ নবীন বিতর্ক প্রতিযোগিতার আহ্বায়ক জাহিদুল ইসলাম নাবিল।