তারা হতে চায় উদ্যোক্তা

রেফায়েত উল্যাহ রুপক

মুহাম্মদ মুনতাজ আলী (উপরে বাঁয়ে), আবদুর রহিম রবিন (উপরে ডানে), মো. বোরহান উদ্দিন (নিচে বাঁয়ে), মো. নয়ন মিয়া (নিচে ডানে)

জনসংখ্যার তুলনায় কর্মসংস্থানের সুযোগ সমান তালে বৃদ্ধি না পাওয়ায় এবং কর্মমুখী শিক্ষার অপ্রতুলতার কারনে প্রতিবছরই লক্ষ লক্ষ শিক্ষার্থী কর্মবাজারে প্রবেশ করেই এক অসহনীয় পরিস্থিতির সম্মুখীন হয়। আর লক্ষ লক্ষ এসব বেকার জনসংখ্যা রাষ্ট্র ও পরিবারের কাছে বোঝায় পরিণত হয়। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে বেশির ভাগ শিক্ষার্থীদের পছন্দের তালিকায় বিসিএসসহ অন্যান্য সরকারি ও বেসরকারি চাকুরী থাকলেও কেউ কেউ বেচে নেন ভিন্ন পথ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এমনই চার শিক্ষার্থী চাকুরীর পিছনে না ঘুরে নিজেরাই অবদান রাখতে চায় চাকুরীর বাজারে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে তাদের উদ্যোক্তা হতে চাওয়ার এ গল্প তুলে ধরেছেন রেফায়েত উল্যাহ রুপক।

নতুন কিছু করতে চেয়েছি: আবদুর রহিম রবিন, সহ-প্রতিষ্ঠাতা, ‘জেনট্রো’ এবং শিক্ষার্থী ইসলামিক স্টাডিজ বিভাগ, চবি

বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকেই চেয়েছি নতুন কিছু করতে। গতানুগতিক ভাবেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চায় পড়াশোনা শেষে ভালো একটি চাকুরীতে প্রবেশ করতে, তবে আমি সবসময়ই চাইতাম নতুন কিছু করতে। এজন্যই নেমে পড়লাম পড়াশোনার পাশাপাশি ব্যবসায়। আমি চাকুরীর পিছনে না ঘুরে নিজেই চাকুরী দিতে চাই। যেই ভাবা সেই কাজ, শুরু করলাম কমফোর্টেবল শর্ট স্লিভ টি-শার্টের ব্যবসা। স্টুডেন্ট ফ্রেন্ডলি বাজেটে ও গুণগত মান ভালো হওয়ায় অল্পদিনেই ভালো সাড়া পেলাম। এখন সবার মুখে মুখে শুনি “জেনট্রো”

রংপুরের সুস্বাদু আম ছড়িয়ে দিতে চাই : মো. নয়ন মিয়া,
প্রতিষ্ঠাতা- “আমগঞ্জ” এবং শিক্ষার্থী, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, চবি

আমার বাড়ি রংপুরে হওয়ায় বন্ধুরা সবসময় বলতো হাড়িভাঙ্গা আমের কথা। এরপরই আমার মাথায় আসে বিজনেস আইডিয়া। শুরু করে দেই আমের ব্যবসা। এবছর সরকারি নির্দেশনা অনুযায়ী ২০ জুন থেকে বাজারজাত শুরু হয় হাড়িভাঙ্গা আম। বাগান থেকে সরাসরি পেড়ে রাসায়নিক মুক্ত সুমিষ্ট ও সুস্বাদু আশঁবিহীন হাঁড়িভাঙ্গা আম পৌঁছে দিচ্ছি গ্রাহকের হাতে। ইতিমধ্যে ব্যাপক সাড়া পাচ্ছি। ভবিষ্যতে এ ব্যবসা প্রসারিত করতে চাই যাতে কর্মসংস্থান সৃষ্টি হয়।

কর্মসংস্থান সৃষ্টি করতে চাই : মুহাম্মাদ মুনতাজ আলী, সহ-প্রতিষ্ঠাতা- “এস্থেটিক ” এবং শিক্ষার্থী, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ,চবি

ছোটবেলা থেকেই নিজের পায়ে দাঁড়ানোর প্রচণ্ড ইচ্ছা ছিল। বিশ্ববিদ্যালয়ে এসে শুরু করি টি শার্ট ও বিভিন্ন খাদ্য সামগ্রী সরবরাহের ব্যবসা। অল্প দিনেই ব্যাপক সাড়া পাই আমরা। মাত্র দুইবছরের মাথায় এখন চবি ক্যাম্পাসে ” এস্থেটিক ” একটি পরিচিত ব্যান্ড। বর্তমানে আমরা ফুড এবং ফ্যাশন দুইটি সেক্টরেই কাজ করে চলেছি। আমাদের উদ্দেশ্য চবি ক্যাম্পাস সহ সমগ্র বাংলাদেশের পোশাক খাত ও নির্ভেজাল খাদ্যের জগতে অবদান রেখে বাংলাদেশের উন্নয়নের চাকাকে সচল রাখা।

উদ্যোক্তা হতে চেয়েছি: মো. বোরহান উদ্দিন, সহ-প্রতিষ্ঠাতা, “জেনট্রো” এবং শিক্ষার্থী, রাজনীতি বিজ্ঞান বিভাগ, চবি

উদ্যোক্তা হয়ে নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে চেয়েছি। ব্যবসার মাধ্যমে নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি বেকারত্ব দূরীকরণে কাজ করার আকাঙ্ক্ষা থেকেই দুই বন্ধু মিলে শুরু করি “জেনট্রো।”মাত্র অল্প দিনেই ভালো সাড়া পেয়েছি আমরা। আমাদের জেনট্রোর আকার দিনদিন বৃদ্ধি পাচ্ছে। আশা করছি একদিন এই উদ্যোগ নতুন পথ দেখাবে সবাইকে।

লেখা: শিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

তারা হতে চায় উদ্যোক্তা

রেফায়েত উল্যাহ রুপক

মুহাম্মদ মুনতাজ আলী (উপরে বাঁয়ে), আবদুর রহিম রবিন (উপরে ডানে), মো. বোরহান উদ্দিন (নিচে বাঁয়ে), মো. নয়ন মিয়া (নিচে ডানে)

জনসংখ্যার তুলনায় কর্মসংস্থানের সুযোগ সমান তালে বৃদ্ধি না পাওয়ায় এবং কর্মমুখী শিক্ষার অপ্রতুলতার কারনে প্রতিবছরই লক্ষ লক্ষ শিক্ষার্থী কর্মবাজারে প্রবেশ করেই এক অসহনীয় পরিস্থিতির সম্মুখীন হয়। আর লক্ষ লক্ষ এসব বেকার জনসংখ্যা রাষ্ট্র ও পরিবারের কাছে বোঝায় পরিণত হয়। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে বেশির ভাগ শিক্ষার্থীদের পছন্দের তালিকায় বিসিএসসহ অন্যান্য সরকারি ও বেসরকারি চাকুরী থাকলেও কেউ কেউ বেচে নেন ভিন্ন পথ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এমনই চার শিক্ষার্থী চাকুরীর পিছনে না ঘুরে নিজেরাই অবদান রাখতে চায় চাকুরীর বাজারে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে তাদের উদ্যোক্তা হতে চাওয়ার এ গল্প তুলে ধরেছেন রেফায়েত উল্যাহ রুপক।

নতুন কিছু করতে চেয়েছি: আবদুর রহিম রবিন, সহ-প্রতিষ্ঠাতা, ‘জেনট্রো’ এবং শিক্ষার্থী ইসলামিক স্টাডিজ বিভাগ, চবি

বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকেই চেয়েছি নতুন কিছু করতে। গতানুগতিক ভাবেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চায় পড়াশোনা শেষে ভালো একটি চাকুরীতে প্রবেশ করতে, তবে আমি সবসময়ই চাইতাম নতুন কিছু করতে। এজন্যই নেমে পড়লাম পড়াশোনার পাশাপাশি ব্যবসায়। আমি চাকুরীর পিছনে না ঘুরে নিজেই চাকুরী দিতে চাই। যেই ভাবা সেই কাজ, শুরু করলাম কমফোর্টেবল শর্ট স্লিভ টি-শার্টের ব্যবসা। স্টুডেন্ট ফ্রেন্ডলি বাজেটে ও গুণগত মান ভালো হওয়ায় অল্পদিনেই ভালো সাড়া পেলাম। এখন সবার মুখে মুখে শুনি “জেনট্রো”

রংপুরের সুস্বাদু আম ছড়িয়ে দিতে চাই : মো. নয়ন মিয়া,
প্রতিষ্ঠাতা- “আমগঞ্জ” এবং শিক্ষার্থী, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, চবি

আমার বাড়ি রংপুরে হওয়ায় বন্ধুরা সবসময় বলতো হাড়িভাঙ্গা আমের কথা। এরপরই আমার মাথায় আসে বিজনেস আইডিয়া। শুরু করে দেই আমের ব্যবসা। এবছর সরকারি নির্দেশনা অনুযায়ী ২০ জুন থেকে বাজারজাত শুরু হয় হাড়িভাঙ্গা আম। বাগান থেকে সরাসরি পেড়ে রাসায়নিক মুক্ত সুমিষ্ট ও সুস্বাদু আশঁবিহীন হাঁড়িভাঙ্গা আম পৌঁছে দিচ্ছি গ্রাহকের হাতে। ইতিমধ্যে ব্যাপক সাড়া পাচ্ছি। ভবিষ্যতে এ ব্যবসা প্রসারিত করতে চাই যাতে কর্মসংস্থান সৃষ্টি হয়।

কর্মসংস্থান সৃষ্টি করতে চাই : মুহাম্মাদ মুনতাজ আলী, সহ-প্রতিষ্ঠাতা- “এস্থেটিক ” এবং শিক্ষার্থী, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ,চবি

ছোটবেলা থেকেই নিজের পায়ে দাঁড়ানোর প্রচণ্ড ইচ্ছা ছিল। বিশ্ববিদ্যালয়ে এসে শুরু করি টি শার্ট ও বিভিন্ন খাদ্য সামগ্রী সরবরাহের ব্যবসা। অল্প দিনেই ব্যাপক সাড়া পাই আমরা। মাত্র দুইবছরের মাথায় এখন চবি ক্যাম্পাসে ” এস্থেটিক ” একটি পরিচিত ব্যান্ড। বর্তমানে আমরা ফুড এবং ফ্যাশন দুইটি সেক্টরেই কাজ করে চলেছি। আমাদের উদ্দেশ্য চবি ক্যাম্পাস সহ সমগ্র বাংলাদেশের পোশাক খাত ও নির্ভেজাল খাদ্যের জগতে অবদান রেখে বাংলাদেশের উন্নয়নের চাকাকে সচল রাখা।

উদ্যোক্তা হতে চেয়েছি: মো. বোরহান উদ্দিন, সহ-প্রতিষ্ঠাতা, “জেনট্রো” এবং শিক্ষার্থী, রাজনীতি বিজ্ঞান বিভাগ, চবি

উদ্যোক্তা হয়ে নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে চেয়েছি। ব্যবসার মাধ্যমে নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি বেকারত্ব দূরীকরণে কাজ করার আকাঙ্ক্ষা থেকেই দুই বন্ধু মিলে শুরু করি “জেনট্রো।”মাত্র অল্প দিনেই ভালো সাড়া পেয়েছি আমরা। আমাদের জেনট্রোর আকার দিনদিন বৃদ্ধি পাচ্ছে। আশা করছি একদিন এই উদ্যোগ নতুন পথ দেখাবে সবাইকে।

লেখা: শিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।