তিন দাবিতে মাউশিতে ল্যাব সহকারীদের স্মারকলিপি

জ্যেষ্ঠ প্রতিবেদক

 

শিক্ষাগত যোগ্যতা উন্নত করে ন্যূনতম-১৬ গ্রেডে বেতনস্কেল প্রদানসহ তিন দফা দাবিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরে (মাউশি) স্মারকলিপি দিয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কলেজ শাখার এমপিওভুক্ত ল্যাব সহকারীদের সমন্বয়ে গঠিত বাংলাদেশ ল্যাব সহকারী ঐক্য পরিষদ।

সোমবার (২৪ অক্টোবর) সংগঠনটির সভাপতি পরিতোষ রায় ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মিঠু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্মারকলিপিতে বলা হয়, এমপিওভুক্ত কলেজগুলোর ল্যাব সহকারীদের বেতন কাঠামো নিয়ে চরম বৈষম্য লক্ষ্য করা যাচ্ছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীনে ল্যাবরেটরি সহকারীদের বেতন গ্রেড-১০ এবং অন্যান্য ল্যাব সহকারীদের বেতন গ্রেড-সর্বনিম্ন ১৬। কিন্তু মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীনে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কলেজ পর্যায়ে বিজ্ঞান বিভাগ ও আইসিটি বিভাগে ল্যাব সহকারীদের গ্রেড দেওয়া হচ্ছে ১৮ যাতে চরম বৈষম্য লক্ষণীয়।

এতে আরও বলা হয়, সঠিক কর্ম নীতিমালা না থাকায় অনেক কলেজে আমাদের ল্যাব বহির্ভূত অনেক কাজ করানো হচ্ছে। এতে ল্যাবের কাজে ব্যাঘাত ঘটছে। ফলে বৈষম্য দূর করতে তিন দফা দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনার অনুরোধ জানিয়েছেন ল্যাব সহকারী ঐক্য পরিষদের নেতারা।

দাবিগুলো হলো— শিক্ষাগত যোগ্যতা উন্নত করে ন্যূনতম-১৬ গ্রেডে বেতন স্কেল দিতে হবে। সঠিক কর্ম নীতিমালা প্রণয়ন করতে হবে। এর আগে নিয়োগপ্রাপ্ত সবার জন্য সব শর্ত শিথিলযোগ্য করতে হবে।

এমএইচএম/এমএএইচ/

তিন দাবিতে মাউশিতে ল্যাব সহকারীদের স্মারকলিপি

জ্যেষ্ঠ প্রতিবেদক

 

শিক্ষাগত যোগ্যতা উন্নত করে ন্যূনতম-১৬ গ্রেডে বেতনস্কেল প্রদানসহ তিন দফা দাবিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরে (মাউশি) স্মারকলিপি দিয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কলেজ শাখার এমপিওভুক্ত ল্যাব সহকারীদের সমন্বয়ে গঠিত বাংলাদেশ ল্যাব সহকারী ঐক্য পরিষদ।

সোমবার (২৪ অক্টোবর) সংগঠনটির সভাপতি পরিতোষ রায় ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মিঠু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্মারকলিপিতে বলা হয়, এমপিওভুক্ত কলেজগুলোর ল্যাব সহকারীদের বেতন কাঠামো নিয়ে চরম বৈষম্য লক্ষ্য করা যাচ্ছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীনে ল্যাবরেটরি সহকারীদের বেতন গ্রেড-১০ এবং অন্যান্য ল্যাব সহকারীদের বেতন গ্রেড-সর্বনিম্ন ১৬। কিন্তু মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীনে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কলেজ পর্যায়ে বিজ্ঞান বিভাগ ও আইসিটি বিভাগে ল্যাব সহকারীদের গ্রেড দেওয়া হচ্ছে ১৮ যাতে চরম বৈষম্য লক্ষণীয়।

এতে আরও বলা হয়, সঠিক কর্ম নীতিমালা না থাকায় অনেক কলেজে আমাদের ল্যাব বহির্ভূত অনেক কাজ করানো হচ্ছে। এতে ল্যাবের কাজে ব্যাঘাত ঘটছে। ফলে বৈষম্য দূর করতে তিন দফা দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনার অনুরোধ জানিয়েছেন ল্যাব সহকারী ঐক্য পরিষদের নেতারা।

দাবিগুলো হলো— শিক্ষাগত যোগ্যতা উন্নত করে ন্যূনতম-১৬ গ্রেডে বেতন স্কেল দিতে হবে। সঠিক কর্ম নীতিমালা প্রণয়ন করতে হবে। এর আগে নিয়োগপ্রাপ্ত সবার জন্য সব শর্ত শিথিলযোগ্য করতে হবে।

এমএইচএম/এমএএইচ/