ঢাবি শামসুন নাহার হল বাঁধন ইউনিটের রজতজয়ন্তী উদযাপন

শিক্ষা-শিক্ষাঙ্গন ডেস্ক

স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন ‘বাঁধন, ঢাকা বিশ্ববিদ্যালয় শামসুন নাহার হল ইউনিট’-এর রজত জয়ন্তী গতকাল ২৩ সেপ্টেম্বর সন্ধ্যায় হল মিলনায়তনে উদযাপন হয়েছে। এ উপলক্ষে অনুষ্ঠানে নবীনবরণ, রক্তদাতা সম্মাননা ও বিশেষ সম্মাননা প্রদান করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

শামসুন নাহার হল বাঁধন ইউনিটের সভাপতি আসমাউল হুসনা শিমুর সভাপতিত্বে অনুষ্ঠানে হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. লাফিফা জামাল, শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারী ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ডা. আশরাফুল হক, শামসুন নাহার হল ইউনিট বাঁধনের উপদেষ্টা শিক্ষক হাফসা আক্তার, বাঁধন কেন্দ্রীয় পরিষদের সভাপতি মো. ফাহিম হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় জোন বাঁধনের সভাপতি মো. ইউসুফ হোসেন এবং হলের প্রাক্তন বাঁধনকর্মী সুস্মিতা সাহা বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালন করেন হল বাঁধন ইউনিটের সাধারণ সম্পাদক মোছা. সালমা আক্তার।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, পড়াশোনার পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় বাঁধন কর্মীদের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি মানুষের জীবন রক্ষার ক্ষেত্রে অনন্য ভূমিকা পালন করে চলেছে। মানুষের সঙ্গে মানুষের মানবিক সম্পর্ক উন্নয়নে বাঁধনকর্মীদের এই প্রচেষ্টা সর্বদা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন এবং প্রযুক্তি ও জ্ঞাননির্ভর উন্নত, সমৃদ্ধ, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণে ভূমিকা রাখার জন্য উপাচার্য বাঁধন কর্মীদের প্রতি আহবান জানান।

রজতজয়ন্তী উপলক্ষে অনুষ্ঠানে হল ইউনিটের সাবেক নেতৃবৃন্দ ও কর্মীদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়। হলের শ্রেষ্ঠ বাঁধন কর্মী হিসেবে পুরস্কৃত হয়েছেন সাইফা আক্তার ছোঁয়া।

ইবিহো/এসএস

ঢাবি শামসুন নাহার হল বাঁধন ইউনিটের রজতজয়ন্তী উদযাপন

শিক্ষা-শিক্ষাঙ্গন ডেস্ক

স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন ‘বাঁধন, ঢাকা বিশ্ববিদ্যালয় শামসুন নাহার হল ইউনিট’-এর রজত জয়ন্তী গতকাল ২৩ সেপ্টেম্বর সন্ধ্যায় হল মিলনায়তনে উদযাপন হয়েছে। এ উপলক্ষে অনুষ্ঠানে নবীনবরণ, রক্তদাতা সম্মাননা ও বিশেষ সম্মাননা প্রদান করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

শামসুন নাহার হল বাঁধন ইউনিটের সভাপতি আসমাউল হুসনা শিমুর সভাপতিত্বে অনুষ্ঠানে হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. লাফিফা জামাল, শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারী ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ডা. আশরাফুল হক, শামসুন নাহার হল ইউনিট বাঁধনের উপদেষ্টা শিক্ষক হাফসা আক্তার, বাঁধন কেন্দ্রীয় পরিষদের সভাপতি মো. ফাহিম হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় জোন বাঁধনের সভাপতি মো. ইউসুফ হোসেন এবং হলের প্রাক্তন বাঁধনকর্মী সুস্মিতা সাহা বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালন করেন হল বাঁধন ইউনিটের সাধারণ সম্পাদক মোছা. সালমা আক্তার।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, পড়াশোনার পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় বাঁধন কর্মীদের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি মানুষের জীবন রক্ষার ক্ষেত্রে অনন্য ভূমিকা পালন করে চলেছে। মানুষের সঙ্গে মানুষের মানবিক সম্পর্ক উন্নয়নে বাঁধনকর্মীদের এই প্রচেষ্টা সর্বদা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন এবং প্রযুক্তি ও জ্ঞাননির্ভর উন্নত, সমৃদ্ধ, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণে ভূমিকা রাখার জন্য উপাচার্য বাঁধন কর্মীদের প্রতি আহবান জানান।

রজতজয়ন্তী উপলক্ষে অনুষ্ঠানে হল ইউনিটের সাবেক নেতৃবৃন্দ ও কর্মীদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়। হলের শ্রেষ্ঠ বাঁধন কর্মী হিসেবে পুরস্কৃত হয়েছেন সাইফা আক্তার ছোঁয়া।

ইবিহো/এসএস

ট্যাগ