বঙ্গবন্ধুর স্মরণে হাবিপ্রবিতে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

নাঈম ইসলাম সংগ্রাম
বঙ্গবন্ধুর স্মরণে হাবিপ্রবিতে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও গ্রন্থাবলির ওপরে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের আয়োজনে এবং এইচএসটিইউ কুইজ সোসাইটির সহযোগিতায় এ প্রতিযোগিতা সম্পন্ন হয়। শনিবার (২৬ আগস্ট) বিকেল সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ (একাডেমিক -১) এর ২০১ নম্বর কক্ষে এ কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. কামরুজ্জামান।

কুইজ প্রতিযোগিতায় আরও উপস্থিত ছিলেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. মো. মাহাবুব হোসেন, সহকারী প্রক্টর ড. মো. রবিউল ইসলাম, সহকারী প্রক্টর মো. মোজাফফর হোসেন, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের সহকারী পরিচালক ড. মো. হাসানুর রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের সহকারী পরিচালক মো. আব্দুল মোমিন সেখ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের সহকারী পরিচালক মো. মিজানুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. এম কামরুজ্জামান বলেন, ‘বঙ্গবন্ধু ১৯৭১ সালের ৭ মার্চে বলেছিলেন এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে অদূর ভবিষ্যতে আরও এগিয়ে যাবে।’

তিনি আরও বলেন, ‘আজকের এ কুইজ প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা বঙ্গবন্ধু ও তাঁর আদর্শকে গভীরভাবে জানতে পারবে। আমি শিক্ষার্থীদের বঙ্গবন্ধুর আদর্শ লালনে সর্বদা সচেষ্ট থাকার আহবান জানাই।’

উল্লেখ্য, কুইজ প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। পরে বিজয়ীদের নাম ঘোষণার মাধ্যমে পুরষ্কার বিতরণ করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা।

ইবিহো/এসএস

বঙ্গবন্ধুর স্মরণে হাবিপ্রবিতে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

নাঈম ইসলাম সংগ্রাম
বঙ্গবন্ধুর স্মরণে হাবিপ্রবিতে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও গ্রন্থাবলির ওপরে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের আয়োজনে এবং এইচএসটিইউ কুইজ সোসাইটির সহযোগিতায় এ প্রতিযোগিতা সম্পন্ন হয়। শনিবার (২৬ আগস্ট) বিকেল সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ (একাডেমিক -১) এর ২০১ নম্বর কক্ষে এ কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. কামরুজ্জামান।

কুইজ প্রতিযোগিতায় আরও উপস্থিত ছিলেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. মো. মাহাবুব হোসেন, সহকারী প্রক্টর ড. মো. রবিউল ইসলাম, সহকারী প্রক্টর মো. মোজাফফর হোসেন, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের সহকারী পরিচালক ড. মো. হাসানুর রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের সহকারী পরিচালক মো. আব্দুল মোমিন সেখ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের সহকারী পরিচালক মো. মিজানুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. এম কামরুজ্জামান বলেন, ‘বঙ্গবন্ধু ১৯৭১ সালের ৭ মার্চে বলেছিলেন এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে অদূর ভবিষ্যতে আরও এগিয়ে যাবে।’

তিনি আরও বলেন, ‘আজকের এ কুইজ প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা বঙ্গবন্ধু ও তাঁর আদর্শকে গভীরভাবে জানতে পারবে। আমি শিক্ষার্থীদের বঙ্গবন্ধুর আদর্শ লালনে সর্বদা সচেষ্ট থাকার আহবান জানাই।’

উল্লেখ্য, কুইজ প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। পরে বিজয়ীদের নাম ঘোষণার মাধ্যমে পুরষ্কার বিতরণ করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা।

ইবিহো/এসএস