ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফায়েদ বাঁচতে চান

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

ঢাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থী আল ফায়েদ প্রামাণিক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থী আল ফায়েদ প্রামাণিককে বাঁচাতে আর্থিক সহায়তা চেয়েছে তার পরিবার ও সহপাঠীরা।

আল ফায়েদ প্রামাণিক ডায়াবেটিস টাইপ-১-এ আক্রান্ত হয়ে বর্তমানে ধানমণ্ডি ক্লিনিকের আইসিইউতে চিকিৎসাধীন।  রবিবার (২০ নভেম্বর) দিবাগত রাত ৩টায় তাকে ধানমণ্ডি ক্লিনিকে (আইসিইউ স্পেশাল) ভর্তি করা হয়েছে।

ডাক্তারের বরাত দিয়ে ফায়েদের বন্ধুরা জানান, তিনি শঙ্কামুক্ত নন।

তার অবস্থা এখনো অপরিবর্তিত।  আরো বেশ কয়েক দিন আইসিইউ সেবার মধ্যে রাখতে হবে ফায়েদকে।

হাসপাতালে গত কয়েক দিনের টানা চিকিৎসা ব্যয়ে ফায়েদের পরিবার নিজেদের প্রায় সবটুকু খরচ করে ফেলেছে।  আইসিইউয়ের মতো ব্যয়বহুল চিকিৎসার সামনে তার পরিবার নিরুপায়। তবে যেভাবেই হোক বন্ধু ফায়েদকে আবার হাসিমুখে ক্যাম্পাসে ফিরিয়ে আনতে চান তার সহপাঠী ও বন্ধুবান্ধব। ইতিমধ্যে ফায়েদের চিকিৎসা ব্যয় জোগাতে তহবিল সংগ্রহ শুরু করেছেন তারা।

ফায়েদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা চেয়েছেন তার বন্ধুরা। আর্থিক সহায়তা পাঠাতে নিচে দেওয়া নম্বরগুলোতে যোগাযোগ করুন―

আতিকুর রহমান রুহান-০১৮৮৩১২৫৭৪৪ (বিকাশ পার্সোনাল), রাহাতুল ইসলাম রাফি-০১৮৭৬৩৮৬২৮৪ (বিকাশ পার্সোনাল), হেদায়েতুল ইসলাম-০১৬২৭৫২২১০৩ (নগদ), হেদায়েতুল ইসলাম-০১৬২৭৫২২১০৩৫ (রকেট)।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফায়েদ বাঁচতে চান

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

ঢাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থী আল ফায়েদ প্রামাণিক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থী আল ফায়েদ প্রামাণিককে বাঁচাতে আর্থিক সহায়তা চেয়েছে তার পরিবার ও সহপাঠীরা।

আল ফায়েদ প্রামাণিক ডায়াবেটিস টাইপ-১-এ আক্রান্ত হয়ে বর্তমানে ধানমণ্ডি ক্লিনিকের আইসিইউতে চিকিৎসাধীন।  রবিবার (২০ নভেম্বর) দিবাগত রাত ৩টায় তাকে ধানমণ্ডি ক্লিনিকে (আইসিইউ স্পেশাল) ভর্তি করা হয়েছে।

ডাক্তারের বরাত দিয়ে ফায়েদের বন্ধুরা জানান, তিনি শঙ্কামুক্ত নন।

তার অবস্থা এখনো অপরিবর্তিত।  আরো বেশ কয়েক দিন আইসিইউ সেবার মধ্যে রাখতে হবে ফায়েদকে।

হাসপাতালে গত কয়েক দিনের টানা চিকিৎসা ব্যয়ে ফায়েদের পরিবার নিজেদের প্রায় সবটুকু খরচ করে ফেলেছে।  আইসিইউয়ের মতো ব্যয়বহুল চিকিৎসার সামনে তার পরিবার নিরুপায়। তবে যেভাবেই হোক বন্ধু ফায়েদকে আবার হাসিমুখে ক্যাম্পাসে ফিরিয়ে আনতে চান তার সহপাঠী ও বন্ধুবান্ধব। ইতিমধ্যে ফায়েদের চিকিৎসা ব্যয় জোগাতে তহবিল সংগ্রহ শুরু করেছেন তারা।

ফায়েদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা চেয়েছেন তার বন্ধুরা। আর্থিক সহায়তা পাঠাতে নিচে দেওয়া নম্বরগুলোতে যোগাযোগ করুন―

আতিকুর রহমান রুহান-০১৮৮৩১২৫৭৪৪ (বিকাশ পার্সোনাল), রাহাতুল ইসলাম রাফি-০১৮৭৬৩৮৬২৮৪ (বিকাশ পার্সোনাল), হেদায়েতুল ইসলাম-০১৬২৭৫২২১০৩ (নগদ), হেদায়েতুল ইসলাম-০১৬২৭৫২২১০৩৫ (রকেট)।