পিজিএস কে হারিয়ে সেমি ফাইনালে ফিশারিজ

আশিকুর রহমান

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(পবিপ্রবি) আন্তঅনুষদীয় ফুটবল টুর্নামেন্টে পোস্ট গ্রাজুয়েট স্টাডিজ (পিজিএস) ২-১ গোলে সেমিফাইনাল নিশ্চিত করল গত আসরের রানার্স আপ মাৎস্যবিজ্ঞান অনুষদ।

২৪ নভেম্বর (শুক্রবার)বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে মুখোমুখি হয় পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজ এবং মাৎস্যবিজ্ঞান অনুষদ। খেলার শুরুর প্রথম মিনিটে ফাহিম তামিম এর করা অসাধারণ এক গোলে ১-০ তে এগিয়ে যায় মাৎস্যবিজ্ঞান অনুষদ।

বিরতির পর পিজিএস এর মুন্না হেড করে গোল করলে খেলা সমতায় ফিরে। খেলার দ্বিতীয়ার্ধে সহজ এক গোলের সুযোগ মিস করেন ফিশারিজ দলপতি সাদি বিজয়। অবশেষে খেলার শেষ মিনিটে ফাহিম তামিমের অবিশ্বাস্য এক গোলে ২-১ ব্যবধানে জয় তুলে নেয় মাৎস্যবিজ্ঞানঅনুষদ। এই ম্যাচে জোড়া গোল তুলে নেন তারকা ফাহিম তামিম। আর এই জয়েই সেমিফাইনাল নিশ্চিত করল মাৎস্যবিজ্ঞান অনুষদ।

উল্লেখ্য, টুর্নামেন্টের পরবর্তী ম্যাচে মুখোমুখি হবে এএনএসভিএম এবং পরিবেশ বিজ্ঞান ও দূর্যোগ ব্যবস্থপনা অনুষদ; অপর ম্যাচে মুখোমুখি হবে ব্যবসায় প্রশাসন অনুষদ এবং মাৎস্যবিজ্ঞান অনুষদ

ইবিহো/এসএস

পিজিএস কে হারিয়ে সেমি ফাইনালে ফিশারিজ

আশিকুর রহমান

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(পবিপ্রবি) আন্তঅনুষদীয় ফুটবল টুর্নামেন্টে পোস্ট গ্রাজুয়েট স্টাডিজ (পিজিএস) ২-১ গোলে সেমিফাইনাল নিশ্চিত করল গত আসরের রানার্স আপ মাৎস্যবিজ্ঞান অনুষদ।

২৪ নভেম্বর (শুক্রবার)বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে মুখোমুখি হয় পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজ এবং মাৎস্যবিজ্ঞান অনুষদ। খেলার শুরুর প্রথম মিনিটে ফাহিম তামিম এর করা অসাধারণ এক গোলে ১-০ তে এগিয়ে যায় মাৎস্যবিজ্ঞান অনুষদ।

বিরতির পর পিজিএস এর মুন্না হেড করে গোল করলে খেলা সমতায় ফিরে। খেলার দ্বিতীয়ার্ধে সহজ এক গোলের সুযোগ মিস করেন ফিশারিজ দলপতি সাদি বিজয়। অবশেষে খেলার শেষ মিনিটে ফাহিম তামিমের অবিশ্বাস্য এক গোলে ২-১ ব্যবধানে জয় তুলে নেয় মাৎস্যবিজ্ঞানঅনুষদ। এই ম্যাচে জোড়া গোল তুলে নেন তারকা ফাহিম তামিম। আর এই জয়েই সেমিফাইনাল নিশ্চিত করল মাৎস্যবিজ্ঞান অনুষদ।

উল্লেখ্য, টুর্নামেন্টের পরবর্তী ম্যাচে মুখোমুখি হবে এএনএসভিএম এবং পরিবেশ বিজ্ঞান ও দূর্যোগ ব্যবস্থপনা অনুষদ; অপর ম্যাচে মুখোমুখি হবে ব্যবসায় প্রশাসন অনুষদ এবং মাৎস্যবিজ্ঞান অনুষদ

ইবিহো/এসএস