দাবি বাস্তবায়নে ভিসির আশ্বাস, শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত

ট্রাকের ধাক্কায় ইবি ছাত্র আহত

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ট্রাকের ধাক্কায় কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আহত হওয়াকে কেন্দ্র করে ইবির সামনের সড়কে স্পিড ব্রেকার (গতিরোধক) ও ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে চলা আন্দোলন কর্মসূচি স্থগিত করা হয়েছে।শুক্রবার (১৩ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের আশ্বাসে আন্দোলন থেকে সরে আসেন শিক্ষার্থীরা।শুক্রবার সন্ধ্যা সাতটা থেকে প্রায় চার ঘণ্টা সড়ক অবরোধ ও উপাচার্যের বাংলোর সামনে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। পরে রাত ১১টায় উপাচার্যের সঙ্গে আলোচনা শেষে আন্দোলনে স্থগিত করেন তারা।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, আমরা ছয় দফা দাবি উপাচার্যের সামনে পেশ করেছি। তিনি সবগুলো দাবির সঙ্গে একমত পোষণ করেছেন এবং শনিবার (১৫ অক্টোবর) থেকে তা বাস্তবায়ন প্রক্রিয়া শুরুর আশ্বাস দিয়েছেন। এ আশ্বাস মেনে নিয়ে আমরা আন্দোলন স্থগিত করছি।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো— প্রধান ফটকের সামনে ফুটওভার ব্রিজ নির্মাণ, স্পিড ব্রেকার (গতিরোধক) নির্মাণ, প্রধান ফটকের সামনে সর্বোচ্চ গতিসীমা ২০ কিলোমিটার রাখা, গতিসীমা নিশ্চিতকরণ, জেব্রা ক্রসিং, রোড ডিভাইডার ও ওয়াক-ওয়ে তৈরি করা।

এর আগে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের সঙ্গে তার বাস ভবনে দেখা করেন শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল। এসময় সেখানে প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন, শাপলা ফোরামের সম্পাদক অধ্যাপক ড. মামুনুর রহমান, সহকারী প্রক্টর ড. শফিকুল ইসলাম, শরিফুল ইসলাম জুয়েল প্রমুখ উপস্থিত ছিলেন।

উপাচার্য বলেন, আজকের দুর্ঘটনাটি অত্যন্ত মারাত্মক হতে পারতো। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। তারাও এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত দেবে বলে আমাদের জানিয়েছে। এছাড়া শনিবার ঘটনাস্থল পরিদর্শন করে করণীয় বিষয়গুলো দ্রুত বাস্তবায়ন প্রক্রিয়া শুরু করা হবে।এর আগে শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ট্রাকের ধাক্কায় বাংলা বিভাগের শিক্ষার্থী তাওহীদ তালুকদার গুরুতর আহত হন। পরে তাকে বিশ্ববিদ্যালয় মেডিকেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

দাবি বাস্তবায়নে ভিসির আশ্বাস, শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত

ট্রাকের ধাক্কায় ইবি ছাত্র আহত

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ট্রাকের ধাক্কায় কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আহত হওয়াকে কেন্দ্র করে ইবির সামনের সড়কে স্পিড ব্রেকার (গতিরোধক) ও ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে চলা আন্দোলন কর্মসূচি স্থগিত করা হয়েছে।শুক্রবার (১৩ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের আশ্বাসে আন্দোলন থেকে সরে আসেন শিক্ষার্থীরা।শুক্রবার সন্ধ্যা সাতটা থেকে প্রায় চার ঘণ্টা সড়ক অবরোধ ও উপাচার্যের বাংলোর সামনে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। পরে রাত ১১টায় উপাচার্যের সঙ্গে আলোচনা শেষে আন্দোলনে স্থগিত করেন তারা।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, আমরা ছয় দফা দাবি উপাচার্যের সামনে পেশ করেছি। তিনি সবগুলো দাবির সঙ্গে একমত পোষণ করেছেন এবং শনিবার (১৫ অক্টোবর) থেকে তা বাস্তবায়ন প্রক্রিয়া শুরুর আশ্বাস দিয়েছেন। এ আশ্বাস মেনে নিয়ে আমরা আন্দোলন স্থগিত করছি।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো— প্রধান ফটকের সামনে ফুটওভার ব্রিজ নির্মাণ, স্পিড ব্রেকার (গতিরোধক) নির্মাণ, প্রধান ফটকের সামনে সর্বোচ্চ গতিসীমা ২০ কিলোমিটার রাখা, গতিসীমা নিশ্চিতকরণ, জেব্রা ক্রসিং, রোড ডিভাইডার ও ওয়াক-ওয়ে তৈরি করা।

এর আগে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের সঙ্গে তার বাস ভবনে দেখা করেন শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল। এসময় সেখানে প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন, শাপলা ফোরামের সম্পাদক অধ্যাপক ড. মামুনুর রহমান, সহকারী প্রক্টর ড. শফিকুল ইসলাম, শরিফুল ইসলাম জুয়েল প্রমুখ উপস্থিত ছিলেন।

উপাচার্য বলেন, আজকের দুর্ঘটনাটি অত্যন্ত মারাত্মক হতে পারতো। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। তারাও এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত দেবে বলে আমাদের জানিয়েছে। এছাড়া শনিবার ঘটনাস্থল পরিদর্শন করে করণীয় বিষয়গুলো দ্রুত বাস্তবায়ন প্রক্রিয়া শুরু করা হবে।এর আগে শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ট্রাকের ধাক্কায় বাংলা বিভাগের শিক্ষার্থী তাওহীদ তালুকদার গুরুতর আহত হন। পরে তাকে বিশ্ববিদ্যালয় মেডিকেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়।