জাবির প্রথমবর্ষের ক্লাস শুরু ৩১ জানুয়ারি

আসিবুল ইসলাম রিফাত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের ৫১তম ব্যাচের প্রথমবর্ষের ক্লাস শুরু হবে আগামী ৩১ জানুয়ারি থেকে।

বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কমিটির সভায় ১০ জানুয়ারি দুপুরে এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রভোস্ট কমিটির সভাপতি ও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের প্রভোস্ট অধ্যাপক ড. আবদুল্লাহ হেল কাফী এ তথ্য নিশ্চিত করে বলেন, প্রভোস্ট কমিটির সভায় প্রথমবর্ষের ক্লাস পূর্বনির্ধারিত ১৫ জানুয়ারির পরিবর্তে ৩১ জানুয়ারি থেকে শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে আমরা নবনির্মিত হল দুইটি উদ্বোধন করবো। প্রথমত আবেদনকারী পুরাতন শিক্ষার্থীদেরকে হলে উঠানো হবে৷ পরবর্তীতে আসন ফাঁকা সাপেক্ষে নবীন শিক্ষার্থীদের হল বরাদ্দ দেওয়া হবে। হল বরাদ্দের তালিকা ক্লাস শুরুর পূর্বেই জানিয়ে দেওয়া হবে।

এর আগে, গত বছরের ৩১ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত মোট পাঁচটি ইউনিটের অধীনে জাবির স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পাঁচ মাসের অধিক সময় পেরিয়ে গেলেও নবীন শিক্ষার্থীদের ক্লাস এখনও শুরু হয়নি।

এমবিএইচ/এসএস

জাবির প্রথমবর্ষের ক্লাস শুরু ৩১ জানুয়ারি

আসিবুল ইসলাম রিফাত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের ৫১তম ব্যাচের প্রথমবর্ষের ক্লাস শুরু হবে আগামী ৩১ জানুয়ারি থেকে।

বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কমিটির সভায় ১০ জানুয়ারি দুপুরে এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রভোস্ট কমিটির সভাপতি ও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের প্রভোস্ট অধ্যাপক ড. আবদুল্লাহ হেল কাফী এ তথ্য নিশ্চিত করে বলেন, প্রভোস্ট কমিটির সভায় প্রথমবর্ষের ক্লাস পূর্বনির্ধারিত ১৫ জানুয়ারির পরিবর্তে ৩১ জানুয়ারি থেকে শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে আমরা নবনির্মিত হল দুইটি উদ্বোধন করবো। প্রথমত আবেদনকারী পুরাতন শিক্ষার্থীদেরকে হলে উঠানো হবে৷ পরবর্তীতে আসন ফাঁকা সাপেক্ষে নবীন শিক্ষার্থীদের হল বরাদ্দ দেওয়া হবে। হল বরাদ্দের তালিকা ক্লাস শুরুর পূর্বেই জানিয়ে দেওয়া হবে।

এর আগে, গত বছরের ৩১ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত মোট পাঁচটি ইউনিটের অধীনে জাবির স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পাঁচ মাসের অধিক সময় পেরিয়ে গেলেও নবীন শিক্ষার্থীদের ক্লাস এখনও শুরু হয়নি।

এমবিএইচ/এসএস