ঢাবিতে এনার্জি ও ক্লাইমেট বিষয়ে আন্তর্জাতিক সম্মেলন শুরু

অনুষ্ঠানে অতিথিবৃন্দ।

শিক্ষা-শিক্ষাঙ্গন ডেস্ক 

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘ম্যাটেরিয়ালস, এনার্জি অ্যান্ড ক্লাইমেট’ শীর্ষক দুইদিনব্যাপী এক আন্তর্জাতিক সম্মেলন আজ সোমবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে শুরু হয়েছে।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভার্চুয়ালি এই সম্মেলন উদ্বোধন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের সুবর্ণজয়ন্তী উদ্যাপনের অংশ হিসেবে এই সম্মেলন আয়োজন করা হয়।

বক্তব্য দিচ্ছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।

বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে জানা যায়, সম্মেলন আয়োজক কমিটির সভাপতি অধ্যাপক ড. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. নূরনবী এবং ম্যাগসেসে পুরস্কারপ্রাপ্ত ড. রাজেন্দ্র সিং বক্তব্য রাখেন।

ডা. দীপু মনি, এমপি বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বাংলাদেশ সরকার অনেক বাস্তবসম্মত পদক্ষেপ নিয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ বন্যা, ঘূর্ণিঝড়, খরা ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে মানুষের জান-মালের ক্ষয়ক্ষতি রক্ষায় অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে।

অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল সম্মেলন আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, জলবায়ু পরিবর্তন একটি বৈশ্বিক সমস্যা। জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশসহ অনেক দেশ নানাবিধ ক্ষতির সম্মুখীন হচ্ছে। মাত্রাতিরিক্ত কার্বন নিঃসরণের কারণে আমরা পরিবেশ দূষণের নানাবিধ ক্ষতির সম্মুখীন হচ্ছি। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ও পরিবেশ দূষণ প্রতিরোধে গ্রীন এনার্জি খাতকে উন্নত করার উপর তিনি গুরুত্বারোপ করেন। শিক্ষা, গবেষণা ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে জলবায়ু পরিবর্তন মোকাবেলা ও পরিবেশ দূষণ রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য তিনি সম্মেলনে অংশগ্রহণকারী শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
সম্মেলনে দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের খ্যাতিমান গবেষক, শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন সংস্থার প্রতিনিধিগণ অংশগ্রহণ করছে।

এমবিএইচ/এসএস

 

ঢাবিতে এনার্জি ও ক্লাইমেট বিষয়ে আন্তর্জাতিক সম্মেলন শুরু

অনুষ্ঠানে অতিথিবৃন্দ।

শিক্ষা-শিক্ষাঙ্গন ডেস্ক 

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘ম্যাটেরিয়ালস, এনার্জি অ্যান্ড ক্লাইমেট’ শীর্ষক দুইদিনব্যাপী এক আন্তর্জাতিক সম্মেলন আজ সোমবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে শুরু হয়েছে।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভার্চুয়ালি এই সম্মেলন উদ্বোধন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের সুবর্ণজয়ন্তী উদ্যাপনের অংশ হিসেবে এই সম্মেলন আয়োজন করা হয়।

বক্তব্য দিচ্ছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।

বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে জানা যায়, সম্মেলন আয়োজক কমিটির সভাপতি অধ্যাপক ড. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. নূরনবী এবং ম্যাগসেসে পুরস্কারপ্রাপ্ত ড. রাজেন্দ্র সিং বক্তব্য রাখেন।

ডা. দীপু মনি, এমপি বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বাংলাদেশ সরকার অনেক বাস্তবসম্মত পদক্ষেপ নিয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ বন্যা, ঘূর্ণিঝড়, খরা ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে মানুষের জান-মালের ক্ষয়ক্ষতি রক্ষায় অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে।

অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল সম্মেলন আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, জলবায়ু পরিবর্তন একটি বৈশ্বিক সমস্যা। জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশসহ অনেক দেশ নানাবিধ ক্ষতির সম্মুখীন হচ্ছে। মাত্রাতিরিক্ত কার্বন নিঃসরণের কারণে আমরা পরিবেশ দূষণের নানাবিধ ক্ষতির সম্মুখীন হচ্ছি। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ও পরিবেশ দূষণ প্রতিরোধে গ্রীন এনার্জি খাতকে উন্নত করার উপর তিনি গুরুত্বারোপ করেন। শিক্ষা, গবেষণা ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে জলবায়ু পরিবর্তন মোকাবেলা ও পরিবেশ দূষণ রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য তিনি সম্মেলনে অংশগ্রহণকারী শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
সম্মেলনে দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের খ্যাতিমান গবেষক, শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন সংস্থার প্রতিনিধিগণ অংশগ্রহণ করছে।

এমবিএইচ/এসএস