নানা আয়োজনে পবিপ্রবিতে ঘাসফুল বিদ্যালয়ের একযুগ পূর্তি উদযাপন

আশিকুর রহমান

নানা আয়োজনের মধ্য দিয়ে পবিপ্রবিতে ঘাসফুল বিদ্যালয়ের একযুগ পূর্তি উদযাপন করা হয়েছে। 

নানা আয়োজনের মধ্য দিয়ে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আশে-পাশের সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষায় কাজ করা সংগঠন ‘ঘাসফুল বিদ্যালয়’ এর এক যুগ পূর্তি উদযাপিত হয়েছে।

আজ সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে কেক কেটে উদ্বোধন করে। এরপর আনন্দ আনন্দ র্যালী করা হয়। সকাল সাগে ১১টায় সংগঠনটির কার্যক্রম তুলে ধরেন। দুপুর১২ টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন ঘাসফুল বিদ্যালয়ের সভাপতি মিতু দত্ত ও অন্যান্য ছাত্র উপদেষ্টাগণ।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি অনুষদের অধ্যাপক ড. গোপাল সাহা এবং ব্যবসায় প্রশাসন অনুষদের সহকারি অধ্যাপক মো. তরিকুল ইসলাম। এরপর দুপুর ২টায় অডিটোরিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের মাধ্যমে এক যুগ পূর্তি উদযাপন সমাপ্তি ঘোষণা করা হয়।

অধ্যাপক ড গোপাল সাহা তার বক্তব্যে বলেন, সুবিধা বঞ্চিত শিশুদের জন্য কাজ করা সত্যিই গর্বের ব্যাপার। আর গর্বের এই কাজটি করে যাচ্ছে পবিপ্রবির ঘাসফুল বিদ্যালয়।

সহকারি অধ্যাপক তরিকুল ইসলাম বলেন, এ রকম সংগঠনে কাজ করলে মানসিক শান্তি পাওয়া যায়, আর ঘাসফুল বিদ্যালয় পরিচালনা করতে উদার মানসিকতার প্রয়োজন।

উল্লেখ্য, ‘ঘাসফুল বিদ্যালয়’ একটি স্বেচ্ছাসেবী সংগঠন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত এই সংগঠন সুবিধা বঞ্চিত শিশুদের প্রতিদিন বিনা বেতনে শিক্ষা দান করে। প্রতিদিন বিকালে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে সুবিধা বঞ্চিত প্লে থেকে দশম শ্রেণির শিশুদের শিক্ষা দান করে।

ইবিহো/এসএস

নানা আয়োজনে পবিপ্রবিতে ঘাসফুল বিদ্যালয়ের একযুগ পূর্তি উদযাপন

আশিকুর রহমান

নানা আয়োজনের মধ্য দিয়ে পবিপ্রবিতে ঘাসফুল বিদ্যালয়ের একযুগ পূর্তি উদযাপন করা হয়েছে। 

নানা আয়োজনের মধ্য দিয়ে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আশে-পাশের সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষায় কাজ করা সংগঠন ‘ঘাসফুল বিদ্যালয়’ এর এক যুগ পূর্তি উদযাপিত হয়েছে।

আজ সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে কেক কেটে উদ্বোধন করে। এরপর আনন্দ আনন্দ র্যালী করা হয়। সকাল সাগে ১১টায় সংগঠনটির কার্যক্রম তুলে ধরেন। দুপুর১২ টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন ঘাসফুল বিদ্যালয়ের সভাপতি মিতু দত্ত ও অন্যান্য ছাত্র উপদেষ্টাগণ।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি অনুষদের অধ্যাপক ড. গোপাল সাহা এবং ব্যবসায় প্রশাসন অনুষদের সহকারি অধ্যাপক মো. তরিকুল ইসলাম। এরপর দুপুর ২টায় অডিটোরিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের মাধ্যমে এক যুগ পূর্তি উদযাপন সমাপ্তি ঘোষণা করা হয়।

অধ্যাপক ড গোপাল সাহা তার বক্তব্যে বলেন, সুবিধা বঞ্চিত শিশুদের জন্য কাজ করা সত্যিই গর্বের ব্যাপার। আর গর্বের এই কাজটি করে যাচ্ছে পবিপ্রবির ঘাসফুল বিদ্যালয়।

সহকারি অধ্যাপক তরিকুল ইসলাম বলেন, এ রকম সংগঠনে কাজ করলে মানসিক শান্তি পাওয়া যায়, আর ঘাসফুল বিদ্যালয় পরিচালনা করতে উদার মানসিকতার প্রয়োজন।

উল্লেখ্য, ‘ঘাসফুল বিদ্যালয়’ একটি স্বেচ্ছাসেবী সংগঠন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত এই সংগঠন সুবিধা বঞ্চিত শিশুদের প্রতিদিন বিনা বেতনে শিক্ষা দান করে। প্রতিদিন বিকালে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে সুবিধা বঞ্চিত প্লে থেকে দশম শ্রেণির শিশুদের শিক্ষা দান করে।

ইবিহো/এসএস