বর্ধনপাড়া শাপলা কিন্ডার গার্টেনে গুণীজন সংবর্ধনা ও মেধাবৃত্তি

অনুষ্ঠানের মঞ্চে অতিথিবৃন্দ।

শিক্ষা-শিক্ষাঙ্গন ডেস্ক 

বর্ধনপাড়া শাপলা কিন্ডারগার্টেন-এর উদ্যোগে ২৪ ডিসেম্বর প্রতিষ্ঠানে বার্ষিক ফলাফল ঘোষণা, গুণীজন সংবর্ধনা এবং বর্ধনপাড়া গ্রামের কৃতি শিক্ষার্থীদের মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ড. মোহাম্মদ আবুল হোসেন তুহিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ সাঈদ আলী এবং উদ্ধোধক হিসেবে উপস্থিত ছিলেন ক্লিনটেক লিমিটেডের নির্বাহী পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম মাখন।

অনুষ্ঠানে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা জাহিদ হাসান- এর স্বাগত বক্তব্যের পরে শুরু হয় প্রতি বছরের ন্যায়, এলাকায় যারা শিক্ষা খাতে অবদান রেখেছেন, তাদের গুনীজন সংবর্ধনা। ঢাকার ইউনাইটেড হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ আবুল কাশেম, ভিস্তা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক উদয় হাকিম, মির্জাপুর গার্লস হাই স্কুলের সাবেক সিনিয়র শিক্ষক হাজী আব্দুল হালিমসহ আরও কয়েকজন গুণীজনের হাতে প্রধান অতিথি শুভেচ্ছা স্মারক প্রদান করেন।

অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন ভিস্তা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক উদয় হাকিম।

বর্ধনপাড়া গ্রামের শিক্ষানুরাগী হাজী মোহাম্মদ আব্দুল হক ২০১৫ সাল থেকে বর্ধনপাড়া গ্রামের শিক্ষার্থীদের পড়ালেখায় আরও ভালো করার লক্ষ্যে হাজী মোহাম্মদ আব্দুল হক মেধা বৃত্তি কার্যকম পরিচালনা করে আসছেন। তারই ধারাবাহিকতায় এবছর ৪জন শিক্ষার্থী জিপিএ ৫ পাওয়ায় হাজী আব্দুল হক মেধা বৃত্তি দেওয়া হয়।

অনুষ্ঠানে অভিভাবকবৃন্দ তাদের বক্তব্যে বলেন বর্ধনপাড়া গ্রাম থেকে আশে-পাশের সবগুলো হাই স্কুলের দূরত্ব প্রায় ৪ কিলোমিটার যা একজন ৯/১০ বছরের বাচ্চার জন্য খুবই কষ্টকর। আর এই কষ্ট দূর করার জন্য শাপলা কিন্ডারগার্টেনকে ৮ম শ্রেণী পর্যন্ত উন্নত করার দাবী জানান এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ এই বিষয়ে সর্বোচ্চ সহযোগিতা করবেন বলে আশা প্রদান করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথি, শিক্ষকবৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানে অতিথিবৃন্দ আয়োজকদের ভূয়সী প্রসংসা করেন।

এমবিএইচ/এসএস

বর্ধনপাড়া শাপলা কিন্ডার গার্টেনে গুণীজন সংবর্ধনা ও মেধাবৃত্তি

অনুষ্ঠানের মঞ্চে অতিথিবৃন্দ।

শিক্ষা-শিক্ষাঙ্গন ডেস্ক 

বর্ধনপাড়া শাপলা কিন্ডারগার্টেন-এর উদ্যোগে ২৪ ডিসেম্বর প্রতিষ্ঠানে বার্ষিক ফলাফল ঘোষণা, গুণীজন সংবর্ধনা এবং বর্ধনপাড়া গ্রামের কৃতি শিক্ষার্থীদের মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ড. মোহাম্মদ আবুল হোসেন তুহিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ সাঈদ আলী এবং উদ্ধোধক হিসেবে উপস্থিত ছিলেন ক্লিনটেক লিমিটেডের নির্বাহী পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম মাখন।

অনুষ্ঠানে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা জাহিদ হাসান- এর স্বাগত বক্তব্যের পরে শুরু হয় প্রতি বছরের ন্যায়, এলাকায় যারা শিক্ষা খাতে অবদান রেখেছেন, তাদের গুনীজন সংবর্ধনা। ঢাকার ইউনাইটেড হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ আবুল কাশেম, ভিস্তা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক উদয় হাকিম, মির্জাপুর গার্লস হাই স্কুলের সাবেক সিনিয়র শিক্ষক হাজী আব্দুল হালিমসহ আরও কয়েকজন গুণীজনের হাতে প্রধান অতিথি শুভেচ্ছা স্মারক প্রদান করেন।

অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন ভিস্তা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক উদয় হাকিম।

বর্ধনপাড়া গ্রামের শিক্ষানুরাগী হাজী মোহাম্মদ আব্দুল হক ২০১৫ সাল থেকে বর্ধনপাড়া গ্রামের শিক্ষার্থীদের পড়ালেখায় আরও ভালো করার লক্ষ্যে হাজী মোহাম্মদ আব্দুল হক মেধা বৃত্তি কার্যকম পরিচালনা করে আসছেন। তারই ধারাবাহিকতায় এবছর ৪জন শিক্ষার্থী জিপিএ ৫ পাওয়ায় হাজী আব্দুল হক মেধা বৃত্তি দেওয়া হয়।

অনুষ্ঠানে অভিভাবকবৃন্দ তাদের বক্তব্যে বলেন বর্ধনপাড়া গ্রাম থেকে আশে-পাশের সবগুলো হাই স্কুলের দূরত্ব প্রায় ৪ কিলোমিটার যা একজন ৯/১০ বছরের বাচ্চার জন্য খুবই কষ্টকর। আর এই কষ্ট দূর করার জন্য শাপলা কিন্ডারগার্টেনকে ৮ম শ্রেণী পর্যন্ত উন্নত করার দাবী জানান এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ এই বিষয়ে সর্বোচ্চ সহযোগিতা করবেন বলে আশা প্রদান করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথি, শিক্ষকবৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানে অতিথিবৃন্দ আয়োজকদের ভূয়সী প্রসংসা করেন।

এমবিএইচ/এসএস