ফিরে দেখা ২০২২

বছর জুড়ে ক্যাম্পাসের যা যা আলোচিত

মো. আবু হানিফ

২০২৩ সালের সূর্যোদয় হতে আর কয়েক দিন বাকি। ক্যাম্পাসে ক্যাম্পাসে নতুন বছরের বাতাস বইতে শুরু করেছে। শীতের রিক্ততা কমিয়ে নতুন বছর তার আগমনি বার্তা দিচ্ছে। ২০২২ সাল জুড়ে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ঘটেছে নানা ঘটনা, জন্ম দিয়েছে ব্যাপক আলোচনার। ক্যাম্পাসগুলোতে ঘটে যাওয়া আলোচিত নানা ঘটনা।

ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা দেশে-বিদেশে নজর কেড়েছে। মুহসীন হল মাঠে বড় পর্দায় দেখানো খেলায় হাজার হাজার দর্শকদের উল্লাসের ছবি, ভিডিও ইন্টারনেটে ব্যাপক ভাইরাল হয়েছে। ৫৩তম সমাবর্তন, কেন্দ্রীয় ছাত্রলীগের নতুন কমিটি, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নতুন কমিটি, বিশ্ববিদ্যালয়ের সাবেক এক শিক্ষকের প্রাইভেট কারের চাপায় এক নারীর মৃত্যুসহ নানা ঘটনায় আলোচিত ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়।

বুয়েট: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফারদিন নূরের অস্বাভাবিক মৃত্যু নিয়ে দেশ জুড়ে ব্যাপক আলোচনায় ছিল বিশ্ববিদ্যালয়টি।

জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪২তম ব্যাচের র‍্যাগ ডে-তে পরিবেশিত নৃত্য নিয়ে সমালোচনার ঝড় ওঠে সামাজিক যোগাযোগমাধ্যমে। এছাড়া সহকারী প্রক্টর মাহমুদুর রহমান জনির বিরুদ্ধে ছাত্রীদের সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হলে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

শেকৃবি: ২০২২ সালের সমন্বিত কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার নেতৃত্ব দেয় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। সিলেকশন পদ্ধতি বাতিল করে সবাইকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে দেয়। এছাড়া ডাইনিংয়ে চাঁদাবাজির অভিযোগে কবি কাজী নজরুল ইসলাম হল ছাত্রলীগের সভাপতি এস এম সজীব হোসাইন ও সাধারণ সম্পাদক আরিফুর রহমানকে বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

জবি: প্রেমিকের বাসায় বিষপান করে অসুস্থ হয়ে প্রায় দুই সপ্তাহ হাসপাতালে চিকিত্সাধীন থাকার পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী অঙ্কন বিশ্বাসের মৃত্যু হয়। এছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলের নানা অনিয়ম ও নতুন ক্যাম্পাসের কাজের বিভিন্ন বিষয় ক্যাম্পাসে বছর জুড়ে আলোচনায় ছিল।

বাকৃবি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের একদল গবেষকের গবেষণায় বেগুনে ক্যানসার সৃষ্টিকারী উপাদান ভারী ধাতুর উপস্থিতি পাওয়ার ঘটনা আন্তর্জাতিক জার্নাল ন্যাচার পোর্ট ফোলিওতে প্রকাশ হলে এ নিয়ে তোলপাড় শুরু হয়। গবেষণা টিমের প্রধান অধ্যাপক ড. মো. জাকির হোসেন আতঙ্কিত না হয়ে ভারী ধাতু দূষণের উত্স নিয়ন্ত্রণে সবাইকে তত্পর হওয়ার আহ্বান জানান।

চবি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে মোটা অঙ্কের টাকা লেনদেনের অডিও রেকর্ড ফাঁস হয়। ফারসি ভাষা ও সাহিত্য বিভাগে শিক্ষক নিয়োগের এ রেকর্ড ফাঁসের পর বিশ্ববিদ্যালয় জুড়ে তোলপাড় সৃষ্টি হয়।

হাবিপ্রবি: হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এক ভুয়া শিক্ষার্থী মফিজুর রহমান ওরফে রাফি বিশ্ববিদ্যালয়ের আরেক ছাত্র মাফিজুর রহমানের পরিচয়পত্র ব্যবহার করে চার বছর ধরে আবাসিক হলে থাকতেন। বিভিন্ন সংগঠনের সভা-সমাবেশে, মিছিল-মিটিং ছিলেন সরব। বিশ্ববিদ্যালয় আয়োজিত বিভিন্ন ক্রীড়া অনুষ্ঠানে অংশও নিয়েছেন।

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ট্রাকচাপায় শিক্ষার্থী হিমেল নিহত হয়, যা সারা দেশে সাড়া ফেলে। এছাড়া শহীদ হবিবুর রহমান হলের ছাদ থেকে পড়ে শাহরিয়ার রহমান নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়। চিকিত্সায় অবহেলার অভিযোগে রাজশাহী মেডিক্যাল কলেজ ভাঙচুর করে শিক্ষার্থীরা।

কুবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কথা বলতে সক্ষম একটি রোবট  তৈরি করেছেন। যার নাম দিয়েছেন নিকো। ‘কোয়ান্টা রোবোটিক্স’ কুবি শিক্ষার্থীদের একটি রোবোটিকস দল এটি তৈরি করে।

ইডেন কলেজ: ইডেন মহিলা কলেজে নেত্রীদের দ্বারা শিক্ষার্থীদের রুমে গিয়ে অকথ্য ভাষায় গালাগাল দেওয়ার একটি অডিও এবং দুই ছাত্রীকে আটকে রেখে মানসিক ও শারীরিক নির্যাতনের ভিডিও ভাইরাল হলে ব্যাপক আলোচনায় সৃষ্টি হয়।

বশেমুরবিপ্রবি: গত কয়েক বছর ধরে আলোচনায় থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীকে দল বেঁধে ধর্ষণের ঘটনায় উত্তাল ছিল ক্যাম্পাস।

শাবিপ্রবি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে বছরের শুরুতে ক্যাম্পাসে তীব্র আন্দোলন প্রতিদিনই খবরের শিরোনাম হয়েছে।

জাককানইবি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ন্যাশনাল ক্যাম্পাস জার্নালিজম ফেস্ট অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন  বিশ্ববিদ্যালয়ের ২০টি সাংবাদিক সংগঠনের দুই শতাধিক সংবাদকর্মী অংশগ্রহণ করছেন।

বশেমুরকৃবি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তোফাজ্জল ইসলামের নেতৃত্বে বিজ্ঞানীরা বারোমাসি কাঁঠালের জীবনরহস্য উন্মোচন করেছেন। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট নতুন জাতের এই কাঁঠালের নাম দিয়েছে ‘বারি-৩’।

ইত্তেফাক/এএইচপি

ফিরে দেখা ২০২২

বছর জুড়ে ক্যাম্পাসের যা যা আলোচিত

মো. আবু হানিফ

২০২৩ সালের সূর্যোদয় হতে আর কয়েক দিন বাকি। ক্যাম্পাসে ক্যাম্পাসে নতুন বছরের বাতাস বইতে শুরু করেছে। শীতের রিক্ততা কমিয়ে নতুন বছর তার আগমনি বার্তা দিচ্ছে। ২০২২ সাল জুড়ে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ঘটেছে নানা ঘটনা, জন্ম দিয়েছে ব্যাপক আলোচনার। ক্যাম্পাসগুলোতে ঘটে যাওয়া আলোচিত নানা ঘটনা।

ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা দেশে-বিদেশে নজর কেড়েছে। মুহসীন হল মাঠে বড় পর্দায় দেখানো খেলায় হাজার হাজার দর্শকদের উল্লাসের ছবি, ভিডিও ইন্টারনেটে ব্যাপক ভাইরাল হয়েছে। ৫৩তম সমাবর্তন, কেন্দ্রীয় ছাত্রলীগের নতুন কমিটি, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নতুন কমিটি, বিশ্ববিদ্যালয়ের সাবেক এক শিক্ষকের প্রাইভেট কারের চাপায় এক নারীর মৃত্যুসহ নানা ঘটনায় আলোচিত ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়।

বুয়েট: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফারদিন নূরের অস্বাভাবিক মৃত্যু নিয়ে দেশ জুড়ে ব্যাপক আলোচনায় ছিল বিশ্ববিদ্যালয়টি।

জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪২তম ব্যাচের র‍্যাগ ডে-তে পরিবেশিত নৃত্য নিয়ে সমালোচনার ঝড় ওঠে সামাজিক যোগাযোগমাধ্যমে। এছাড়া সহকারী প্রক্টর মাহমুদুর রহমান জনির বিরুদ্ধে ছাত্রীদের সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হলে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

শেকৃবি: ২০২২ সালের সমন্বিত কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার নেতৃত্ব দেয় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। সিলেকশন পদ্ধতি বাতিল করে সবাইকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে দেয়। এছাড়া ডাইনিংয়ে চাঁদাবাজির অভিযোগে কবি কাজী নজরুল ইসলাম হল ছাত্রলীগের সভাপতি এস এম সজীব হোসাইন ও সাধারণ সম্পাদক আরিফুর রহমানকে বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

জবি: প্রেমিকের বাসায় বিষপান করে অসুস্থ হয়ে প্রায় দুই সপ্তাহ হাসপাতালে চিকিত্সাধীন থাকার পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী অঙ্কন বিশ্বাসের মৃত্যু হয়। এছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলের নানা অনিয়ম ও নতুন ক্যাম্পাসের কাজের বিভিন্ন বিষয় ক্যাম্পাসে বছর জুড়ে আলোচনায় ছিল।

বাকৃবি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের একদল গবেষকের গবেষণায় বেগুনে ক্যানসার সৃষ্টিকারী উপাদান ভারী ধাতুর উপস্থিতি পাওয়ার ঘটনা আন্তর্জাতিক জার্নাল ন্যাচার পোর্ট ফোলিওতে প্রকাশ হলে এ নিয়ে তোলপাড় শুরু হয়। গবেষণা টিমের প্রধান অধ্যাপক ড. মো. জাকির হোসেন আতঙ্কিত না হয়ে ভারী ধাতু দূষণের উত্স নিয়ন্ত্রণে সবাইকে তত্পর হওয়ার আহ্বান জানান।

চবি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে মোটা অঙ্কের টাকা লেনদেনের অডিও রেকর্ড ফাঁস হয়। ফারসি ভাষা ও সাহিত্য বিভাগে শিক্ষক নিয়োগের এ রেকর্ড ফাঁসের পর বিশ্ববিদ্যালয় জুড়ে তোলপাড় সৃষ্টি হয়।

হাবিপ্রবি: হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এক ভুয়া শিক্ষার্থী মফিজুর রহমান ওরফে রাফি বিশ্ববিদ্যালয়ের আরেক ছাত্র মাফিজুর রহমানের পরিচয়পত্র ব্যবহার করে চার বছর ধরে আবাসিক হলে থাকতেন। বিভিন্ন সংগঠনের সভা-সমাবেশে, মিছিল-মিটিং ছিলেন সরব। বিশ্ববিদ্যালয় আয়োজিত বিভিন্ন ক্রীড়া অনুষ্ঠানে অংশও নিয়েছেন।

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ট্রাকচাপায় শিক্ষার্থী হিমেল নিহত হয়, যা সারা দেশে সাড়া ফেলে। এছাড়া শহীদ হবিবুর রহমান হলের ছাদ থেকে পড়ে শাহরিয়ার রহমান নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়। চিকিত্সায় অবহেলার অভিযোগে রাজশাহী মেডিক্যাল কলেজ ভাঙচুর করে শিক্ষার্থীরা।

কুবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কথা বলতে সক্ষম একটি রোবট  তৈরি করেছেন। যার নাম দিয়েছেন নিকো। ‘কোয়ান্টা রোবোটিক্স’ কুবি শিক্ষার্থীদের একটি রোবোটিকস দল এটি তৈরি করে।

ইডেন কলেজ: ইডেন মহিলা কলেজে নেত্রীদের দ্বারা শিক্ষার্থীদের রুমে গিয়ে অকথ্য ভাষায় গালাগাল দেওয়ার একটি অডিও এবং দুই ছাত্রীকে আটকে রেখে মানসিক ও শারীরিক নির্যাতনের ভিডিও ভাইরাল হলে ব্যাপক আলোচনায় সৃষ্টি হয়।

বশেমুরবিপ্রবি: গত কয়েক বছর ধরে আলোচনায় থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীকে দল বেঁধে ধর্ষণের ঘটনায় উত্তাল ছিল ক্যাম্পাস।

শাবিপ্রবি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে বছরের শুরুতে ক্যাম্পাসে তীব্র আন্দোলন প্রতিদিনই খবরের শিরোনাম হয়েছে।

জাককানইবি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ন্যাশনাল ক্যাম্পাস জার্নালিজম ফেস্ট অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন  বিশ্ববিদ্যালয়ের ২০টি সাংবাদিক সংগঠনের দুই শতাধিক সংবাদকর্মী অংশগ্রহণ করছেন।

বশেমুরকৃবি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তোফাজ্জল ইসলামের নেতৃত্বে বিজ্ঞানীরা বারোমাসি কাঁঠালের জীবনরহস্য উন্মোচন করেছেন। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট নতুন জাতের এই কাঁঠালের নাম দিয়েছে ‘বারি-৩’।

ইত্তেফাক/এএইচপি